বৈভব

বৈভব একটি বিকল্প মেইনস্ট্রিম প্রযোজনা

সৃজা'র রিভিউ -দুধের স্বাদ ঘোলেঅনুবাদ: Maheen Haque ঘোল জিনিসটা, এমন গরমে, অতি উপাদেয়; এক গ্লাস বরফ কিউবয়ালা, ঘোল ভর্তি, ...
03/06/2025

সৃজা'র রিভিউ
-
দুধের স্বাদ ঘোলে
অনুবাদ: Maheen Haque

ঘোল জিনিসটা, এমন গরমে, অতি উপাদেয়; এক গ্লাস বরফ কিউবয়ালা, ঘোল ভর্তি, গ্লাসের গায়ে জমতে থাকবে; বিন্দু বিন্দু, পানি। চুমুক দিবেন, মনে হবে- আত্মার কাছ ঘেঁষে, শান্তি।
ঘোল আমি খাইসি, আবার, ঘোল, আমাকে; খাওয়ানোও হইসে। তার বর্ণনা, থাক।

মাহীন হকের বইটা, অনুবাদগ্রন্থ; উনি বলতেসেন 'দুধের স্বাদ ঘোলে,' কীভাবে- উনি উনার কবিতাপাঠের সহচর করতে চাইতেসেন পাঠকদের, উনার বিস্ময়ের দুনিয়ার- স্বাদ দিতে চাইতেসেন; সেই চেষ্টার প্রতিফলন।

একেকটা কবিতা; উনি সচেতনভাবে সিলেক্ট করসেন কি না, জানি না; অত্যন্ত একেকরকম। বুকোস্কির ভাগটাতে যে কবিতারা- তাদেরকে আপনি ব্যক্তিগত ঘটনাবলীর সাথে রিলেট করতে পারবেন, কাব্বানির কবিতাদের পড়লে, দেখবেন, কীভাবে সমস্ত অন্যায় পরিণত হইতেসে আমাদের অভ্যাসে।

যেমন, 'অঙ্কনপাঠ,' কবিতাটায়; বাবা তার ছেলের পাখির এঁকে দেয়ার আবদারে, এঁকে ফেলেন- তালা মারা একটা খাঁচা! আপনি অবাক হয়ে দেখবেন, এইভাবে আমরা, আমাদের জীবনের, চারিপাশের, সমস্ত অন্যায়ের সাথে আপোষ করতে করতে, ভুলে যাই যে; এ-ও ভুল- অত্যন্ত ভুল। গোলাপকে তাই, আমরা তার কাঁটার চাইতে, আলাদা করে দেখতে পারি না। আমাদের সন্তানদের, আমরা পাখি এঁকে দিতে পারি না। এই যুগে, অন্যায় আপোষ হয়ে যায়, শ্রেষ্ঠ স্কিল ফর সার্ভাইভাল।

"...এই জমাটবদ্ধ সময়ে
বনের গাছেরাও যোগ দিয়েছে সেনাবাহিনীতে
গোলাপও অবসন্নতায় ঝরে পড়ে"

এইভাবে যখন, রেভের্দির- 'হিংসা'- তে দেখবেন, হয়তো- আপনার নিজের মগজের ভিতরটাই:
"নিয়তি, যদি চেয়েছিলে আমিও পালাবো এখান থেকে, আমাকে তবে ডানা দিলেও পারতে।"

কী অদ্ভুত, সাবলীল ও নিকট একটা লাইন।

মাহীন হক শুরুতেই, খামতি স্বীকার করে নিসেন- দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করার। যেহেতু, উনি নিজেই বলসেন বড় কোনো দায়বদ্ধতা অথবা জ্ঞানবুদ্ধিতা ছাড়াই, নির্ধারিত রূপরেখা ফলো না করেই কবিতাগুলোর অনুবাদ উনি করসেন, সেহেতু- আমার মতোন অজ্ঞ পাঠক অনুবাদের ব্যাকরণের ব্যবহার নিয়ে আলোচনার, দুঃসাহস দেখানোর দায়- নাই। আপনারা বইটা পড়ে, ওইদিকের আলাপ দিয়েন, চাইলে।

