
20/04/2025
💀 বিদায় PowerPoint: প্রেজেন্টেশন জগতে AI যুগের সূচনা 💀
যে কাজটি PowerPoint-এ ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করতে হতো, এখন AI টুলস দিয়ে মাত্র কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে — তাও আরও নিখুঁতভাবে!
AI এবং পারফেক্ট প্রেজেন্টেশনের মধ্যে থাকা ব্যবধানটা খুব দ্রুতই মুছে যাচ্ছে।
PowerPoint তার স্বর্ণযুগ পার করেছে। এখন সময় AI প্রেজেন্টেশন রেভোলিউশনের।
এই AI টুলগুলো বর্তমানে প্রেজেন্টেশন তৈরির সেরা মাধ্যম:
🔹 Gamma.app – স্মার্ট লে-আউট এবং অটো-জেনারেটেড ভিজ্যুয়ালসহ দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন তৈরি করে।
🔹 Beautiful.ai – ডিজাইন-ফোকাসড প্ল্যাটফর্ম, যেখানে ইন্টেলিজেন্ট টেমপ্লেটস স্বয়ংক্রিয়ভাবে স্পেসিং, টাইপোগ্রাফি ও ভিজ্যুয়াল এলিমেন্ট ঠিক করে।
🔹 Tome.app – সহজ প্রম্পট থেকেই সম্পূর্ণ কাহিনীভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করে, যেখানে কন্টেন্ট ও ভিজ্যুয়ালের চমৎকার মেলবন্ধন ঘটে।
🔹 Manus (manus.im) – একটি মাল্টিটাস্কিং AI এজেন্ট, যেটি কনভারসেশনের মাধ্যমে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে, পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস পর্যন্ত অসংখ্য কাজ সামলে নিতে পারে। প্রেজেন্টেশন তার একটিমাত্র দিক মাত্র।(collected)