বৈভব

বৈভব একটি বিকল্প মেইনস্ট্রিম প্রযোজনা

রাতে ছাদে দাঁড়িয়ে থাকে আরিফ। শহরের আলো দূরে, আকাশ অনন্ত অথচ নিরুত্তর।হাওয়ার শব্দে যেন কথা বলে ওঠে দুটো কণ্ঠ, ‘তুমি পালাও...
23/10/2025

রাতে ছাদে দাঁড়িয়ে থাকে আরিফ। শহরের আলো দূরে, আকাশ অনন্ত অথচ নিরুত্তর।
হাওয়ার শব্দে যেন কথা বলে ওঠে দুটো কণ্ঠ, ‘তুমি পালাও...’
‘তুমি এখানেই থাকো— অর্থহীনতা নিয়েই।’
তখন মনে হয়, ঈশ্বর, দর্শন, প্রেম— সবই তার ভুল অনুবাদের ফসল। কোনো ঈশ্বর নেই, আছে শুধু শূন্যতা। আর সেই শূন্যতাকে অর্থে পরিণত করার তার একগুঁয়ে জেদ। মানুষ এক বিভ্রম, যার অর্থ সে নিজেই গড়ে তোলে, আবার নিজেই ভুলে যায়।
সে মেসেজ লেখে, ‘চলো দেখা করি।’ আবার মুছে ফেলে। কারণ জানে, এই দেখা শুধু দেখা নয়—
এটা এক রূপান্তরের আহ্বান, যেখান থেকে ফেরার কোনো পথ নেই।

কথাসাহিত্যিক Shakhawat Bakul এর গল্পগ্রন্থ ‘প্রতিদিন মরার আগে’ পাণ্ডুলিপি থেকে।
বইটির প্রকাশক: বৈভব

প্রি-অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 01712093677 নম্বরে...

বৈভব প্রি-অর্ডার! শাখাওয়াত বকুলের Shakhawat Bakul গল্পগ্রন্থ 'প্রতিদিন মরার আগে' এর প্রি-অর্ডার শুরু হয়েছে!* প্রি-অর্ডার...
21/10/2025

বৈভব প্রি-অর্ডার!

শাখাওয়াত বকুলের Shakhawat Bakul গল্পগ্রন্থ 'প্রতিদিন মরার আগে' এর প্রি-অর্ডার শুরু হয়েছে!

* প্রি-অর্ডার মূল্য ২৭০ টাকা।
(কুরিয়ার চার্জ প্রযোজ্য)

* প্রি-অর্ডার চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

* প্রি-অর্ডার করতে ৩২০ টাকা (২৭০+৫০ শিপিং চার্জ) বিকাশ সেন্ডমানি করুন 01577249831নাম্বারে।

* প্রি-অর্ডার করুন হোয়াটসঅ্যাপে 01712093677

* বিকাশ কনফার্ম করে কুরিয়ার এড্রেস হোয়াটসঅ্যাপ করতে হবে 01712093677 নাম্বারে।



বই : প্রতিদিন মরার আগে
লেখক: শাখাওয়াত বকুল
ধরন: গল্প
কভার: হার্ড কভার
কাগজ: ১০০ গ্রাম অফসেট
প্রচ্ছদ: রাজীব দত্ত
সাইজ: ৬" x ৯"
পৃষ্ঠা সংখ্যা: ৮০
প্রকাশক: বৈভব
প্রকাশকাল: অক্টোবর,২০২৫
মূল্য: ২৭০ টাকা
আই এস বি এন: 978-984-35-8439-7



