Jannat-জান্নাত

Jannat-জান্নাত 🌻🌻হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 🌻🌻
অর্থ: 💞💞আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট💞💞
(3)

একেকজনের কাছে তুমি একেকরকম।কারো কাছে বো'কা,কারো কাছে ন্যা'কা,কারো কাছে রা'গী,কারো কাছে সুখী,কারো কাছে ফা'লতু,তারা যেভাবে...
27/10/2025

একেকজনের কাছে তুমি একেকরকম।কারো কাছে বো'কা,কারো কাছে ন্যা'কা,কারো কাছে রা'গী,কারো কাছে সুখী,কারো কাছে ফা'লতু,তারা যেভাবে তোমায় দেখে তুমি তাদের কাছে ঠিক তেমনই।

কিন্তু তুমি আসলে কেমন? Actually তুমি তাদের কারো চিন্তার মতোই নও। তুমি হলে তোমার মতো , তোমার নিজের চিন্তায় তুমি ঠিক যেভাবে আসো তুমি Exactly সেটাই ।

তাই কে কী ভাবলো না ভাবলো সেটা তাদের কেই নাহয় ভাবতে দাও। কারণ তারা তোমাকে ঠিক ওইভাবেই দেখবে যতটুকু তারা তোমার থেকে Deserve করে।

তুমি কখনই পৃথিবীর সবাইকে সুখী করতে পারবে না। কখনই তোমার প্রতি সবার Positive চিন্তাধারা নিয়ে আসতে পারবে না। তুমি কেনো পৃথিবীর কেউ ই কখন ও পারবে না।
তাই সবাইকে সুখী করতে যেও না। সবাইকে ভালো রাখতে গেলে তোমার নিজের ভালো থাকাটাই বিলীন হয়ে যাবে।
তুমি শুধু তাদেরকেই ভালো রাখো যারা তোমাকে ভালো থাকতে সাহায্য করেছে।

মনে রেখো,
"ভালো থেকো" সবাই ই বলে কিন্তু ভালো রাখতে খুব কম মানুষজনই পারে।

27/10/2025

সুখের সবচেয়ে বড় অসুখ হচ্ছে- সন্তুষ্ট না থাকা। কেউ যদি মন থেকে সন্তুষ্ট না থাকে তবে তাকে সন্তুষ্ট করার জন্য কোন অপশন বের করতে পারবেন না।

27/10/2025

দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে। মুসা(আঃ) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন, তাই হয়েছিল।
Keep faith on Allah Swt. 🌻🌻🌻🌻🌻

26/10/2025
26/10/2025

জামা আয়রন করতে গিয়ে পু*ড়ে গেলে, আপনি আরো পু*ড়িয়ে ফেলে নষ্ট করেন না নিশ্চয়ই?

আপনি খাবার খেতে বসে হটাৎ করে কিছু খাবার পড়ে গেলে, বাকি খাবারটুকু ফেলে দেওয়ার মতো বোকামি করেন না নিশ্চয়ই?

তাহলে জীবন থেকে কিছু হারিয়ে গেলে বা জীবনে হঠাৎ কোনো বিপ'র্য'য় নেমে এলে, তা পাশ কাটিয়ে সামনে না এগিয়ে আপনি দুশ্চিন্তায় কেন ডুবেন?
এটা কি একধরনের বোকামি না?

26/10/2025

I have 8 mood:
Janina, kichuna, accha, emni, hmm, duru, okayy,ho

26/10/2025

“আর তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে; ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজে'দের কথা ভুলিয়ে দিয়েছেন। এরাই তো সত্যি'কারের পাপাচারী।” — (সূরা হাশর: ১৯)

26/10/2025

হিংসার কোন ওষুধ এখনো আবিষ্কার হয়নি, তাই যারা জ্বলছে তাদের জ্বলতে দাও,তেল শেষ হয়ে গেলে নিভে যাবে!!!🌿🌿🌿🌿

26/10/2025

সুখের সবচেয়ে বড় অসুখ হচ্ছে- সন্তুষ্ট না থাকা। কেউ যদি মন থেকে সন্তুষ্ট না থাকে তবে তাকে সন্তুষ্ট করার জন্য কোন অপশন বের করতে পারবেন না।🌻🌼🌼🌼

26/10/2025

কিসের এত অহংকার। আপনি মারা গেলে অনেকে আপনার মুখটাও দেখতে আসবে না, রাতে ভয় পাবে বলে।😄😭😭😄

26/10/2025

Address

Dhaka

Telephone

+8801537670150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat-জান্নাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share