H-World

H-World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H-World, Media/News Company, House no:57/A, Ground Floor, Road no:06, Mohammadi Housing Society, Adabar, Dhaka.

H-World (Podcast Media)
Powerd By:-
Hafezzi Charitable Society Of Bangladesh
গভঃ রেজিষ্ট্রেশন নং- S13879/22
আমাদের ওয়েবসাইট- www.hcsb.org.bd
যোগাযোগ ও WhatsApp:-
01727-216100/01406-970907/01601-611151

🎙️ অবশেষে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়—বাংলাদেশের খ্যাতনামা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবার আনছে এক অনন্য উদ্য...
19/08/2025

🎙️ অবশেষে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়—

বাংলাদেশের খ্যাতনামা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এবার আনছে এক অনন্য উদ্যোগ—
“H- World” এর পডকাষ্ট!

এটি শুধু একটি পডকাষ্ট নয়—এটি একটি চিন্তার প্ল্যাটফর্ম, যেখানে মুখোমুখি হবেন—দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, প্রখ্যাত চিন্তাবিদ, সমাজের দায়িত্বশীল কণ্ঠস্বর!!

🔹 ইসলাম, সমাজ, রাষ্ট্র ও সময়োপযোগী ইস্যু নিয়ে হবে গঠনমূলক আলোচনা
🔹 তরুণদের প্রশ্ন, সংকট ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ
🔹 থাকবে চিন্তা, চেতনা ও পরিবর্তনের আহ্বান
🔹 উপস্থাপন করা হবে ভিডিও ও অডিও—দুই মাধ্যমেই
🔹 ঘরে বসেই শুনতে পারবেন আলোর কথা, জ্ঞানের দিশা

এই প্ল্যাটফর্ম হবে নীতি, দায়বদ্ধতা ও সত্যভিত্তিক সংলাপের মঞ্চ।
🔜 প্রথম পর্ব খুব শীঘ্রই—আপনি প্রস্তুত তো?

📡 Powered by:
Hafezzi Charitable Society Of Bangladesh

22/07/2025

বাইক কিনবেন কেউ? মূল্য এক পাত্র আটা মাত্র। Gⱥzⱥ'র
এক তরুণ সাংবাদিক তার শখের বাইক এক পাত্র আটার বিনিময়ে বিক্রির ঘোষণা দিয়েছেন ফেসবুকে।

22/07/2025

মাইলষ্টোন স্কুলের কোন পরিবারের সন্তানদের চিকিৎসার জন্য সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন! আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ! গতকাল থেকে প্রতিটি হসপিটাল ভিজিটে নিয়োজিত আমরা! যোগাযোগ- 01727-216100

22/07/2025

আজ শায়খে চরমেনাই মুফতী ফয়জুল করিম সাহেব দা.বা.-এর সাথে সৌজন্য সাক্ষাৎ।
উনার শ্রদ্ধেয় বড় ভাই চরমোনাই পীর সাহেব, মুফতী রেজাউল করিম সাহেব দা.বা. আমাদের 'টিম হাফেজ্জীর' সম্মানিত প্রিয় অভিভাবক ও উপদেষ্টা। উনাদের সাথে আমাদের সম্পর্ক শুধুই আল্লাহর সন্তুষ্টি ও মানবসেবাকে কেন্দ্র করে।

আজ পল্টন অফিসে শায়খে চরমোনাই আমাদের জন্য আলাদা সময় দিলেন। আমরা “টিম হাফেজ্জী”-র কার্যক্রমের বিস্তারিত তুলে ধরলাম। গাজার ভয়াবহ পরিস্থিতির কথা শুনে তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো। তিনি দীর্ঘ সময় গাজার মাজলুম, মাইলষ্টোনের আহত নিহত ছাত্র ছাত্রী, আমাদের এবং উম্মাহর জন্য দোয়া করলেন।

দুপুরে শায়খে চরমোনাই দা.বা. আমাদের নিয়ে একসাথে খানা খান।এই ভালোবাসার আন্তরিক মুহূর্তে আমরা উপলব্ধি করেছি উম্মাহর ব্যথায় কাঁদার মতো মানুষ এখনো আছেন, যাঁরা শুধু উঁচু আসনে নন, আমাদের পাশে দাঁড়ান।

আপনাদের অনেকেই জেনে খুশি হবেন—চরমোনাইয়ের অসংখ্য দ্বীনদার ভক্ত নিয়মিতভাবে আমাদের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ! এই ভালোবাসা, এই আস্থা—আমাদের পথচলার বড় প্রেরণা।

হযরত বর্তমানে অসুস্থ, চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন।
আমরা ‘টিম হাফেজ্জী’-র পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। দোয়া করবেন—এই সেবার কাফেলা যেন কখনো থেমে না যায়।

#চরমোনাই

22/07/2025

গা ]জার কঠিন পরিস্থিতি নিয়ে চরমোনাই নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম হাফি:র সাথে সাক্ষাতে টিম হাফেজ্জী এখন পল্টনে!