লেখক প্রসঙ্গে
~

শাখাওয়াত বকুল

কথাসাহিত্যিক, অনুবাদক,চিন্তক, প্রাবন্ধিক। ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা লাভ করেন । পেশায় শিক্ষক এই লেখক জন্মগ্রহণ করেন ২৮ জুলাই ১৯৭৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছায়। শূন্য দশকের গোড়ার দিকে তাঁর গল্প, প্রবন্ধ,অনুবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ' ফাঁসির দূরত্বে থাকা মানুষ' প্রকাশিত হয় পরম্পরা থেকে ২০২০ সালের একুশের বইমেলায়। তারপর তিনি অনুবাদ করেন ফ্রানৎস ফ্যানোর বিখ্যাত গ্রন্থ 'ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক'। যার বাংলায় নাম 'কালো চামড়া,সাদা মুখোশ'। এই বইটি প্রকাশিতব্য। এছাড়া তিনি অনুবাদ করেন ন্যাডিন গার্ডিমার, মাও সেতুং, অক্টাভিও পাজ, ওরহান পামুক, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, জি.এম. কোয়েটজির উপন্যাস 'ডিসগ্রেস' সহ অসংখ্য লেখকের কবিতা, গল্প। ২০২২ এর একুশের বইমেলায় দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থের বই ' ঘাম ও সাদা মেঘের ঘ্রাণ '। এটির দ্বিতীয় মূদ্রণ হয় ২০২৩ সালে বোধ প্রকাশনী থেকে।
সাম্প্রতিক সময়ে প্রায় গুরুত্বপূর্ণ সব ওয়েবপোর্টাল ও দৈনিকে তার গল্প, অনুবাদ, প্রবন্ধ ছাপা ও আলোচিত হয়।

~



বই থেকে:

ঘড়ির কাঁটা চলে, রাস্তা চলে, শব্দ চলে—শুধু আমি থেমে আছি, এক মৃত মানুষের মতো, যার মৃত্যুসনদ নেই।"

এই শহর যেন এক নিঃশব্দ ক্যালেন্ডার—তারিখ বদলায়, কিন্তু সময় জমাট বাঁধে অদৃশ্য এক ছায়ায়।
আরিফ সাদাত জানে, শব্দ নয়—শব্দের ফাঁকে গড়ে ওঠা নৈঃশব্দই তাকে প্রতিদিন গিলে খায়।

অফিসের করিডোরে হাঁটতে হাঁটতে মনে হয়—এটা কোনো গন্তব্য নয়, বরং এক দীর্ঘ, ক্ষয়িষ্ণু প্রতিধ্বনি। পদক্ষেপ এখানে অস্তিত্বের চিহ্ন নয়—শুধু একটি 'চিত্রনাট্যের' অংশ।

~

মুয়ীয মাহফুজ এর কবিতার বই 'নকশিকাঁথার নায়কেরা' বইটি প্রকাশ করেছে বৈভব। বই প্রসঙ্গে  মুয়ীয বলেন, ২০০৯ থেকে এ সময় পর্যন্ত ...
20/10/2025

মুয়ীয মাহফুজ এর কবিতার বই 'নকশিকাঁথার নায়কেরা' বইটি প্রকাশ করেছে বৈভব। বই প্রসঙ্গে মুয়ীয বলেন, ২০০৯ থেকে এ সময় পর্যন্ত সময়ে ব্যক্তিক ও সামষ্টিক ‘আমি’র দ্রোহ, একাকীত্ব, ভাঙন, দহন ও উপশমের নানান অনুভূতিকে ধারণ করে আমার এই কবিতাগুলো। পাঠকের ভাল লাগলেই আমি সার্থক।



বই: নকশিকাঁথার নায়কেরা
কবি: মুয়ীয মাহফুজ Muiz Mahfuz
কভার: হার্ড কভার
কাগজ: ১০০ গ্রাম অফসেট
কভার ডিজাইন: সারা অরণি
সাইজ: ৬×৯
পৃষ্ঠা সংখ্যা: ৮০
প্রকাশক: বৈভব
ISBN : 978-984-95466-1-0



বই থেকে
~

নিয়ন আলোর বিভ্রম প্রণালি
কবি সুমন প্রবাহন-কে

১.
বেড়ালের লুকানো থাবার মতো করে রয়েছে আমাদের জাগরণ,
আড়ালে-আড়চোখে চেয়ে থাকে হাজার বছরের ঘুম।
কোনো তরুণীর ওড়নার নিচে অবস্থিত লজ্জাকেন্দ্রে নির্ঘুম যৌনতার ধারণার মতোই
আমাদের মৃত্যু এসে একদিন সবাইকে হত্যা করবে!
নাকি আমিই আমার লাগানো লাউডগাটি গলায় পেঁচিয়ে ঝুলে পড়ব একদিন?