তবে, ওইযে- কবিতা *যথেষ্ট* ব্যক্তিগত আবার সার্বজনীন একটা ভাষা যেহেতু; তাই, ভিনভাষী কবিতাদের মাহীন হকের অনুবাদে- এই অসম্ভব ঘোলাটে সময়ে, মাহীন হকের এই অনুবাদগ্রন্থ- এক গ্লাস ঠান্ডা ঘোলের মতোন, আত্মাকে ঘেঁষে অদ্ভুত স্থিরতার পরশ দিসে।

তাই, আপনারাও; এই তীব্র ঘোলাটে সময়কালে, পড়ে ফেলেন- "দুধের স্বাদ ঘোলে" বাই মাহীন হক Maheen Haque ।

~

রকমারি লিংক
দুধের স্বাদ ঘোলে
By- মাহীন হক
Price: 258 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/427740/dudher-sadh-ghole

Rakibul Islam Rakib এর রিভিউ :স্টোরি 'পড়া' শুরু করছি কিছুদিন ধরে। পাপিয়া জেরীনের 'দ্বিতয়' বইটা সেই পাঠের হিস্যা হিশাবে ব...
03/06/2025

Rakibul Islam Rakib এর রিভিউ :

স্টোরি 'পড়া' শুরু করছি কিছুদিন ধরে। পাপিয়া জেরীনের 'দ্বিতয়' বইটা সেই পাঠের হিস্যা হিশাবে বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে বলেই মনে হচ্ছে। নন-ফিকশন্যাল গল্পগুলো প্রথমে পড়লাম। আয়েশের সাথে পড়া গেলো। প্রেশার ছিলো না তেমন। স্টোরিগুলো উনি সাফসাফ বলে দিতে চাইছেন, যা কিছু বলার ছিলো। পাঠকের দীলে ব্যাকুলতা তৈয়ার করার কোনো ধরণের প্র‍য়াস আছে বলে মনে হয়নি সেই বলার ভঙ্গিতে। এবঙ এই প্রবণতাটা ফিকশন্যাল স্টোরির পার্টে এসে ভেঙে যাবে বলা যায়। বা এই মানসিকতা নিয়েই ফিকশন পড়তে দিচ্ছেন না পাপিয়া জেরীন(?)

সেই পার্টে হয়তো আরেকটু জটিল করে তুলছেন তিনি স্টোরির কাঠামোকে। এতে স্বপ্ন, অবাস্তব...এইসব বিষয়ের সমাবেশ ঘটতে দেখছি।

বিশেষ করে মনে হচ্ছিলো, নন-ফিকশন পার্টের প্রতিটি স্টোরির শেষ দিকের প্যারাগ্রাফগুলো খেয়াল করলেই গোটা স্টোরির লগে একটা রিশতা অনুধাবন করতে সক্ষম হবেন পাঠক। অথবা স্টোরির স্ট্রাকচারগুলো ইদানীং এমন হয় কিনা সেটা ভেবে- আমার জানাশোনার স্বল্পতা নিয়ে লজ্জিত হচ্ছিলাম। তবে প্রতিটি স্টোরির একটা নিজস্ব টেস্ট আন্দাজ করা যাচ্ছিলো। রিডারকে পাপিয়া জেরীন এখানে কোন অবস্থায় রাখতে চেয়েছেন- সেই প্রশ্নটা বারবার স্মরণে এসেছে।

আরেকটা ব্যাপার বজায় রেখেছি আমি এই স্টোরি বুক পড়াকালীন- কোনো ধরণের মানসিক অস্থিরতা নিয়ে কোনো স্টোরি পড়তে যাওয়ার তাড়াহুড়ো করিনি। খুব ধীরস্থীরভাবে এগোতে চেয়েছি। বিনিময়ে একজন গল্পচিন্তকের মেজাজের সূক্ষ্মতম দিকগুলোর দিকে সামান্য হলেও নজর রাখতে পেরেছি। এটাই এই স্টোরিবুক পাঠের অন্যতম অর্জন হয়ে থাকবে।

নন-ফিকশনের স্টোরিগুলো পড়লে একজন নারীর শৈশব আর কিশোরীকালের মূহুর্তের ছোঁয়া- আপনাকে স্পর্শ করবেই। পাপিয়া জেরীনের গল্পের কনক্লুশনের ব্যাপারটা তো আগেই একটু বলেছি। ফলত, স্টোরিগুলোকে আপনার বিরাজমান অক্ত দিয়ে মেমোরি পাঠের মতোই সুখকর করে তোলার প্রয়াস চালান তিনি।