21/07/2025
21/07/2025
21/07/2025

🚩উত্তরায় বিমান দুর্ঘটনা; দায় কার?
🚩ড. এনায়েতুল্লাহ আব্বাসী দা.বা.
🚩উপদেষ্টা ও অভিভাবক- টিম হাফেজ্জী

আজ ২১ শে জুলাই উত্তরার স্বনামধন্য মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রতিটি বিবেকবান মানুষ, প্রতিটি দরদী মানষই মর্মাহত। চূড়ান্ত কথা, ত্বাকদীরের উপরে তো কারোর কোন হাত নেই। পবিত্র হাদীস শরীফ- এর বর্ণনা অনুযায়ী বিশ্বাসী, সৎকর্মশীল মানুষ যদি আগুনে ঝলসে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদতের সৌভাগ্য দান করেন। এই প্লেন Incident- এ যত মানুষ আগুনে ঝলসে মৃত্যুবরণ করেছে, তাদের মধ্যে যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, বিশেষ করে; কিশোর-বালক, অবোধ, কচিকাঁচা তাদের প্রত্যেককে যেন আল্লাহ তা’য়ালা শাহাদাতের সৌভাগ্য নসিব করেন, আমিন।

এখন কথা হলো, এ ঘটনাটির পিছনে রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্টের কোন দায় আছে কিনা, সেটাই খতিয়ে দেখার বিষয়। ঢাকা একটি ডেন্সলি পপুলেটেড রাজধানী শহর। অতএব, এই ঢাকাতে অবস্থিত বাংলাদেশ এয়ার ফোর্সের ট্রেনিং বিমান উড্ডয়ন করা বা ঢাকা শহরের মধ্যবর্তী অংশে প্রশিক্ষণ দেওয়া; এটা যে নগরবাসীর জন্য বড় ধরনের সিকিউরিটি থ্রেট বয়ে আনতে পারে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগ থেকেই বিবেচনায় রাখা উচিত ছিল। প্রশিক্ষণ বিমানের মাধ্যমে যোগ্য ও দক্ষ বৈমানিক তৈরি করার জন্য খোলামেলা কক্সবাজার এয়ারপোর্ট, যশোর এয়ারপোর্ট বা বাংলাদেশের দূরবর্তী এয়ারপোর্টগুলোকেও তো ব্যবহার করা যেতো‌। আমি আশা করি, বর্তমান ইন্টেরিম গভর্নমেন্ট এবং বিশেষ করে, বাংলাদেশ এয়ার ফোর্স কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবেন।

আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, বিমানটি ছিল F7- BGI, চীনা নির্মিত একটি জুনিয়র মাল্টিরোল যুদ্ধ বিমান। আমরা জানি, ব্যবসা-বাণিজ্যে চায়না যথেষ্ট অগ্রসর হলেও, বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা এখনও চূড়ান্ত অগ্রগতি অর্জন করেনি। অতএব, যে বিমানের মাধ্যমে আমাদের বৈমানিকগণ হাতে খড়ি নিবেন, আমার মনে হয়, সেই প্রশিক্ষণের যুদ্ধবিমানটি আ/মে/রি/কা বা ইউরোপের নির্মিত হলে আপদকালীন মুহূর্তে প্রশিক্ষণরত পাইলট প্রযুক্তিগত সহায়তা নিতে পারতেন। কিন্তু চিনা এফ-৭ বিজিআই এয়ারক্রাফটিতে সেই সুবিধা হয়তোবা পাইলট পাননি‌।

তৃতীয়ত হচ্ছে- প্রশিক্ষণ বিমান অবশ্যই একাধিক সিট বিশিষ্ট হওয়া উচিত। যেখানে একজন থাকবেন যিনি ট্রেনিং নেবেন, আর তার পাশে থাকবেন দক্ষ-অভিজ্ঞ দীর্ঘ সময় প্লেন উড্ডয়নের অভিজ্ঞতা আছে, এরকম যোগ্য ট্রেইনার। এফ ৭- বিজিআই চিনা নির্মিত প্লেনটি ছিল ওয়ান সিটার। প্রশিক্ষণ বিমান হিসেবে এয়ারফোর্সের এই বিমানটিকে বেছে নেওয়া কতটুকু সঠিক সিদ্ধান্ত হয়েছে সেটা কর্তৃপক্ষই বিবেচনা করবেন।

ইন্টেরিম গভর্নমেন্ট বাংলাদেশে বিভিন্ন সংস্কার করবেন বলে জনগণকে আশ্বস্ত করেছেন‌। কিন্তু আমরা উল্লেখযোগ্য কোন সংস্কারই দেখতে পাইনি। বাংলাদেশে যে সংস্থা বা খাতগুলোতে সংস্কার অবশ্যম্ভাবী; তার একটি হচ্ছে- সামরিক বিমান কর্তৃপক্ষ ও সংস্থার সংস্কার। অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানের বৈমানিক তৈরি করা। পাশাপাশি বাংলাদেশে যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি দাঁড় করানো যায় কিনা সেদিকে সচেষ্ট হাওয়া। আর বেসরকারি বিমান সংস্থার ক্ষেত্রে বলবো, বাংলাদেশে বেসরকারি বিমান সংস্থায় যারা দায়িত্বে আছে, তাদের অধিকাংশই বেইমান। চরম দুর্নীতির মাধ্যমে প্রতি বছরই তারা কোটি কোটি টাকার লোকসান দেখায়। অথচ দক্ষ ও যোগ্য জনশক্তি, রাষ্ট্রের তীক্ষ্ণ নজরদারি ও কাজের মধ্যে ট্রান্সপারেন্সি আনার দ্বারা বিমানকে শুধু লাভজনক নয়; বরং জাতীয় রাজস্ব আদায়ের একটা বড় মাধ্যম বানানো যেতে পারে। বর্তমান সরকার বিষয়গুলো বিবেচনায় আনবেন।

Address

House No:57/A, Ground Floor, Road No:06, Mohammadi Housing Society, Adabar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when H-World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share