২.
কোনো লেখক নিজের এপিটাফ লিখতে লিখতে হয়তো
একদিন নিজের জন্যই লিখে ফেলবেন এলিজি দশেক...
তারই পোষ্য সেই বেড়ালটি সামনে ইঁদুরের ঘোরাফেরা লক্ষ করে,
কেন যেন সশস্ত্র হয়ে ওঠে বেড়ালের আঙুল,
সে কি আর সভ্য হবে না কোনোদিন...
এই ভেবে ভেবে একটি সকাল পূর্ণাঙ্গ কবিতা হয়েও
ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পৌঁছানো যায় ওয়েইস্ট পেপার বাস্কেটে।
যেখানে পড়ে আছে গতরাতের আহারের উচ্ছিষ্ট, মুরগির হাড়।

৩.
সেই বেড়ালটি গভীর রাত্রিতে দু-একটি সংঘ হতে ফেরে,
বেড়ালদের কয়েকটি গোপন বৈঠকে আমি তাকে দেখেছিলাম,

কোথাও রয়েছে মিতালি, প্রেম, অনিন্দ্য আকাশ,
দেখা হয়নি আমার তাদের সাথে...

ঘোর বর্ষায় কোথাও ফুটে থাকা কদম হতে ঝরছে জল...
কোথায় যেন একটি গুইসাপ পোহাচ্ছে রোদ।
নির্জন কোনো পূর্ণিমায় চলছে শেয়ালের গোপন বৈঠক... আহা!

যাই, আমিও সেদিকেই যেতে চাই।



রকমারিতে অর্ডারের লিংক:

নকশিকাঁথার নায়কেরা
By- মুয়ীয মাহফুজ
Price: 215 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/213480/nokshikanthar-nayokera

বৈভব এ কবি Muiz Mahfuz
20/10/2025

বৈভব এ কবি Muiz Mahfuz

শুভ জন্মদিন কবি মুয়ীয মাহফুজ Muiz Mahfuz
20/10/2025

শুভ জন্মদিন কবি মুয়ীয মাহফুজ Muiz Mahfuz

তোমার যুক্তাক্ষর পছন্দআমার নদীটিও বয়ে চলে যৌথ সীমারেখা ধরেতুমিও নদীতোমাকে আমি তিস্তা ডাকিজানি যেআমার ভূমির দিকেতোমার ভরা...
17/10/2025

তোমার যুক্তাক্ষর পছন্দ
আমার নদীটিও বয়ে চলে যৌথ সীমারেখা ধরে

তুমিও নদী
তোমাকে আমি তিস্তা ডাকি

জানি যে
আমার ভূমির দিকে
তোমার ভরা ও খরার মৌসুম
অন্য কারো দয়ায় নির্ভর করে

তোমার ভরাট ঢেউ
আর জলপ্রবাহের স্বপ্নে
আমি তবু চাষা র’য়ে যাই

বই; তোমার নামের নিচে অপেক্ষা করতাছি
কবি: Ruhul Mahfuz Joy
প্রকাশক: বৈভব

~

রকমারি লিংক

তোমার নামের নিচে অপেক্ষা করতাছি
By- রুহুল মাহফুজ জয়
Price: 258 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/438801/tomar-namer-niche-opekkha-kortasi

