জনি প্রকাশনী

জনি প্রকাশনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জনি প্রকাশনী, Publisher, হাজী আকবর হোসেন বাড়ী, মোমেনবাগ চৌরাস্তা, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা, ১৩৬২ ।, Dhaka.

04/07/2025

📢 বই পৌঁছানোর সেবা — শর্তসাপেক্ষে!
📚 শুধুমাত্র ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার জন্য

আমি মজিবুর রহমান, দীর্ঘদিন ধরে বই বিপণন কাজে যুক্ত। অনেক সময় প্রতিষ্ঠান প্রধানরা জানতে চায়— আমি কি বই পৌঁছিয়ে দিয়ে থাকি ?

হ্যাঁ, আমি শর্তসাপেক্ষে বই পৌঁছিয়ে দিয়ে থাকি। বর্তমানে আমি কেবল আমার আশপাশের জেলার মধ্যে সীমিত ।

🔸 বর্তমান সীমিত জেলা:
📍 শুধুমাত্র নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা ।

🔸 যা যা প্রয়োজন:
✔️ আমার যাওয়া আসার খরচ (অগ্রিম)
✔️ আমার যাতায়াত + সময় + শ্রম + মাল বহনের ঝামেলার মূল্য ।

পরামর্শঃ
🎯আমার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই গ্রহণ করাই সবচেয়ে ভালো হবে ।
⚠️ তবে কিছু প্রতিষ্ঠানে জরুরি প্রয়োজন থাকলে আমি ব্যক্তিগতভাবে বই পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। একে আমি বিশেষ সেবা হিসেবে দেখি।

🧠 বিশ্বাসযোগ্যতা ও নিশ্চয়তা:
আমি নিজেকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে দেখে থাকি, আপনি যদি চান আমার সম্পর্কে যাচাই করতে পারেন ।
💬 টাকা লেনদেন বা বই সংগ্রহের আগে যেকোন অপরিচিত ব্যক্তিকে যাচাই করা সচেতন ও বুদ্ধিমত্তার পরিচয় ।
❓ যদি আপনার কোনো জিজ্ঞাসা বা দ্বিধা থাকে, নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন ।
কারণ আমি বিশ্বাস করি— নিশ্চয়তা খোঁজা হলো বুদ্ধিমানের কাজ ।
💡 আপনার প্রতিষ্ঠানে সৌজন্য সংখ্যা বই (ফ্রি স্যাম্পল বই) আমার দ্বারা পৌঁছানো হয়েছে এবং অতীতে অনেক প্রতিষ্ঠানকে আমি সৌজন্য কপি (ফ্রি স্যাম্পল বই) পৌঁছিয়ে দিয়েছি । তাই আপনি নিশ্চিন্তে আমার প্রতি বিশ্বাস অথবা আস্থা রাখতে পারেন।

🔎 আমার কাজ সম্পর্কে জানার জন্য আপনি এই ফেসবুক পেজ দেখতে পারেন । আশা করছি এই পেজ দেখে আপনার মনে হতে পারে, আমি কখনো কখনো ব্যস্ত থাকি, কারণ বই পৌঁছানো আমার মূল কাজ না, বরং সময় পেলে আমি আমার তরফ থেকে অতিরিক্ত সেবা দিয়ে থাকি ।
📦 বই পৌঁছাতে সময়ের প্রয়োজন । যদি কোম্পানী থেকে কারোর মাধ্যমে তা সম্ভব হয়—তবেই আপনার প্রতিষ্ঠানে বই পৌঁছিয়ে দেওয়া যেতে পারে । তাই আপনার জন্য উত্তম কাজ হলো বই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহন করা । বর্তমানে কোরিয়ার সার্ভিসগুলো এক দুই দিনের মধ্যে বই ডেলিভারি দিয়ে থাকে । সরাসরি এসে আমাদের প্রধান অফিস অথবা শাখা অফিস থেকে বই সংগ্রহ করতে পারবেন ।

(বাংলাবাজার থেকে কম দূরত্বের প্রতিষ্ঠানগুলো এই সেবা দেওয়ার শর্ত রাখে, তাই তাদের জন্য এই পোস্টের সৃষ্টি হয়েছে ।)

📞 যোগাযোগ:
সঠিক বই হাতে পাওয়ার নিশ্চয়তার জন্য কল করুন: 01777938188
আপনার প্রয়োজন ও শর্ত শুনে আমি যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত।

