Beauty of Mind

Beauty of Mind Beauty of Mind creates best & beautiful moment in our life.
(29)

21/08/2025

Husband -Wife একে অন্যের পরিপুরক।।।

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়।জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই...
19/08/2025

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়।

জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই।

সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে।

আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে।

আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম।

সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল ১৫০ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই।

কিন্তু আদরের দুলালের কাছে এক পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই।

গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান পানি দিলাম।

তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারন আমি তো বাবা"।

বলেন তো কার সাথে মিল আছে????
15/08/2025

বলেন তো কার সাথে মিল আছে????

✅🌲 সোশ্যাল মিডিয়াতে ইনকাম ও তার বাস্তবতা🎥 বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো…বর্তমানে বহু তরুণ-ত...
15/08/2025

✅🌲 সোশ্যাল মিডিয়াতে ইনকাম ও তার বাস্তবতা

🎥 বাস্তবতা না বুঝে রিলস বানানোর নামে জীবনের ভারসাম্য হারানো…

বর্তমানে বহু তরুণ-তরুণী ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করার আশায় দিনরাত সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত।
সকাল-বিকেল রিলস বানানো, এডিটিং, ভিউ বাড়ানো নিয়ে এতটাই ডুবে থাকে যে
পরিবার, পড়াশোনা, চাকরি এমনকি সম্পর্কও উপেক্ষিত হয়ে যায়।

📉 ফলাফল: সংসারে অশান্তি, আত্মবিশ্বাসে ভাটা, ক্যারিয়ারে অনিশ্চয়তা।

🔍 সোশ্যাল মিডিয়া ইনকামের প্রকৃত চিত্র (বাংলাদেশ-ভারত ভিত্তিক সমীক্ষা)

✅ মাত্র ৫-১০% মানুষ নিয়মিত ইনকাম করে
❌ বাকিরা ইনকামের আশায় সময় ও শ্রম নষ্ট করে
✅ যাদের কাছে পরিকল্পনা, দক্ষতা ও ধৈর্য আছে, তারা সফল হয়
❌ ভিউ/লাইক কম হলে মানসিক হতাশা দেখা দেয়

🧩 যে বিষয়গুলো অনেকেই ভুল বোঝে

1. সবাই ইনফ্লুয়েন্সার হতে পারে না
👉 প্রতিভা, ধারাবাহিকতা এবং সত্যিকারের কনটেন্ট দরকার।

2. ভিউ মানেই টাকা না
👉 ফেসবুকে ইনকাম করতে হলে রয়েছে অনেক নিয়ম ও সীমাবদ্ধতা (যেমন: Reels Bonus, Ad Monetization, Affiliate Marketing)।

3. কেবল ভিডিও বানিয়ে ইনকাম আসবে এ ধারণা ভুল
👉 রেগুলার ও মানসম্মত কনটেন্ট, SEO, engagement strategy না থাকলে ইনকাম মেলেই না।

👨‍👩‍👧‍👦 এই প্রবণতার পারিবারিক প্রভাব

• ঘরের কাজ বা দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া
• স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য
• বাবা-মা বা সন্তানের জন্য সময় না থাকা
• অর্থনৈতিক অনিশ্চয়তা
• অন্যের সফলতা দেখে হিংসে, হতাশা

💡 সমাধান কী?

✅ আগে বুঝুন: আপনি কী বিষয়ে কনটেন্ট বানাতে পারবেন?
✅ শেখার জন্য সময় দিন: Video Editing, Scripting, Voice-over, Lighting ইত্যাদি
✅ সময়কে ভাগ করে ব্যবহার করুন: সংসার, পড়াশোনা, চাকরি সবকিছুর প্রতি দায়িত্ববোধ রাখা জরুরি
✅ অর্থ না এলে হতাশ হবেন না: শুরুতে ফল না পেলেও শেখার জার্নিটা মূল্যবান
✅ প্রয়োজনে পারিবারিক আলোচনায় বসুন: সবাইকে বোঝান আপনার লক্ষ্য, এবং শোনার অভ্যাস গড়ুন

✍️ শেষ কথা

সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা সম্ভব, তবে সেটা ধৈর্য, দক্ষতা ও ভারসাম্যের মাধ্যমে।
শুধু “ভিউ” আর “লাইকের” পেছনে ছুটে গিয়ে বাস্তব জীবনের দায়িত্ব ও সম্পর্কগুলো হারিয়ে ফেলবেন না।

> 📌 রিলস নয়, বাস্তবতা আগে বুঝুন।
📌 ট্রেন্ড নয়, ভবিষ্যৎ গড়ার দিকেই মন দিন।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।











15/08/2025

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

ধনীদের কখনো হিংসা কিংবা গালাগালি করবেন না। এই ধনীদের দেয়া উচ্ছিষ্ট নিয়েই ঢাকায় পড়তে আসা বহু মেয়ে সাবলম্বী হয়। দামী দামী ...
13/08/2025

ধনীদের কখনো হিংসা কিংবা গালাগালি করবেন না। এই ধনীদের দেয়া উচ্ছিষ্ট নিয়েই ঢাকায় পড়তে আসা বহু মেয়ে সাবলম্বী হয়। দামী দামী ড্রেস কিনে। রিসোর্টে ঘুরতে যায়। আইফোন কিনে। বিদেশে ট্যুর দেয়। গ্রামে রিক্সাওয়ালা/ ঠেলাওয়ালা / দিনমজুর বাবাকে পাকা ঘর তুলে দেয়। ধনীদের একটা নির্দিষ্ট খরচের পর আর টাকা পয়সার তেমন দরকার হয় না। তারা তখন এগুলো আজেবাজে কাজে খরচ করে। প্রায় সব ধনী পুরুষ ই গরীব অসহায় মেয়েদের পেছনে খরচ করে। ফেসবুকেই এরকম অসংখ্য মেয়ে আছে যেগুলো সম্পর্কে আপনারাই ভালো জানেন। তিন বেলা ভালো করে খাওয়ার ব্যাবস্থাই তাদের এক সময় ছিল না। পরে গুলশান বনানীর কাস্টমার ধরে ধরেই আজ তারা সাবলম্বী। কেউ সেলিব্রিটি। কেউ উদ্যোক্তা। কেউ বিজনেস চুম্বক।ধনীরা যদি এদের পেছনে খরচ না করতো তাহলে এই দেশে বহু মানুষকে এখনো চরম দারিদ্র্য সীমার নীচে বসবাস করতে হতো। সুতরাং ধনীদের সম্মান করুন।

𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝘆🇧🇩‎‎Bangladesh qualifies for the AFC U20 Women's Asian Cup 2026‎‎𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 team Bangladesh.‎‎
10/08/2025

𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝘆🇧🇩

‎Bangladesh qualifies for the AFC U20 Women's Asian Cup 2026

‎𝗖𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 team Bangladesh.

আবারো বাঙালির সেন্টিমেন্টের উপরে হিসু করে দিল 😁😁😁😁😁
10/08/2025

আবারো বাঙালির সেন্টিমেন্টের উপরে হিসু করে দিল 😁😁😁😁😁

এতগুলো নাপা!এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু...
09/08/2025

এতগুলো নাপা!
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।

Colleced from unknown...

এই যুগের বাস্তবতা।।।।।             ゚viral
09/08/2025

এই যুগের বাস্তবতা।।।।।

゚viral

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share