Mashrur Imtiaz লিখেছেন:সিনট্যাক্স শব্দটা ভাষাতত্ত্বের, বাক্যের শব্দক্রমের কথাবলাবলি, যার ধারা থাকে আর কিছু নিয়ম থাকে – আ...
16/10/2025

Mashrur Imtiaz লিখেছেন:

সিনট্যাক্স শব্দটা ভাষাতত্ত্বের, বাক্যের শব্দক্রমের কথাবলাবলি, যার ধারা থাকে আর কিছু নিয়ম থাকে – আর মানুষেরা সেইসব জেনে না জেনে কথা বলে। তবু এর বাইরে থাকে কথার খেয়াল। শব্দ বা বাক্য ছেঁড়ে, সিনট্যাক্সের বাইরে যেয়ে মানুষ এইসব বলে যায়। এবং ‘মিস’ করে, একজনকে, বহুজনকে, কিংবা তোমাকে। রুম্মানা জান্নাত সিনট্যাক্সের বাইরে যেয়ে মিস করার সুলুক সন্ধান করছেন এই সিরিজ থেকে, তা আগে থেকে জানা ছিলো – এবং আনন্দের সংবাদ এই যে, সিনট্যাক্সের বাইরে গিয়েও তিনি খোঁজ পেয়ে গিয়েছেন তার একান্ত লেখার ভাষা, কবিতার ভাষা, তীব্র এক কোমল হাহাকার মুখর বিষাদ! এই বই হাতে নিয়ে কেন যেন পুরনো বই খুঁজে আনন্দ হয়, কারণগুলো বহুবিধ। সেগুলো একপাশে রাখি, পড়ি, আর দেখা হয় এখানের মনোলগে মানুষ নিজের সাথে কথা বলে, আর মনে করিয়ে দেয় - এ তো আমারও কথা, আমিও তো এসব দেখেছি। এই বইয়ের কবিতার পাঠের সাথে নিজস্ব দৃশ্যভ্রমণ তাই একটা অন্তর্গত জার্নির মত হয়ে ওঠে। এরপরের লেখাটুকু শুধু সেই জার্নির গল্পের ফুটনোটস, মার্জিনে বা পৃষ্ঠার কোণায় লেখা থাকে যেটা অমন।