এরপর ফিকশনের দিকে এগোতে থাকলেও ননফিকশনের ন্যাক্রোফিলিয়াক এবং ঘ্রাণজনিত এক/দুই... এই স্টোরিগুলোর প্রভাব স্পষ্টতই মেজাজকে আচ্ছন্ন করে রেখেছিলো।

বই পড়ে রাইটারের আদর্শ বা চিন্তা জানার একটা প্রচেষ্টা তো পাঠকের দীলে থাকেই। তবে রাইটারের স্টোরি পড়েই সে সিদ্ধান্ত নিতে চাওয়াটা মুশকিলের। এতদ সত্ত্বেও পাপিয়া জেরীনের স্টোরিগুলো "নারী ও পুরুষ" উভয় পাঠের বেলায় নানান মাত্রার উদ্দীপনা ও সংশয় জাগাতে পারবে বলেই বিশ্বাস করছি। উনার দৃষ্টিভঙ্গির দরদপূর্ণ দিকগুলো উন্মোচিত করতে পাঠকের কাছ থেকে বেশি সময়ও নেন না তিনি, অর্থাৎ এমনটা মনে হচ্ছিলো আমার কাছে। আপনারাও 'দ্বিতয়ের' স্বাদ নিন। শুভেচ্ছা রইলো পাপিয়া জেরীন, দ্বিতয় এবঙ বৈভবের জন্য।

~

রকমারি লিংক

দ্বিতয়
By- পাপিয়া জেরীন
Price: 215 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/212140/ditoy

পাপিয়া জেরীন, আপনার কবিতা 'বিশেষ'।  কবিতাকে কোনো কবি ইচ্ছা করে  আলাদা করতে পারে না, সে আপনাআপনি আলাদা হয়। আপনার কাব‌্য ...
03/06/2025

পাপিয়া জেরীন, আপনার কবিতা 'বিশেষ'। কবিতাকে কোনো কবি ইচ্ছা করে আলাদা করতে পারে না, সে আপনাআপনি আলাদা হয়। আপনার কাব‌্য স্বভাবের মধ‌্যে এই বিশেষত্বটি আমি খুঁজে পাই। একটা প‌্যাশন আছে; এটা ফ‌্যাশন নয়, কারণ তা মর্মের বস্তু। শ্লেষ মারাত্মক । সেটাকে আপনি উপযুক্ত মাত্রায় প্রয়োগ করতে পারেন।

- Sarker Amin

~
কবিতার বই : দ্বৈপ
কবি: পাপিয়া জেরীন
কভার : হার্ড কভার
সাইজ : ৬×৯
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
প্রকাশক : বৈভব
প্রথম প্রকাশ : বইমেলা ২০২০
ISBN : 978-984-94408-9-5
~

রকমারি লিংক

দ্বৈপ
By- পাপিয়া জেরীন
Price: 215 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/198054/doipo

দিঘলীBy- কাজল শাহনেওয়াজPrice: 826 BDTDiscount: 14%Tap to explore: https://www.rokomari.com/book/453653/digholee‘দিঘলী’ ব...
02/06/2025

দিঘলী
By- কাজল শাহনেওয়াজ
Price: 826 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/453653/digholee

‘দিঘলী’ বায়োগদ্য সিরিজের প্রথম পর্ব (১ থেকে ১৪ বছর)। বাবার চাকুরিসূত্রে শৈশবে বাস করেছেন ১৯৬০ এর পুরাটা ও ৭০ দশকের প্রথমার্ধে। আধাগ্রামীণ সেই পরিবেশ ছিল বাস্তুসংস্থানে বৈচিত্র্যঘন। দেখেছেন ষাট দশকের সদ্য জমিদারিত্তোর পোস্টকলোনিয়াল সমাজের। সের-মন-আনা-পাই-চিঠি-টেলিগ্রাম-নৌকার সনাতন কাঠামো থেকে ডেসিমেল পয়সা-কেজি-মিটারের ক্রম-বদলানো। মুখামুখি হয়েছেন ১৯৬৯ এর আন্দোলনের, ৭১এর জনমুক্তিযুদ্ধের এবং ৭৪এর দুর্ভিক্ষের। নিপুণ কাব্যিক ও কথাশৈল্পিক হাতে কাজল শাহনেওয়াজ Kajal Shaahnewaz তুলে এনেছেন ছোটো কিন্তু বৈশিষ্ট্যময় বর্ণনার ঘনঘটা। রচনা করেছেন নিজের বয়ো:সন্ধি, প্রতিবেশী নিসর্গ ও ইকোবায়োলজি—প্রাচীন জনপদের রক্তমাংশময় আত্মা। স্মৃতিগদ্যের পরিসরে এতকিছু সুদুর্লভ। পাঠক মুগ্ধ হয়ে চুপচাপ বসে থেকে সেই সময়কে চোখের সামনে দেখতে থাকবেন। বাড়তি আকর্ষণ সেরা চিত্রকরদের স্কেচে কা.শা.র বিরল গল্পচিত্র।

