21/07/2025
শোকবার্তা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় জাজ মাল্টিমিডিয়া পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
এ এক হৃদয়বিদারক দুর্ঘটনা, যা আমাদের জাতিকে গভীর বেদনার সাগরে ভাসিয়ে দিয়েছে। আমরা এই দুর্ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।
যারা এই মর্মান্তিক ঘটনায় আহত হয়ে এখন চিকিৎসাধীন, তাদের প্রতি রইল আমাদের গভীর সহানুভূতি ও সহমর্মিতা। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহ্র দরবারে দোয়া করছি, তিনি যেন তাদের সুস্থতা ফিরিয়ে দেন ও এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে তারা দ্রুত সেরে উঠতে পারেন।