যেহেতু এই বইখানার কবিতার নাম নাই আলাদা আলাদা কোনো, এক দুই তিন এইভাবে কবিতারা হয়ে ওঠে একটা বিচ্ছিন্ন টুকরো গল্পের অবিচ্ছিন্ন বিবরণ যেখানে তুমি কিংবা তোমাকে বলা যায় দুপুরকালে-বিকেলবেলা-রাত্রিকালীন এমন এক কবিতা লেখার কথা – যার তুলনায় চলে আসে বাংলা ছবির কেঁপে ওঠা ফুলের ঠোকাঠুকি! এও হয়, এমনটায় বলা যায় যদিও তুমি সম্বোধনের আড়ালে কী ডাক থাকে, তাও থাকে অপ্রকাশ্যে। ছলনার দস্তখাতের জমা রাখে একজন, কিংবা তারিখ দোলা দিনেও ডাক দেয়া সিনট্যাক্সের বাইরে থেকে। এমনকি ডুকরে না কাঁদার শোকের তরেও বলে দেয়া অজুহাত, যেহেতু পর্দাহীন ঘর তাই রোদ পোহানোও বাহুল্য নয়। ক্রমাগত পাখি ডাকের একজন কি মানুষ, বা অমানুষ, কিংবা শুধু বিগত বর্তমানের মেলাঙ্কোলিয়া, অথবা ঘটমান বর্তমানের সুখের অসুখ! এমনকি প্রতি গ্রামেই যে উত্তরপাড়া থাকে, আমরা তাও পুনর্বার জেনে যাই, জেনে যাই মাছ আর মানুষের দাঁড়িয়ে থাকার ভঙ্গিমাও। ফুপু আছেন একজন, তার তালাকের সময়ের মাপে দীর্ঘতা মাপা যায় কিংবা তার তাকিয়ে থাকার ধাঁচে বুঝে ওঠা যায় ঋতুরা পালটে যাচ্ছে। ভোর হওয়ার আগের দৃশ্যেও শব্দহীন হয়, কারণ ফিরতে হবেই ক্যালেন্ডারে দাগ কেটে – এইসব কবিতার কোথায় রুম্মানা বলে দিয়েছে এমনকিছু। মিথ আর মোহাম্মদপুরের রাস্তা ক্রমশ একাকার, ওদিকে মিছিলের মধ্যেও বাড়ছে আকুতি বেঁচে থাকার তোমাকে ভালোবাসার পর নিজেকে ভালোবাসা শিখতে জেনে। তারওপরে আসে ভ্রমণ, সেইখানে তাহকে পথের জরুরি অধিক কিছু – গন্তব্যে পৌঁছে যেতে পাওয়া মখমলি সবুজ একটা দিন- আর সকালের পাখি বাঁকা ঘুম। এমনকি ফিরে দেখতে ইচ্ছে করে তার অপাপবিদ্ধ শৈশব, তরুণ কিংবা এই এখনেও তার কিছু ভুল চোখে যেন না দেখি তাই ফুল হয়ে দুলন্ত কিছু! আহা, একটা হলুদ বাড়িও থাকে – কয়তলা তা আমরা জেনে উঠি না, কিন্তু জেনে যায় সুন্দরতম এক সরল দৃশ্যের কথা। পুরাতন গানের ভাষা, বিস্মৃতির ঘ্রাণের কবুল, মামুলি খবর থেকে কবর – এরকম শব্দবন্ধ আমাদের চমকে দেয়, অথচ এগুলোও তো আমাদেরও জানা থাকবার কথা ছিলো – এই কবিতাগুলো কেন এসব অযথাই মনে করি দিতে থাকছে? নাম ডাকার ওছিলায় বারবার তোমাকে ডাকা, কিংবা শীতকালকেই ডাকা হোক না কেন, ভালো কিংবা মন্দের ডিলেমার মধ্যেও তোমাকে ছুঁয়ে দেয়ার কথা বলে যা কিছু কম্পমান! নোনতা স্বাদের মত চটজলদি আদৌ কি কাউকে বোঝা যায়, সাময়িক প্রশ্ন জাগে কোনো একটা লাইনে! ফলত, পুবপাড়ায় যাওয়া কিংবা আইলে বসে গান খুঁটে খুঁটে আলাদা করার গল্পও আমাদের শোনানো হয় এইক্ষণে – আর হুট করে চলে আসে র‍্যাঙ্কিন স্ট্রিট হয়ে নারিন্দা বালিকা ইশকুল, আর এলোমেলো পথঘাটের হদিস। বিবাহের দিনে লাল সামিয়ানা ভালো ভালো লাগে হায়, এও স্মরণে আসে কমিউনিটি সেন্টারের দেয়াল ছাপিয়ে উদ্ভ্রান্ত জানলেভা বাতাসের উড়ে আসার কালে। জানলেভা বাতাস যে কি তা জানা নাই, কিন্তু কিছু একটা বুঝে নিতে তো মন্দ লাগে ভয়ে, সাবধানে। শিশুরা কি সংশয়ী হয়, যদিও এই কবিতায় তা বলা হচ্ছে, দ্বিমত পুষে রাখতে যাওয়ার পরে দেখি মরে গিয়ে বেদনার পাওনা আর আয়ুর বিনিময়। একটা সুখদৃশ্যকে জীবনভর টেনে যাওয়ার বাতুলতা দেখি, জানি এমন হয় না তবু ভেবে ভালো লাগে, কারণ বাতাসের গতিবেগ জানা জরুরি কিছু নয়, তুমি আর তোমাকে রাস্তা ধরে হাঁটানোর কৌশল যেভাবে ফুটে ওঠে প্রায় শেষ কবিতায়; লাল বা নীলের দ্বন্দ্বের রিপিটেশান হচ্ছে - তবু তুমিকে টেনে আনা হয়, আর একটা গান বা সুরের বাইরে হাঁটতে যাওয়ার প্রবণতার আগেই আটকে থাকা যায় ছিপছিপে সাইনবোর্ডবিহীন দোকানে? বইয়ের একদম শেষে যে মেরুন কিংবা হালকা জাম রঙের পাতা, সেইখানেও এই জার্নি থামে না আসলে। রেশ রয়ে যায়, এবং একদম শুরুর পাতায় ফিরতে হয়, এবং সেইখান থেকে আবার একটা নতুন পাঠের জন্ম নিলেও কোন ক্ষতি নাই।
‘মিস করি’
সিনট্যাক্সের বাইরে,
তোমাকে
- এহেন যাদুকরী লাগে, এমন নন-সিনট্যাকটিকভাবে ঘোরের জন্ম দেয়।


