10/02/2024
তাপসী আপু🥰
ইস কি যে মিষ্টি ইনি, ঠিক তার কথা বলার মতো সুন্দর তিনি,
আর আমাদের ছোট্ট লাবন্য সোনা, আর লাবণ্যর মা,
তাপসী আপু কে ভালো লাগে না এমন মানুষ খুব কম ই আছে,
বিশেষ করে যারা আমার মতো বিড়াল প্রেমি তাদের তো কথায় নাই। ওনাকে ফলো করি ২০২১ এর প্রথম দিক থেকে হাম্বু ছিলো তখন, হাম্বু চলে যাওয়ার খবর শুনে চোখ দিয়ে অজান্তেই পানি চলে এসেছিলো।বই মেলা তে তাপসী আপুর সাথে দেখা করার উদ্দেশ্য নিয়েই গিয়েছিলাম কিন্তু আমার পৌছাতে ৭ টার উপরে বেজে যাওয়ায় ভেবেছিলাম যে তার সাথে দেখা হবে না আজ আর। কিন্তু তাদের স্টলের পাশেই তাকে দেখে আমি তো মহা খুশি। ওনাকে আমার অনেক ভালো লাগে আর ওনার ফ্যামেলির প্রতিটা মেম্বারদের আমি অনেক পছন্দ করি,
বিশেষ করে ওনার কথা বলার ধরণ বেশ সুন্দর।
কথায় আছে একটা মানুষের ৮০% সৌন্দর্য প্রকাশ পায় তার কথা বলার ধরনের উপর।
আজকে ওনাদের সাথে দেখা হয়ে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু খুব আফসোস হচ্ছে আমার লিও ( পোষা বিড়াল) কে তাপসী আপুর সাথে দেখা করাতে পারলাম না। কারন লিও এর ও জানা উচিত যে আমি কার ভিডিও দেখে তাকে বাসায় নিয়ে এসেছি আর কার ভিডিও দেখে আমি সবার বিরুদ্ধে গিয়ে বিড়াল পোষার সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। অবশ্য আগে যারা যারা বিড়ালের নাম শুনলে গা ঝাপ্টাতো আজ তারা ও আমার লিওর অনেক বড় পাংখা🥱
ভালো থাকবেন আপু। ইন শা আল্লাহ একদিন আপনার সাথে আমার লিওর দেখা করাবো।।
আর বাকি রইলো আপনার বই এর কথা বইটা আমি রকমারি থেকে নিয়ে পড়ে আর এক দিন রিভিও দিবো।।
Take love❤️❤️
Puchir Ma
Puchi Family