🙏 সকলকে ধন্যবাদ,
— Mojibur Rahman

15/06/2025

করোনা মহামারীর পর জনি প্রকাশনীর আট কাট প্রি-প্লে ও প্লে শ্রেণির বই-এর উৎপাদন বন্ধ ছিল। এই কারণে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। বহু শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নিয়মিত ক্রেতা থাকলেও নতুন বছরের জন্য বই তৈরি না হওয়ায় তারা অন্য উৎসে চলে যেতে বাধ্য হন ।
বর্তমানে জনি প্রকাশনীর আট কাট বইগুলো কয়েক বছর যাবত নতুন একজন পরিচালনা করছেন । তবে “জনি প্রকাশনী” নামটি এখনো সাব-ব্র্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
যদি কেউ কেবল একটি শ্রেণির আট কাট বইগুলো তৈরি করতে চান, তবে অবশ্যই অন্য বৈধ কোম্পানির অনুমোদিত ব্র্যান্ড ব্যবহার করে বইগুলো তৈরি করতে হবে । এ ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয় সংশ্লিষ্ট কোম্পানির পূর্বানুমতি ।
একটি শ্রেণীর বই দিয়ে কোম্পানি তৈরি করা সম্ভব নয় । সফল যাত্রার জন্য কমপক্ষে প্লে ও নার্সারি উভয় শ্রেণির বই সেট নিয়ে শুরু করা প্রয়োজন। তবে শ্রেণির সংখ্যা কম হওয়ার কারণে এতেও ঝুঁকি থেকে যায়।

07/02/2025

এই ফেসবুক পেজের কিছু পোষ্ট মনে হচ্ছে নিজের নামে ফেসবুক আইডি এবং পার্সোনাল ব্লগ ফেসবুক পেজের মতো করে পোষ্ট হচ্ছে । হতে পারে অন্য ফেসবুক পেজে যেভাবে পোষ্ট করে অভ্যাস করেছি সে স্বভাব এই পেজে দেখা যাচ্ছে ।

06/01/2025

এমন কোম্পানীর প্রকাশনী প্রায় ১৪ বছর যাবত দেখিতেছি যে কোম্পানীর ম্যানেজাররা মূলত প্রকাশনী চালায় । এই কোম্পানীর একজন ম্যানেজারকে আমি মালিক বলে ঠাট্টা করি ।

03/01/2025

কোম্পানীর কাছে থাকা বই শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকদের নতুনত্ব দেখানোর জন্য নতুন বই ছাপানো হয় না, তবে যদি বইয়ের পরিমাণ কম থাকে, তাহলে সেটা ভিন্ন । খুবই খুবই কম সংখ্যক লাইব্রেরী অথবা স্কুল নিজেরা মুল্য কেটে মূল্য বাড়িয়ে সিল মেরে বই বিক্রি করত, তবে সরকারিভাবে বই এর মূল্যের নিয়ম থাকার পর থেকে এমন দৃশ্য আর চোখে পড়ে না ।

পুরানো বইগুলো তেমন বিক্রি না হওয়ার কারণে পরবর্তী বছরে এই পুরানো বইয়ের মার্কেটিং হয় । কাগজের দাম বেড়ে যাওয়ার কারণে পুরনো বইয়ের মূল্য কেটে নতুন মূল্য বসিয়ে বই বিক্রি করতে হয়, নতুন ছাপানো বই এর সাথে সমন্বয় রাখার জন্য । কিন্তু, স্কুল অথবা লাইব্রেরী থেকে ফেরত আসা বই একই রকম দেখতে হওয়ায় কখনো কখনো গাফিলতির কারণে মার্কেটিং এর জন্য নতুন ছাপানো বই এর সাথে মিশে যায় । স্কুল অথবা লাইব্রেরীকে বলবো- আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি না হওয়া বইগুলো আমাদের ফেরত দিয়ে দিবেন, যাতে ঘাটতি পূরণের জন্য আমাদের নতুন করে বই ছাপাতে না হয় ।

স্যারদের উচিত তাদের চাহিদা অনুযায়ী ফ্রেশ বই পাওয়ার জন্য আমাদের জানানো । আশা করছি বাংলাবাজারে হাজার কোম্পানির মধ্যে প্রত্যেক কোম্পানির সকল বই এর মান খারাপ হবে না । শিক্ষকরা মানের উপর ভিত্তি করে বই সিলেক্ট করে থাকলে প্রত্যেক কোম্পানীর কোন না কোন বই ভালো লাগবে । কোন কোন স্কুল দেখেছি বড় সাইজের বই পছন্দ করে, তাই সাইজের সমন্বয় রাখার জন্য মান খারাপ হলেও সবগুলো একই সাইজের বই সিলেক্ট করে থাকে ।
#প্রকাশনী #স্কুল #লাইব্রেরী