এইসব কথা ক্রমাগত বলে যায়, দেখিয়ে যায় এই পৃথিবীর চলমান গল্পের মত দৃশ্যপাঠ, এই পাঠ শুধু একবার নয় বরং বহু পৃথক দৃশ্যের জন্ম দেবে একেকবার করে যখন পড়া হবে। এই দৃশ্যভ্রমণের জন্য হলেও সিনট্যাক্সের বাইরে যেতে হবে আমাদের, রুম্মানাকে ধন্যবাদ তাই দেয়া যেতে পারে এই মিস করার প্রবল উপলক্ষ্য কিংবা আমেজের শব্দগুলোর জন্য, একান্ত নিজস্ব নিঃস্ব দৃশ্যগুলোর জন্য – সিনট্যাক্সের বাইরের পৃথিবীটা মনে করিয়ে দেয়া তো খুব আটপৌরে কিছু তো নয়।

~

রকমারি লিংক

'মিস করি' সিনট্যাক্সের বাইরে, তোমাকে
By- রুম্মানা জান্নাত
Price: 258 BDT
Discount: 14%
Tap to explore: https://www.rokomari.com/book/271837/miss-kori-syntaxer-bairay-tomakey

রুম্মানা জান্নাত এর প্রথম কবিতার বই 'মিস করি' সিনট্যাক্সের বাইরে, তোমাকে - এর চতুর্থ মুদ্রণ বৈভব থেকে প্রকাশিত। বইটি সংগ...
11/10/2025

রুম্মানা জান্নাত এর প্রথম কবিতার বই 'মিস করি' সিনট্যাক্সের বাইরে, তোমাকে - এর চতুর্থ মুদ্রণ বৈভব থেকে প্রকাশিত।

বইটি সংগ্রহ করতে পারবেন কনকর্ডের উজান থেকে।

রুম্মানা জান্নাত এর প্রথম কবিতার বই 'মিস করি' সিনট্যাক্সের বাইরে, তোমাকে - এর চতুর্থ মুদ্রণ বৈভব থেকে প্রকাশিত। বইটি সংগ...
11/10/2025

রুম্মানা জান্নাত এর প্রথম কবিতার বই 'মিস করি' সিনট্যাক্সের বাইরে, তোমাকে - এর চতুর্থ মুদ্রণ বৈভব থেকে প্রকাশিত।

বইটি সংগ্রহ করতে পারবেন Baatighar Dhaka থেকে।

বৈভব এর ইভেন্টKajal Shaahnewaz এর গদ্য বায়োপিক 'দিঘলী' এর পাঠ প্রতিক্রিয়া :
10/10/2025

বৈভব এর ইভেন্ট

Kajal Shaahnewaz এর গদ্য বায়োপিক 'দিঘলী' এর পাঠ প্রতিক্রিয়া :

Address

H 123, New Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when বৈভব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৈভব:

Share

Category