'দিঘলী'
কাজল শাহনেওয়াজ
প্রকাশক: বৈভব

Risbha Risbhi এর রিভিউ:"সাঁইরে চাই, সখীরেও ডাকি"- নামটার মাঝেই এক দ্বিধান্বিত মন লুকিয়ে আছে। কবি তুহিন খানের কবিতার প্রথ...
22/05/2025

Risbha Risbhi এর রিভিউ:

"সাঁইরে চাই, সখীরেও ডাকি"- নামটার মাঝেই এক দ্বিধান্বিত মন লুকিয়ে আছে। কবি তুহিন খানের কবিতার প্রথম বই।
সব দ্বিধাদ্বন্দ্ব একপাশে রেখে তুহিন খান না নিতে পারলো সাঁই রে। অথবা না চিনতে পারলো সখীরে। দেখেন, নামটার আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কবি সাঁইরে চাইতেছে অথচ সখীরে চাইতেছে না। সখীরে ডাকতেছে। কেন? এটা খুব সম্ভব সন্ন্যাসের দিকে বেশি ঝোঁক বোঝানোর তাগিদ।

কিন্তু এই ডাকার মাঝেও ঝামেলা আছে। সখীরে যে ডাকে, সখী যদি আইসা পড়ে, সাঁইরে কি আর চাইবেন তিনি? কিংবা সখীর "ভিজে ওঠা মাইয়ের স্মৃতি" তিনি কি ভুলতে পারবেন? নাকি তিনি সখীরে ছলে বলে কৌশলে-
"কই দেবো দাঁড়ি আর কই দেবো কমা
বাকশালে বাক্য শিখে প্রেমের কলমা
কী করে সাজাব আমি?- পেঁয়াজের ঝাঁঝে
তোমারও তো চোখ পোড়ে; করুণ আনাজে-"

কাব্য কলায় মগ্ন করে তারপর আহ্বান জানায়-" সুনিরাভরণ হও, গতরের ছতর সরাও। গন্দম খাওয়ায় কোন ইবলিশ? কে শিখায় মিথ্যা ক্যামোফ্লাজ?" এবং সখীর গতরে কবি উজান সাঁতার কাটবে এবং রেগে মেগে কি সখীরে ছেড়ে সাঁইয়ের সাথে ভীড়বে? কবির ভাষ্যে- " তুমিও হবা তার মতো? কুমারী কলঙ্কিনী, অনার্য শ্যামল মাগি, ঈশ্বরী হবা? অথচ তো জন্মেছ ব্যাধের ঘরে ছায়া, ফুল্লুরা! কালো মাইয়ে লেগে আছে সান্ধ্যভাষা, নিঃশব্দ যুগের অন্ধকার।"

তারপর দেখেন আরো তিক্ত বিরহকাতর লাইন- কলঙ্কিনী, মাগি, ঈশ্বরী, কবির সেই সখী। তবুও সখীরে আহ্বান করতেছে- " মেলে ধরো ত্রিকোণ জ্যামিতি, শরীর বিদীর্ণ করা নাজাতের পথ।"

এভাবে যুগে যুগে নারীরা টেনে নিয়ে যায় পুরুষদের নাজাতের দিকে। হয়তো কখনো কখনো নির্বাণের দিকেও। তাই কবি আরেক জায়গায় উল্লেখ করেছেন- "আমাদের বধির করে দিচ্ছে"!