28/12/2024

আমি ১৫ বছরের বেশি সময় আগে থেকে এখন পর্যন্ত বই মার্কেটিং এবং বই বিক্রির কাজে রত আছি । আমি একটি জিনিস খেয়াল করেছিলাম কিছু স্কুলের প্রধান এবং স্কুল শিক্ষকরা কমিশন বের করতে পারে না, বাংলাবাজারে বই কেনার সময় ।
আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কমিশন খাওয়া এবং কমিশন দেওয়াটা খারাপ চোখে দেখে । পরে আমি নিরপেক্ষভাবে দেখলাম যে কমিশন কাউকে বেশি দেওয়া এবং কাউকে কমিশন কম দেওয়া এটাই সম্ভবত খারাপ দৃষ্টিতে দেখার মূল কারণ । আবার কোন বিশেষ ব্যক্তিকে কমিশন বেশি দেওয়া হয় খুশি করার জন্য । এখন আমার প্রশ্ন হলো- কমিশন খাওয়া কি গোপন করতে চায়, যে কারণে কমিশন দেখাতে চায় না এবং শিখাতে চায় না?
যে ব্যবসা বুঝে এবং অন্য কোম্পানীগুলোর সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখে সে তার পছন্দের বইগুলো কেনার সময় কমিশন বেশি পাওয়ার জন্য যুক্তি দিয়ে থাকে । এটাও খেয়াল করেছি যারা কমিশন বের করতে পারে তাদের প্রত্যেকের কমিশন বের করার নিয়ম আলাদা আলাদা । আমি জটিলতা অপছন্দ করি বলে বিয়োগ এবং গুন দিয়ে কমিশন বের করি । তবে আমি অন্যদেরকে ভাগ করে কমিশন বের করতে দেখেছি ।
বাংলাবাজারে বই এর দোকানে কাজে রত আছি তাই মানুষের মুখের কথায় এটা বুঝতে পেরেছি যে ২০০০ সালের আগের শিক্ষকরা কমিশন বের করতে পারত না, তাই তখন হয়তো বই এর মূল্য কম ছিল এবং বই কোম্পানিগুলো খুব কম মূল্যে বই দিতে পারত; তবে এখন বই কোম্পানি হাজার হাজার ।
এই কর্ম থেকে বের হওয়া অনেকের পক্ষে কঠিন । সাথে অন্য কোম্পানীগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হয় ।
সংক্ষেপে একটা কথা বলব- ক কোন ব্যবসায়ী সততার সহিত কম মূল্যে পাইকারি দামে কোন একটা পন্য বিক্রি করছে, তখন অসৎ ব্যবসায়ীরা কম মূল্যে ক এর থেকে পন্য গুলো কিনে সংকট সৃষ্টি করে পন্যের মূল্য বাড়ানোর চেষ্টা করতে পারে । যদিও অনেকে স্বাভাবিক দৃষ্টিতে এই কথা বলবে- বই এর ব্যবসার সাথে এই শেষের কথার সম্পর্ক নাই ।

30/11/2024

অন্যরা পিছনে গিয়ে সত্য কথা বলে, কিন্তু আমি প্রকাশ্যে সকলের জন্য সত্য কথা বলি । আমি প্রকাশ্যে সত্য কথা বলতে চেষ্টা করি এই ফেসবুক পেজটি তার প্রমাণ ।

19/11/2024

প্রায় ১৪ বছর আগে যখন আমি বই মার্কেটিং শুরু করি, তখন শিক্ষকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন facebook, imo, WhatsApp ইত্যাদি খুঁজেছিল । যার কারণে, আমি একটি ফেসবুক পেজ তৈরি করেছি । আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি শেয়ার করতে চাইনি কারণ এই ফেসবুকে সাধারণত আমার নিকট আত্মীয়, বন্ধু এবং দূর সম্পর্কের লোকেরা থাকেন, যারা মাঝে মাঝে হালকা ঠাট্টা বা হাস্যরস করে থাকেন; এটি আমার সম্মানকে প্রভাবিত করতে পারে এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে, যা আমি চাই না । তাই আমি এই পেজ তৈরি করেছিলাম ।

