04/07/2025
📢 বই পৌঁছানোর সেবা — শর্তসাপেক্ষে!
📚 শুধুমাত্র ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার জন্য
আমি মজিবুর রহমান, দীর্ঘদিন ধরে বই বিপণন কাজে যুক্ত। অনেক সময় প্রতিষ্ঠান প্রধানরা জানতে চায়— আমি কি বই পৌঁছিয়ে দিয়ে থাকি ?
হ্যাঁ, আমি শর্তসাপেক্ষে বই পৌঁছিয়ে দিয়ে থাকি। বর্তমানে আমি কেবল আমার আশপাশের জেলার মধ্যে সীমিত ।
🔸 বর্তমান সীমিত জেলা:
📍 শুধুমাত্র নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা ।
🔸 যা যা প্রয়োজন:
✔️ আমার যাওয়া আসার খরচ (অগ্রিম)
✔️ আমার যাতায়াত + সময় + শ্রম + মাল বহনের ঝামেলার মূল্য ।
পরামর্শঃ
🎯আমার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই গ্রহণ করাই সবচেয়ে ভালো হবে ।
⚠️ তবে কিছু প্রতিষ্ঠানে জরুরি প্রয়োজন থাকলে আমি ব্যক্তিগতভাবে বই পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। একে আমি বিশেষ সেবা হিসেবে দেখি।
🧠 বিশ্বাসযোগ্যতা ও নিশ্চয়তা:
আমি নিজেকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে দেখে থাকি, আপনি যদি চান আমার সম্পর্কে যাচাই করতে পারেন ।
💬 টাকা লেনদেন বা বই সংগ্রহের আগে যেকোন অপরিচিত ব্যক্তিকে যাচাই করা সচেতন ও বুদ্ধিমত্তার পরিচয় ।
❓ যদি আপনার কোনো জিজ্ঞাসা বা দ্বিধা থাকে, নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন ।
কারণ আমি বিশ্বাস করি— নিশ্চয়তা খোঁজা হলো বুদ্ধিমানের কাজ ।
💡 আপনার প্রতিষ্ঠানে সৌজন্য সংখ্যা বই (ফ্রি স্যাম্পল বই) আমার দ্বারা পৌঁছানো হয়েছে এবং অতীতে অনেক প্রতিষ্ঠানকে আমি সৌজন্য কপি (ফ্রি স্যাম্পল বই) পৌঁছিয়ে দিয়েছি । তাই আপনি নিশ্চিন্তে আমার প্রতি বিশ্বাস অথবা আস্থা রাখতে পারেন।
🔎 আমার কাজ সম্পর্কে জানার জন্য আপনি এই ফেসবুক পেজ দেখতে পারেন । আশা করছি এই পেজ দেখে আপনার মনে হতে পারে, আমি কখনো কখনো ব্যস্ত থাকি, কারণ বই পৌঁছানো আমার মূল কাজ না, বরং সময় পেলে আমি আমার তরফ থেকে অতিরিক্ত সেবা দিয়ে থাকি ।
📦 বই পৌঁছাতে সময়ের প্রয়োজন । যদি কোম্পানী থেকে কারোর মাধ্যমে তা সম্ভব হয়—তবেই আপনার প্রতিষ্ঠানে বই পৌঁছিয়ে দেওয়া যেতে পারে । তাই আপনার জন্য উত্তম কাজ হলো বই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহন করা । বর্তমানে কোরিয়ার সার্ভিসগুলো এক দুই দিনের মধ্যে বই ডেলিভারি দিয়ে থাকে । সরাসরি এসে আমাদের প্রধান অফিস অথবা শাখা অফিস থেকে বই সংগ্রহ করতে পারবেন ।
(বাংলাবাজার থেকে কম দূরত্বের প্রতিষ্ঠানগুলো এই সেবা দেওয়ার শর্ত রাখে, তাই তাদের জন্য এই পোস্টের সৃষ্টি হয়েছে ।)
📞 যোগাযোগ:
সঠিক বই হাতে পাওয়ার নিশ্চয়তার জন্য কল করুন: 01777938188
আপনার প্রয়োজন ও শর্ত শুনে আমি যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত।
🙏 সকলকে ধন্যবাদ,
— Mojibur Rahman