23/09/2025
📿 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আমার পক্ষ থেকে যদিও একটি আয়াত হয়, তা হলেও পৌঁছে দাও।"
(সহিহ বুখারি, হাদিস ৩৪৬১)
✨ ইসলাম প্রচার করা আমাদের সবার দায়িত্ব।
যে যতটুকু জানে, সে ততটুকুই অন্যকে জানিয়ে দিক। এভাবেই সত্য জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমাদের পেজের মধ্যে ভিডিও এবং পোস্ট আছে। যদি আমরা সকলে এগুলো শুনি এবং অন্যকে শোনার জন্য শেয়ার করে দেই। তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব নিজেও পাবো এবং অন্যের মাধ্যমে পাব। তাই প্রত্যেকটি ইসলামিক ভিডিও কোরআন তেলাওয়াত এবং পোস্ট শেয়ার করে অন্যের কাছে প্রচার করে দ্বীনের দাওয়াতে সাহায্য করি।
আসুন, আমরা সবাই দাওয়াহর কাজে অংশ নিই—
📖 কুরআনের শিক্ষা শিখি ও শিখাই,
🕌 সুন্নাহর আলো ছড়িয়ে দিই,
🤲 আর একে অপরকে নেক কাজের দিকে আহ্বান করি।
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ❤️