03/01/2024

ম্যানেজারের ভুলের কারণে কোম্পানীকে পার্টি হারাতে হয়; যেমন:- কোনো স্কুলের স্টুডেন্টের অভিভাবক কম দামে বই পাওয়ার জন্য বাংলাবাজার থেকে বই সংগ্রহ করলো; এই বই সংগ্রহের খবরটা স্কুলের বই বিক্রেতা জানতে পারলো, ফলে পরবর্তীতে এই স্কুল আমাদের বই সিলেক্ট করবে না, কারন ব্যবসায় ক্ষতি হয়েছে এবং হবে । অনেক সময় পার্টি এই ধরনের পরীক্ষা করে দেখে এই কোম্পানির সাথে ব্যবসা করা যাবে🤔 ?
সন্দেহ হয় বাংলাবাজারে দুই-একটা কোম্পানী অন্য কোম্পানীর বিরুদ্ধে পরীক্ষা করায় নতুন পার্টি পাওয়ার জন্য । ম্যানেজার বুদ্ধিমান এবং চালাক না হলে অন্য কোম্পানীর কৌশলের কাছে পরাজয়ের সম্ভাবনা খুব বেশি থাকে । (ঘুম নষ্ট করে প্রায় রাত ১টার দিকে এই পোষ্ট দিচ্ছি)

01/01/2024

মূল্য সংশোধনী নিয়ে ন্যায়পরায়ণতা নাই যা কিছু মানুষের মুখে মুখে চলে আসছে । অন্য কোম্পানীরা নিয়ম ভেঙ্গে মূল্য বাড়িয়ে পার্সেন্টিস বেশি দিয়ে বই বিক্রি করে লাইব্রেরী এবং শিক্ষকদের আকৃষ্ট করেছিলো, যার ফলে অন্য কোম্পানীকে তাদের পার্টি হারাতে হয়েছে । নিজের কোম্পানীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্য কোম্পানীর সুযোগ সুবিধার সাথে তাল মিলিয়ে চলতে হয় । মূল্য বাড়ানোর সময় অধিকাংশ কয়েকটা কোম্পানির স্যাম্পল বই রাখা উচিত প্রমাণ হিসেবে; যদি কোন কারণবশত আমাদের দিকে আঙ্গুল তুলে অথবা নিয়ম ভেঙ্গে মূল্য বাড়িয়ে বিক্রির অজুহাতে দোকানে তালা দিতে গেলে অন্য কোম্পানীর বইগুলো দেখিয়ে থামানো যাবে, কারণ সবার জন্য নিয়ম একই হতে হবে ।
শুনা গেছে কারা যেন ৭৫% থেকে ৮০% কমিশন দিয়ে থাকে; আর আমি বলবো এদের মতো কমিশন দিলে কোম্পানীকে ভবিষ্যতে ভিক্ষার থালা হাতে নিতে হবে ! মূল্য বাড়িয়ে বিক্রি করলে বড় কমিশন দেওয়া যায়; বেশি মূল্য বাড়িয়ে বিক্রি করলে জুলুম হবে ।

20/12/2023

বই বাইন্ডিং ম্যানেজারকে বই মার্কেটিং এবং বই বিক্রির কাজে নিয়োজিত করলে লাভ হবে এবং কাউন্টার সংখ্যা বাড়বে । ভিজিটিং কার্ডে এবং বুক লিষ্টে এভাবে পরিচিতি দিতে হবে:- 01××××× (বাইন্ডিং ম্যানেজার) payment লোগো & social লোগো । এভাবে দেওয়ার কারন হলো- বই বিক্রি ম্যানেজার এবং বাইন্ডিং ম্যানেজার এর মধ্যে দক্ষতার পার্থক্য আছে ।
ম্যানেজার নামাজ পড়তে যায় অথবা কোন কারণবশত মৌলিক কাজের জন্য বের হয় সে ক্ষেত্রে দোকানে অথবা বাইন্ডিং কারখানার দরজায় 'নামাজে আছে' অথবা 'একটু অপেক্ষা করুন' লিখে ঝুলিয়ে রাখতে হবে, তা না করলে স্যাররা ভাবে কোম্পানীর দোকান বন্ধ থাকে ।

17/12/2023

মূল্য সংশোধন করা হয় তাই কভারে মূল্য বসানো যাবে না ।
একই কভার দিয়ে দুইটা আলাদা ক্লাসের বই ছাপালে কভারে নাম্বার বসানোর দরকার নাই ।

Address

হাজী আকবর হোসেন বাড়ী, মোমেনবাগ চৌরাস্তা, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা, ১৩৬২ ।
Dhaka
1362

Telephone

+8801777938188

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনি প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category