18/06/2025
আমি একজন ছেলে। বিয়ে করছি ৩ বছর হয়। লাভ ম্যারেজ। পরিবারের অনুমতি নিয়েই বিয়ে করছিলাম।আমার স্ত্রী র পারিবারিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা আমাদের পরিবারের তুলনায় অনেক উপরে। স্ত্রী শহরে থেকেছে আর আমি গ্রামের ছেলে। আমার দুই বোন বিবাহিত। বাবার আর্থিক অবস্থাও খুব বেশি ভালোনা, তবে কিছু জমিজমা আছে। আমি মেজো ছেলে। আমার বাবা মা আমার সাথে সবসময় নাইনসাফি করে। সংসার চালানোর খরচ আমি দিই, আমার মা সবসময় চেষ্টা করে বোনদের কে টাকা পয়সা বাজার সব দিয়ে সাহায্য করতে। বিয়ের সময় গয়না, যৌতুক নিছে তারপরেও তাদের আবদার কমেনা। সপ্তাহে সপ্তাহে জামাই নিয়ে হাজির হয়। তাদের আপ্যায়ন করা, তাদের কে উপহার কিনে দেয়া, আবার নগদ অর্থ চায় সব পুরন করতে গিয়ে আমি স্ত্রী র কোনও চাহিদা ই পুরন করতে পারিনা। আমার মা যেভাবে পারে দুই মেয়ে কে শুধু দিতে চায়, তাতে আমার জীবন গেলেও মায়ের কিছুনা। কিছুই জমাতে পারিনা। ভবিষ্যত নেই আমার কোনও। স্ত্রী গ্রামে গিয়ে থাকতে চায়না, সে বড় হইছে শহরে ফ্লাট বাসায়, আমার বাড়ি টা ভালো না তেমন, এটাচড বাথরুম নাই এইগুলো নিয়ে তার অভিযোগ। গ্রামের মানুষ আরও উস্কে দেয় আমার মা কে, আমার মা বোন কেউ আমার স্ত্রী কে দেখতে পারেনা। গ্রামের মানুষ আরও বেশি কানপড়া দেয়, তাই মা আমাকে আবার বিয়ে করাতে চায়। আমার স্ত্রী গ্রামে আসলে পাড়া প্রতিবেশী ভীড় করে, ইয়ার্কির ছলে খোচাঁ মেরে কথা বলে। আমার অসামনে আমার মা বোন ও খোচাঁ কথা শোনায় স্ত্রী কে। এইসব কারনে স্ত্রী গ্রামে যেতে চায়না, বলে প্রাইভেসি নেই। ভালো ঘর করতে বলে, কিন্তু আমার বাপ মায়ের কোনও আগ্রহ নেই। তারা বলে যা আছে তার মধ্যেই আসলে আসুক না আসলে ডিভোর্স দিবি।বিয়ের আগেই সে বলেছিলো সে গ্রামে থাকতে চায়না।আমি জেনেই বিয়ে করছি। বিয়ের পর বলেছে থাকার মতো পরিবেশ হলে থাকবো। আমার হাতে এতো টাকা নেই যে আমি ঘর করবো। বাপ এর কাছে টাকা আছে সে ঘর করতে পারে কিন্তু করেনা। তার অভ্যাস ওই পরিবেশে থেকে থেকে। যা জমিজমা থেকে আয় হয় বোনদের দিয়ে দেয়ার চেষ্টা করে। আর বোনেরাও সবসময় বায়না নিয়ে আসে, বোন জামাই রা সরকারি চাকরি করে। অথচ আমি একটা বেসরকারি চাকরি করেও ওদের আমার বেতন থেকে হাতখরচ পাওয়ার লোভ।তাদের যেকোনোও দরকারে টাকা চায়তে চলে আসে৷ স্ত্রী কে নিয়ে আমি বাসা নিয়ে থাকি তাই বাবা মায়ের রাগ, ঈদ এ স্ত্রী গ্রামে আসেনাই,আমার বাড়ির সবাই বলে ডিভোর্স দিতে। আমি আমার স্ত্রী কে খুব ভালোবাসি, আমি ডিভোর্স দিতে চাইনা। এই সমস্যা আমি কিভাবে সমাধান করবো?
> নাম পৃকাশে অনিচ্ছুক ( ইনবক্স থেকে)