কবি সাঁইরে চায় অথচ তিনি বহুযুগ ধরে চলতে থাকা মানবজাতির সাধারণ কাম কিংবা নারীর লাস্যময়ী শরীরকে উপেক্ষা করতে পারে নাই। সখীরে হয়তো ডেকেছিলো। হয়তো ভেবেছিলো, সখীরে ডেকে চলে অতঃপর সাঁই রে ধরে, সাঁই রে পথে, অনেকটা নির্বাণের পথে ছুটে যাবো। কিন্তু না। তিনি অই নারীর মাঝেই আটকে আছেন। হয়তো তাই, সিদ্ধিলাভের আগে তথাগত যখন ঘর ছেড়ে আনন্দকে সাথে নিয়ে বেরিয়ে পড়ছিলেন, তখন স্ত্রীর দিকে নজর পড়বে বলে নিজের পুত্রকেও পর্যন্ত একপলক দেখে নাই।।

দ্বিধান্বিত তুহিন খান ক্রমান্বয়ে ঢুকে পড়েছেন, প্রকৃতি, নারী, শীত আর বৃষ্টি মাঝে।

আল মাহমুদ যেভাবে নারীপুরাণের ভাষা নির্মাণ করেছিলো এবং লিখেছিলো-
"ভেবেছি তো অন্ধকারে আমি হবো রাতের পুরুত
আদিম মন্দিরে একা তুমি এসো নগ্নতার দেবী
মগ্নতার অন্ধকারে আমি যার একমাত্র দেবী,
ধূপের গন্ধের স্বাদ দেবে এনে যে দূত-
সে তো শুধু গন্ধবহ পৃথিবীর পুষ্পময় মাস
পুরনো মদের গন্ধে ভরা যার রাতের বাতাস
অসহ্য আনন্দ হেনে তোমাকেই করে যে নিখুঁত
অথবা হৃদয়ের ঢালে যন্ত্রণার করুণ নির্যাস।।"

কবি তুহিন খানের কবিতায়ও আমরা দেখি, তিনি নারীকে একেবারে সহজ ভাষা, সরল ইঙ্গিতে কাছে ডাকতেছেন। তাদের সম্ভোগ মত্ত হতে নীরব আহ্বান জানাচ্ছেন- "ফুল্লরা, এবার লেখ দেহমঙ্গল, অশোকলিপিতে। মেলে ধরো মসলিনের ভাঁজ। শেলফে তুলে রাখো ফুকোদের যৌন ইতিহাস।"

কিংবা অন্য আরেক জায়গায় কবি সরল স্বগোক্তির মতো বলে যাচ্ছেন-
" রানতে রানতে দ্যাও ডালের বাগার
দোযখে দগ্ধ স্বামী আসবে তোমার
জেহাদ জেহাদ বলে ঘন হবে রাত
হাত পাতো ফুল্লরা, করাও বায়াত
সিনা চাক করে দাও রুহের এলাজ
ইমামত নেও সখী, পড়াও নামাজ...." এ যেন কবি আল মাহমুদই ভর করেছিলো তুহিন খানের উপর।

কবি আল মাহমুদ যেভাবে বলেছিলো-
"মাঝে মাঝে মনে হত মাটি চাই।
অন্তহীন দিগন্ত বিস্তৃত কোনো শূন্য মাঠ।
যেখানে ফলের ধান, কাউনের সোনা আর
ছোটো কলসির মতো টই টই তরমুজের রক্তভরা রস।
একটি কিষাণী চাই। সেও হবে অস্পৃষ্ট মাটির মতো।
অন্য সব কৃষকের স্পর্শের অচেনা
দু'টি শূন্য মাঠে আমি বুনবো বীজ
ভরাবো ফসলে!"

তুহিন খান ইমামতি দিচ্ছেন। আর আল মাহমুদ ফসল।

সম্প্রতি প্রকাশিত তুহিন খানে "সাঁইরে চাই, সখীরেও ডাকি" কবিতার বইখানা অতি চমৎকার সব কবিতা দিয়ে সাজানো।। প্রেম, কাম, রাজনীতি মিলেমিশে আছে। আশ্চর্যজনকভাবে কবিতার বইটা উৎসর্গ করেছে, নারী ও নির্জনতাকে। মূলত নারী ও নির্জনতা আমারও খুব প্রিয়।।

