Tithi Taaha Apon Dui Boon

Tithi Taaha Apon Dui Boon আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের ২ বোনের পেইজে আপনাকে স্বাগতম🌹🌺ধন্যবাদ🤗❤️

এমন নামের বাবা দিয়ে কি হবে?? যে বাবা সন্তানের জন্ম তারিখ, জন্ম সাল মনে রাখে না। ভুলে যায়। অথচ ভাইয়েস্তা-ভাইয়েস্তিদের জন্...
29/09/2024

এমন নামের বাবা দিয়ে কি হবে??

যে বাবা সন্তানের জন্ম তারিখ, জন্ম সাল মনে রাখে না। ভুলে যায়।

অথচ ভাইয়েস্তা-ভাইয়েস্তিদের জন্মতারিখ,জন্মসাল সবই মনে রাখে আবার পালনও করে ভুলে না।ভাইয়ের বউদের জন্ম তারিখ জন্মসাল,বিবাহবার্ষিকী সবই মনে থাকে আবার পালনও করে।নিজের বাচ্চার কি পছন্দ সেটা না জানলেও বাকী সবার কার কি পছন্দ, কে কি খেতে ভালোবাসে,কিভাবে খায়,কোথায় ঘুরতে যেতে পছন্দ করে, কি পড়তে পছন্দ করে ইত্যাদি সবই মনে গাঁথা। এগুলো কখনো ভুলে না শুধু নিজের সন্তানদের কোনোকিছুই মনে থাকে না। কাকে কোথায়, কখন,কোন সালে কোন ডাক্তার দেখাইছে সেই সব ডুকোমেন্টস ফাইল করে লকারে যত্নসহকারে তুলে রাখে।

নিজের সন্তানকে কবে ডাক্তার দেখাইছে আবার কবে দেখাইতে যেতে বলছে সেটাই মনে রাখে না,ভুলে যায়।
আর ডুকোমেন্টস কোনো খোঁজ থাকে না।

শুধু কি তাই??

পরকীয়া প্রেমীকাদেরও জন্ম তারিখ, সাল মনে থাকে,পালন করতে বা শুভেচ্ছা জানাতেও ভুলে না।

নিজের সন্তানদের বেলায় সবকিছুই ভুলে যায়।

কিন্তু বাকীদের বেলায় কোনো ভুল হয় না, কখনো না।

তাহলে কি বৃদ্ধ বয়সে এই বাবার সন্তানরা সেবা করবে, এই বাবার প্রতি কি কোনো দ্বায়িত্ব পালন করবে।না,করবে না।কারণ যাদের সবকিছু মনে রাখতো,পালন করতো, যাদের কোনোকিছুর বেলায় কোনো ভুল করতো না বা হতো না।তারাই তো তাকে বৃদ্ধ বয়সে কাছে রাখবে,দেখাশুনা করবে সেবাযত্ন করবে। এটাই তো স্বাভাবিক। তাই না।

সব বাবারাই বাবা হয় কিন্তু আদর্শ বাবা হতে যোগ্যতা লাগে। যা কিছু বাবার সেই যোগ্যতা নাই। ২টা খাইতে দিলে,পড়তে দিলে বা থাকতে দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না।কিছু সাইকো বাবারা তাই মনে করে।

নিজের সন্তানের প্রতি অবহেলা, অযত্ন যেই বাবারা করে তার ধ্বংস একদিন হবেই হবে। ইনশাআল্লাহ। রুহের আহ বলে একটা কথা আছে। যা মানুষকে ধ্বংস করতেই যথেষ্ট।

এমন বাবা কোনো সন্তানের না হউক।যে বাবা নিজের সন্তানকে না ভালোবেসে ভাইয়েস্তা-ভাইয়েস্তিদের বেশি ভালোবাসে। যারা তার সন্তানকে ভালোবাসে না যেনেও তাদেরকে ভালোবাসে আর তাদের জন্য সর্বস্ব দিয়ে দেয় তাদের জন্য।
সবার ধ্বংস হবে একদিন।যারা সন্তানের হক নষ্ট করে, সন্তানদের অধিকার থেকে বঞ্চিত করে।

সবকিছু ছাই হয়ে যাবে। ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দিবে না। ইনশাআল্লাহ।

ইয়া রব এইরকম নামের বাবা কোনো সন্তানকে দিও না। এই নামের বাবা দিয়ে কোনো সন্তানের জীবন নষ্ট কইরো না।
আমিন ইয়া রব 🤲সুম্মাআমিন রব্বে কারীম 🤲🤲🤲

29/09/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dhaka
1207

Telephone

+8801976850711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tithi Taaha Apon Dui Boon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tithi Taaha Apon Dui Boon:

Share