27/10/2025
একেকজনের কাছে তুমি একেকরকম।কারো কাছে বো'কা,কারো কাছে ন্যা'কা,কারো কাছে রা'গী,কারো কাছে সুখী,কারো কাছে ফা'লতু,তারা যেভাবে তোমায় দেখে তুমি তাদের কাছে ঠিক তেমনই।
কিন্তু তুমি আসলে কেমন? Actually তুমি তাদের কারো চিন্তার মতোই নও। তুমি হলে তোমার মতো , তোমার নিজের চিন্তায় তুমি ঠিক যেভাবে আসো তুমি Exactly সেটাই ।
তাই কে কী ভাবলো না ভাবলো সেটা তাদের কেই নাহয় ভাবতে দাও। কারণ তারা তোমাকে ঠিক ওইভাবেই দেখবে যতটুকু তারা তোমার থেকে Deserve করে।
তুমি কখনই পৃথিবীর সবাইকে সুখী করতে পারবে না। কখনই তোমার প্রতি সবার Positive চিন্তাধারা নিয়ে আসতে পারবে না। তুমি কেনো পৃথিবীর কেউ ই কখন ও পারবে না।
তাই সবাইকে সুখী করতে যেও না। সবাইকে ভালো রাখতে গেলে তোমার নিজের ভালো থাকাটাই বিলীন হয়ে যাবে।
তুমি শুধু তাদেরকেই ভালো রাখো যারা তোমাকে ভালো থাকতে সাহায্য করেছে।
মনে রেখো,
"ভালো থেকো" সবাই ই বলে কিন্তু ভালো রাখতে খুব কম মানুষজনই পারে।