Bedana.001

Bedana.001 মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে।
অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না...।।

25/07/2025

অভাবী মানুষকে সবাই ভয় পায়, যদি কিছু চেয়ে বসে!

24/07/2025

ইন্ডিয়া লীগ না আজকে যমুনা ঘেরাও করার কথা
কি খবর এখন ?

23/07/2025

ভাইরাস জ্বর নিয়ে আপনার মন্তব্য কি ?

লেডিস টপস ৬২২টি! আনবিলেভেবল!!!
23/07/2025

লেডিস টপস ৬২২টি! আনবিলেভেবল!!!

খুব অল্প সংখ্যক মানুষই বলতে পারবে এই ফলটির নাম।
23/07/2025

খুব অল্প সংখ্যক মানুষই বলতে পারবে এই ফলটির নাম।

এই টাকাটা কিভাবে উঠানো যাবে?পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন 🥰
15/07/2025

এই টাকাটা কিভাবে উঠানো যাবে?
পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন 🥰

10/07/2025
10/07/2025

এক ছেলে ফার্মেসিতে গেছে। সেখানে গিয়ে বলেছে, ভাই, ভালো মানের কনডম কি আছে?

দোকানদার, যে কিনা আবার ফার্মেসির মালিক, সে বলে, জ্বি, উন্নত মানের বিভিন্ন ফ্লেভারের আছে, কয়টা লাগবে?

- না দেন আর কি।

- ৩ টার প্যাকেট আছে, ৬ টার প্যাকেট আছে, ১২ টারও আছে।

- ১২ টা দেন। গার্লফ্রেন্ডের সাথে এখনও হয় নাই, তবে যে কোনো দিন হয়ে যেতে পারে।

কয়েকদিন পর গার্লফ্রেন্ডের বাসায় ছেলের দাওয়াত ছিল। রাতের খাবারের টেবিলে গার্লফ্রেন্ডের বাপ আর মা ছিল, যাদের সাথে ছেলের প্রথম দেখা হল। ছেলে টেবিলে বসা অবস্থাতেই তার এক ফ্রেন্ডকে ফোন দিল:

– দোস্ত, ১২ টা আন-ইউজড কনডম আছে, তুই তো জানসই আমি ভার্জিন, তোর জন্য রাইখা দিছি, নিয়াই যাইস।

খাওয়া শেষে হাত ধোয়ার সময় গার্লফ্রেন্ড ছেলেকে বলে, তুমি তো কখনো বলো নাই তুমি তোমার ফ্রেন্ডদের জন্য এইসব কিনে রেখে দাও? তাও আবার আমার বাবার সামনে বললা?

ছেলে বলে, বালের আলাপ বাদ দাও, তোমার বাবা যে ফার্মেসির মালিক, এই কথা জীবনে কইছ?

(রিপোস্ট)

আমার টা মিষ্টি ❤️💗❤️
09/07/2025

আমার টা মিষ্টি ❤️💗❤️

08/07/2025

🌧️ গল্প: “ভেজা সন্ধ্যায় ওর স্পর্শ”

সন্ধ্যার আকাশটা কালো মেঘে ঢাকা। বাইরে টুপটাপ বৃষ্টি।
রিতু ও অভ্র – নতুন সংসার, মাত্র এক বছর হয়েছে।
এই প্রথমবার তারা একসাথে একান্তে সময় কাটাতে গ্রামের বাড়িতে এসেছে।

রিতু একটা হালকা গোলাপি স্লিভলেস কামিজ পরে বারান্দায় বসে ছিলো, চুলগুলো খোলা।
ভেজা বাতাসে ওর গা থেকে মিষ্টি সাবানের গন্ধ ভেসে আসছে।
অভ্র পেছন থেকে এসে আস্তে করে জড়িয়ে ধরল রিতুকে…

— "তুমি জানো, এই গন্ধটা আমাকে পাগল করে দেয় রিতু…"

রিতু একটু কেঁপে উঠল… ওর গলায় একধরনের শিহরণ।
অভ্রর ঠোঁট ওর গাল ছুঁয়ে গেল আস্তে…
রিতু চোখ বন্ধ করে ফেলল।

সেই মুহূর্তে, বাতাস আরও জোরে বইতে লাগল।
বৃষ্টির ছাট এসে দুজনকে ভিজিয়ে দিল হালকা করে।

রিতু ধীরে ধীরে অভ্রর দিকে ঘুরে দাঁড়াল…
ওদের চোখে চোখ পড়ল।
সেই চোখে লুকানো ছিলো হাজারো না বলা কথা।

রিতু কাঁপা কাঁপা গলায় বলল —
— "তুমি এত চুপ কেন?"
অভ্র হেসে বলল —
— "কারণ আমি তোমার ঠোঁটের শব্দ শুনতে চাই…"

তারপর ধীরে ধীরে ওরা ঘরের দিকে গেল —
ভেজা চুল, ভেজা শরীর, আর গা ঘেঁষে থাকা নিঃশ্বাসের শব্দ…

ঘরের বাতি নিভে গেল…
শুধু বাইরে বৃষ্টি পড়ছে… আর ঘরের ভিতর — শুধু অনুভব…

আলম আমার ছিলো থাকবে।
08/07/2025

আলম আমার ছিলো
থাকবে।

আমাদের দেশের প্রত্রিকা 😄😄😄
08/07/2025

আমাদের দেশের প্রত্রিকা 😄😄😄

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bedana.001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share