আমি কবিতাগুলোর তাত্ত্বিক বিশ্লেষণে যাই নি। ফুলের পাপড়িতে যে সুখ, যে আনন্দ আর সুন্দর, মূলত সে জন্যই ভ্রমরেরা ফুলে সমাগম ঘটায়। ফুলের ব্যবচ্ছেদ জেনে ভ্রমরের কোনো কর্ম্ম যেমনি নাই তেমনি কবিতার ব্যবচ্ছেদেও আমার আগ্রহ নেই।। অই পাপড়ি লাবণ্য আর সুগন্ধিটা পেলেই আমি অকাতরে ফুলের সাথে সংসার করতে পারি। তুহিন খানের কবিতাগুলোও তেমন। বাইরে লাবণ্য আছে। রুপ আছে। সুগন্ধি আছে।।

পড়তে পারেন, প্রিয় পাঠক, তুহিন খানের "সাঁইরে চাই, সখীরেও ডাকি"। এখন আপনি কোন দিকে যাবেন? সাঁই নাকি সখী??

আমি সখীরেই বারবার ডাকবো হয়তো।। যেহেতু আমি নিজেই সাঁই।।

~

রকমারি লিংক:

সাঁইরে চাই, সখীরেও ডাকি
By- তুহিন খান
Price: 275 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/459274/saire-chai-sakhireo-daki

প্যারাডাইস রিগেইন শোনো,আমি আছি তো!নতুন কোনো ধর্মেরআবিষ্কার না হওয়ারিচুয়ালের মতন,নতুন কোনো ভাষারএখনো না লেখাকোনো হরফের মত...
21/05/2025

প্যারাডাইস রিগেইন

শোনো,
আমি আছি তো!

নতুন কোনো ধর্মের
আবিষ্কার না হওয়া
রিচুয়ালের মতন,
নতুন কোনো ভাষার
এখনো না লেখা
কোনো হরফের মতন

আমি কোনো
অবচেতন
না, যা ছিল সবসময়

নতুন একটা প্রেমের মতন
না, যে অপেক্ষা কইরা আছে
তোমার লাইগা, সদা কম্পমান

আমি নাই, কিন্তু
আমি একটা পাস্টের মতন
আসতেছি কাছে
তোমার, আর
একটা ফিউচারের মতন
দেখতে চাইতেছো তুমি
আমারে,
বলতেছো, “কই! তুমি তো
নাই!
আজাইরাই!”

আমি
টেম্পুর পিছনের একটা বাতাসের মতন
লঞ্চের পিছনে একটা পানির ঘূর্ণির মতন
থাকতেছি সবসময়
তোমার চইলা যাওয়ার ভিতর
~

রকমারি লিংক

কবিতা ও ববিতা
By- ইমরুল হাসান
Price: 215 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/242367/kobita-o-bobita

শুভ জন্মদিন!  কবি কাজী ওয়ালী উল্লাহ
19/05/2025

শুভ জন্মদিন!
কবি কাজী ওয়ালী উল্লাহ

তৃণলতা কুরচি'র কাব্যগ্রন্থ 'বকুলের পাপড়িতে ছাতিমের ঘ্রাণ' থেকে একটি কবিতাভুল নামেকতবার রাতের আরশিতে একজন্ম দূরের শিরীষ গ...
09/05/2025

তৃণলতা কুরচি'র কাব্যগ্রন্থ 'বকুলের পাপড়িতে ছাতিমের ঘ্রাণ' থেকে একটি কবিতা

ভুল নামে

কতবার রাতের আরশিতে একজন্ম দূরের শিরীষ গাছের প্রতিচ্ছবি ভেসে উঠলে, নাথ বলে ভুল নামে ডেকে উঠি।
যেমন শৈশবে আকাশের জমে থাকা, কোয়া-কোয়া মেঘকে হাওয়াইমিঠাই ভেবে বহুবার করেছি ভুল।

আজও কায়ার মোহে মায়া চাপা না-দিয়ে
ঘোরের অঘোরে ফোটে সত্যের নৈবেদ্য-ফুল,
নাম তার পদ্ম নয়, কবেকার শুকনো বকুল।

১৩ ফেব্রুয়ারি, ২০২৪

#তৃণলতা_কুরচি
#বকুলের_পাপড়িতে_ছাতিমের_ঘ্রাণ

বইটি সংগ্রহ করতে চলে আসুন গ্রন্থাশ্রমে অথবা ঘরে বসেই অর্ডার করুন www.granthasram.com/books/বকুলের-পাপড়িতে-ছাতিমের-2/

