
03/06/2025
সৃজা'র রিভিউ
-
দুধের স্বাদ ঘোলে
অনুবাদ: Maheen Haque
ঘোল জিনিসটা, এমন গরমে, অতি উপাদেয়; এক গ্লাস বরফ কিউবয়ালা, ঘোল ভর্তি, গ্লাসের গায়ে জমতে থাকবে; বিন্দু বিন্দু, পানি। চুমুক দিবেন, মনে হবে- আত্মার কাছ ঘেঁষে, শান্তি।
ঘোল আমি খাইসি, আবার, ঘোল, আমাকে; খাওয়ানোও হইসে। তার বর্ণনা, থাক।
মাহীন হকের বইটা, অনুবাদগ্রন্থ; উনি বলতেসেন 'দুধের স্বাদ ঘোলে,' কীভাবে- উনি উনার কবিতাপাঠের সহচর করতে চাইতেসেন পাঠকদের, উনার বিস্ময়ের দুনিয়ার- স্বাদ দিতে চাইতেসেন; সেই চেষ্টার প্রতিফলন।
একেকটা কবিতা; উনি সচেতনভাবে সিলেক্ট করসেন কি না, জানি না; অত্যন্ত একেকরকম। বুকোস্কির ভাগটাতে যে কবিতারা- তাদেরকে আপনি ব্যক্তিগত ঘটনাবলীর সাথে রিলেট করতে পারবেন, কাব্বানির কবিতাদের পড়লে, দেখবেন, কীভাবে সমস্ত অন্যায় পরিণত হইতেসে আমাদের অভ্যাসে।
যেমন, 'অঙ্কনপাঠ,' কবিতাটায়; বাবা তার ছেলের পাখির এঁকে দেয়ার আবদারে, এঁকে ফেলেন- তালা মারা একটা খাঁচা! আপনি অবাক হয়ে দেখবেন, এইভাবে আমরা, আমাদের জীবনের, চারিপাশের, সমস্ত অন্যায়ের সাথে আপোষ করতে করতে, ভুলে যাই যে; এ-ও ভুল- অত্যন্ত ভুল। গোলাপকে তাই, আমরা তার কাঁটার চাইতে, আলাদা করে দেখতে পারি না। আমাদের সন্তানদের, আমরা পাখি এঁকে দিতে পারি না। এই যুগে, অন্যায় আপোষ হয়ে যায়, শ্রেষ্ঠ স্কিল ফর সার্ভাইভাল।
"...এই জমাটবদ্ধ সময়ে
বনের গাছেরাও যোগ দিয়েছে সেনাবাহিনীতে
গোলাপও অবসন্নতায় ঝরে পড়ে"
এইভাবে যখন, রেভের্দির- 'হিংসা'- তে দেখবেন, হয়তো- আপনার নিজের মগজের ভিতরটাই:
"নিয়তি, যদি চেয়েছিলে আমিও পালাবো এখান থেকে, আমাকে তবে ডানা দিলেও পারতে।"
কী অদ্ভুত, সাবলীল ও নিকট একটা লাইন।
মাহীন হক শুরুতেই, খামতি স্বীকার করে নিসেন- দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করার। যেহেতু, উনি নিজেই বলসেন বড় কোনো দায়বদ্ধতা অথবা জ্ঞানবুদ্ধিতা ছাড়াই, নির্ধারিত রূপরেখা ফলো না করেই কবিতাগুলোর অনুবাদ উনি করসেন, সেহেতু- আমার মতোন অজ্ঞ পাঠক অনুবাদের ব্যাকরণের ব্যবহার নিয়ে আলোচনার, দুঃসাহস দেখানোর দায়- নাই। আপনারা বইটা পড়ে, ওইদিকের আলাপ দিয়েন, চাইলে।
তবে, ওইযে- কবিতা *যথেষ্ট* ব্যক্তিগত আবার সার্বজনীন একটা ভাষা যেহেতু; তাই, ভিনভাষী কবিতাদের মাহীন হকের অনুবাদে- এই অসম্ভব ঘোলাটে সময়ে, মাহীন হকের এই অনুবাদগ্রন্থ- এক গ্লাস ঠান্ডা ঘোলের মতোন, আত্মাকে ঘেঁষে অদ্ভুত স্থিরতার পরশ দিসে।
তাই, আপনারাও; এই তীব্র ঘোলাটে সময়কালে, পড়ে ফেলেন- "দুধের স্বাদ ঘোলে" বাই মাহীন হক Maheen Haque ।
~
রকমারি লিংক
দুধের স্বাদ ঘোলে
By- মাহীন হক
Price: 258 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/427740/dudher-sadh-ghole