25/11/2025
আমার high maintenance girls দের দেখলে ভালো লাগে। শান্তি লাগে!
না , high maintenance বলতে দামি কাপড় পড়ে, gucci এর ব্যাগ কিনে, charlotte tilbury এর লিপস্টিক দেয়, channel এর পারফিউম ছিটায়, ফেরারী গাড়ি চড়ে ….এমন কেউ না।
মানে societal স্ট্যাটাস রিলেটেড কিছু না আমার কাছে!
আমার কাছে high maintenance বলতে ওইসব মেয়েরা যারা নিজেদের যত্ন নেয়! নিজেদের সম্মান করে, ভালোবাসে!
যারা মুখে বাসায়ই ছোটখাটো ফেসিয়াল করে, চুলটা প্রতি সপ্তাহে তেল দিয়ে deep কন্ডিশন করে, নখ এর যত্ন নেয়, পা গরম পানিতে ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষে মরা চামড়া সরায়।
তারাই যারা গোসল এর পর অল্প করে বডি লোশন এর সাথে বডি মিস্ট ছিটিয়ে দেয়। এরা হেঁটে গেলেই ফুলের অথবা ভ্যানিলার sweet scent পাওয়া যায়!
যাদের চুল খুললেই সেই fresh shampoo smell টা আসে, পরিষ্কার, যত্নে রাখা চুলের গন্ধ!
এসব মেয়েরা নিজেদের পারফিউম নিয়ে যত সচেতন থাকে, তেমনি কে তাদের লাইফে থাকবে, কার কথা শোনা উচিত, নিজেকে কিভাবে সফলতার সিঁড়ির একদম উপরে নেয়া যায়, এসব নিয়ে ও ভাবে।
নিজেকে নিয়ে এতই ভাবে যে অন্য কাউকে নিয়ে গসিপ, ভাবার অথবা হিংসা করার ও সময় নাই। এরা সবাইকে ভালোবাসে।
কাউকে ভালো লাগলে কমপ্লিমেন্ট করে, না লাগলে এড়িয়ে যায়।
তাদের সময় তাদের কাছে অনেক দামি, কারণ তারা high maintenance girls!
এমন মেয়েদের দেখলেই আমার মন ভালো হয়ে যায়!
মনে হয় she knows how precious she is!
She knows her worth.
মেয়েরা নিজেদের ভালোবাসছে, নিজের কদর বুঝতে পারছে, যত্ন নিচ্ছে - এটা আমার কাছে সত্যিই আনন্দদায়ক!✨🌻