Granthasram- গ্রন্থাশ্রম
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা।

কবিতাগুলো পড়লাম। বইটা দুইবার পড়া হয়েছে অলরেডি।আমি দুটো কবিতা লিখে পোস্ট করতে চেয়েছিলাম বইটা সম্পর্কে। কিন্তু কোনো দুটিকে...
02/05/2025

কবিতাগুলো পড়লাম। বইটা দুইবার পড়া হয়েছে অলরেডি।

আমি দুটো কবিতা লিখে পোস্ট করতে চেয়েছিলাম বইটা সম্পর্কে। কিন্তু কোনো দুটিকে বেশি এগিয়ে রাখবো দ্বিধায় পরে গেলাম। প্রায় সব কবিতাই আমার ভালো লেগেছে।

প্রতিটা কবিতা এতো ডিপ মিনিং এবং এতো সুন্দর শব্দ ছন্দের অলঙ্করণের সমন্বয়ে লিখেছেন, যে আমি কনফিউসড্। সবগুলাই লিখে দেই মনে হচ্ছে।

ভীষণ ভালো লেগেছে আমার বইটা। এক কপি নিয়েছিলাম। আরো কয়েক কপি নিবো এটা আমি। উপহার দিবো। এই সুন্দর লেখাগুলা পড়া উচিত মানুষের।

আপনার জন্য শুভকামনা থাকবে।
এই লিখনীশক্তির পথ আরো বিস্তৃত এবং প্রখর হোক।

🌿 লেখা : অপরাজিতা নিপা।

বকুলের পাপড়িতে ছাতিমের ঘ্রাণ
তৃণলতা কুরচি

রকমারি লিংক
বকুলের পাপড়িতে ছাতিমের ঘ্রাণ
By- তৃণলতা কুরচি
Price: 241 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/452408/bokuler-paprite-chatimer-ghran

ঘুমের ভেতর ঝুয়াং ঝু দেখে সে একটা প্রজাপতি।  অপরূপ ডানা মেলে কী সুন্দর আকাশে উড়ে বেড়ায়। সেই প্রজাপতি জানে না সে আসলে ঝুয়া...
25/04/2025

ঘুমের ভেতর ঝুয়াং ঝু দেখে সে একটা প্রজাপতি। অপরূপ ডানা মেলে কী সুন্দর আকাশে উড়ে বেড়ায়। সেই প্রজাপতি জানে না সে আসলে ঝুয়াং ঝু; স্বপ্নের ভেতরে নিজেকে যে প্রজাপতি দেখছে। ফলে, ঘুম ভাঙার পর সে বড়োই ধন্দে পড়ে যায়। সে আসলে কোনটা? কোনটা তার পরিচয়? সে কি ঝুয়াং ঝু, স্বপ্নের ভেতরে যে ছিলো এক প্রজাপতি? নাকি সে সেই প্রজাপতিটাই স্বপ্নের ভেতরে যে এখন ঝুয়াং ঝু?

বাস্তব আর স্বপ্নকে আমরা যতো সহজে আলাদা করে ফেলি, তা কি আসলেই এতো সহজ, আর আলাদা! একজন ঔপন্যাসিক হিসেবে মনিরুল সম্ভবত তা মনে করেননি। জীবনের লোকেশন আসলে কোথায়, এই প্রশ্নে, ঝুয়াং ঝুর মতো তাকেও মনে হয়েছে ধন্দে আছেন।

চুইংগোলাপিগামের চরিত্রেরা কোন লোকেশনে যাপন করেছে তাদের জীবন, সেই জীবনের স্থান কাল ও প্রকাশ আমাদের চেনা মনে হলেও কীভাবে যেন তা আবার অচেনা। স্মৃতি, নাকি সত্তা, নাকি ভবিষ্যৎ কোথায় তাদের অধিষ্ঠান?

একটি বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক ও সম্পর্কের টানাপড়েন নিয়ে উপন্যাস। অন্তত সেই টানাপড়েন উপন্যাসের ঘটনাটিকে টেনে নিয়ে গেছে। টেনে যেমন নিয়ে গেছে, তেমনি আবার জড়িয়ে পাল্টিয়েও নিয়েছে সবকিছু। আসলে উপন্যাসটি এমনভাবে লেখা যাতে সবকিছুই কেমন আঠালোভাবে যুক্ত। তাকে টেনে যেমন বড়ো করা যায়, তেমনি চেপে আবার ছোটও করা যায়।

অবশ্য বেঁকে বসে প্রশ্ন করা যায়, আসলেই কি এই উপন্যাসে কোনো ঘটনা আছে? আর বড়ো কথা, আদতে এটা কি কোনো উপন্যাস? কেনোই বা উপন্যাস? উপন্যাস আসলে কী? মনিরুলের লেখায় প্রশ্নগুলোর বিভিন্ন রকমের উত্তর হয়তো কেউ পেতে পারেন। কিন্তু এমনও হতে পারে যে, কোনো পরিচিত প্রশ্নের জবাবই এখানে নেই। কেননা, তিনি এখানে প্রতিষ্ঠিত জবাবগুলোকেই যেন রূপ দিয়েছেন প্রশ্নে।

~
মনিরুল ইসলামের উপন্যাস 'চুইংগোলাপিগাম' থেকে...
~

রকমারি লিংক

চুইংগোলাপিগাম
By- মনিরুল ইসলাম ঔপন্যাসিক
Price: 602 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/456181/chewingolapygum

বই নিয়ে Tuhin Khan :লিখতে হবে, তাও কবিতা— এইসব ভাবি নাই কোনোদিন। কবিতা কি লেখা যায়? নাকি কোন সুদূরের আলোক হতে, কোন অচিন ...
16/04/2025

বই নিয়ে Tuhin Khan :

লিখতে হবে, তাও কবিতা— এইসব ভাবি নাই কোনোদিন। কবিতা কি লেখা যায়? নাকি কোন সুদূরের আলোক হতে, কোন অচিন পাখির পালক হতে, খসে পড়ে তারা নক্ষত্রের মত, আর হৃদয়ে তৈরি করে কৃষ্ণগহ্বরের মত ক্ষত; তারপরেই তো তৈরি হয় কবিতা। এই বইয়ের কবিতাগুলি, সচেতন ব্যতিক্রম ছাড়া, এভাবেই লেখা।

আমার লেখালেখি জীবনের শুরুটা কবিতা দিয়াই। জীবনের প্রথম কবিতা লেখছিলাম ক্লাশ টু-তে। সে-জীবন তামাদি হয়ে গেছে অনেক আগেই। ২০১৩ সালে আবার হঠাৎ পেয়ে বসে কবিতার ভূত। কবিতার ভিতর দিয়াই আমি আবিষ্কার করছিলাম নিজের যৌবন আর ভাষার সাথে বোঝাপড়ার চোরাপথ। কবিতাই জীবনের কোনো এক পর্যায়ে আমারে ঠেলে দিছিল চিন্তা ও অন্যান্য তৎপরতার দিকে।

এইটা আমার প্রথম কবিতার বই। প্রথম প্রকাশিত মৌলিক বইও বটে। ২০১৫-২০২৪ — মোট ৯ বছরের কবিতা লেখার ইতিহাস ধরা আছে এই বইয়ে। বইটা আরো আগেই বের হইতে পারত হয়ত, কিন্তু ফ্যাসিবাদ ব্যক্তিগতভাবে আমার মন ও মননের উপর, আমার ব্যক্তিগত ভাষা ও বোধের উপর, আমার সামগ্রিক তৎপরতার উপর যে প্রভাব ফেলছিল, তা অতিক্রম করে বইটা কখনোই আর বের করতে পারি নাই।

অবশেষে একটা রক্তাক্ত অভ্যুত্থানের পর বইটা বের করে ফেলার মত একটা সাহস আর স্বস্তি অর্জন করতে পারলাম। আমার ব্যক্তিগত ভাষা, বোধ ও চিন্তার জগত অর্জনের জার্নিটা বেশ ভালোভাবেই ধরা পড়ছে এই বইতে। কবিতা নিষ্ঠুর; একটা জীবন ব্যয় করেও হয়ত কবিতার থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। আমি তা করিও না। তবু এই বই যদি নতুন বাঙলাদেশের কবিতাপ্রেমীদের আমোদিত করতে পারে, উৎসাহিত করতে পারে, কবি হিশেবে সেটুকুই অনেক বেশি প্রাপ্তি।

বইটা প্রকাশ করেছে বৈভব।

~

রকমারি লিংক
সাঁইরে চাই, সখীরেও ডাকি
By- তুহিন খান
Price: 275 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/459274/saire-chai-sakhireo-daki

Address

H 123, New Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when বৈভব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈভব:

Share

Category