Filmy Fanatic

Filmy Fanatic FILMY FANATIC

'নসিব' শিরনামের একটা নাটক দেখলাম, গল্পটা ভিন্নধর্মী এবং গতানুগতিক প্রেম বা পারিবারিক সংকটের বাইরে গিয়ে নির্মাতা তানিম রহ...
10/07/2025

'নসিব' শিরনামের একটা নাটক দেখলাম, গল্পটা ভিন্নধর্মী এবং গতানুগতিক প্রেম বা পারিবারিক সংকটের বাইরে গিয়ে নির্মাতা তানিম রহমান অংশু ভিন্ন কিছু বলা এবং করার চেষ্টা করেছেন আর সেটাতে সফলও হয়েছেন।

ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী ঊর্বী– এই তিনজনের পারফরম্যান্স নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছে। ইয়াশ যথারীতি তার চরিত্রে সুন্দর- সাবলীল অভিনয় করেছে, তানজিন তিশা তার অভিনয়ে ভারসাম্য বজায় রেখেছে আর প্রিয়ন্তী ঊর্বীও গল্পের আবহে নিজেকে মানিয়ে বেশ ভালো করেছে।

সব মিলিয়ে ‘নসিব’ নাটকটি দেখার মতো কাজ। যারা সম্পর্ক, ভালোবাসা আর ভাগ্যের জটিলতায় বিশ্বাস করেন, তাদের জন্য এটা বেশ রিলেটেবল একটা গল্প।

10 Years of this...
10/07/2025

10 Years of this...

Baaghi 4 has wrapped shooting, but the world isn’t ready yet 🫤😒
10/07/2025

Baaghi 4 has wrapped shooting, but the world isn’t ready yet 🫤😒

Emni..😊
09/07/2025

Emni..😊

মাবরুর রশিদ বান্নাহ’র নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাডবাজ পোলাপাইন’ আসছে ইউটিউবে... বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শিক্ষাখাতে যে ...
09/07/2025

মাবরুর রশিদ বান্নাহ’র নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাডবাজ পোলাপাইন’ আসছে ইউটিউবে...

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শিক্ষাখাতে যে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে, তা আমাদের সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে। শিক্ষক সমাজ, যারা একসময় ছিলেন মূল্যবোধ ও ন্যায়ের প্রতীক—তাদের অনেকেই আজ বিবেকহীনতা ও দুর্নীতিতে নিমজ্জিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন পরিণত হয়েছে দুর্নীতির আশ্রয়স্থলে। বছরের পর বছর ছাত্র সমাজকে বঞ্চিত করা হয়েছে সঠিক শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা থেকে। ফলে একটি সম্পূর্ণ প্রজন্ম ধীরে ধীরে বিচ্যুত হয়েছে আদর্শ ও মানবিক মূল্যবোধ থেকে।

সমাজে এর ভয়াবহ নেতিবাচক প্রভাব আমরা গত এক দশক ধরেই প্রত্যক্ষ করছি। এই বাস্তবতাকেই কেন্দ্র করে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ্ নির্মাণ করেছেন চিন্তন ও সচেতনতামূলক স্যাটায়ার প্রজেক্ট “ব্যাডবাজ পোলাপাইন”

নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার শুধু মাত্র
GTV Drama ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে....

RATSASAN Sequel loading...⏳
07/07/2025

RATSASAN Sequel loading...⏳

ইয়াশ রোহান-তটিণী জুটি স্ক্রিনে তাদের বেশ সুন্দর মানায় এবং পারফরম্যান্সও দর্শকমনে জায়গা করে নেয়। তেমনই একটি নাটক "ভালো থে...
07/07/2025

ইয়াশ রোহান-তটিণী জুটি স্ক্রিনে তাদের বেশ সুন্দর মানায় এবং পারফরম্যান্সও দর্শকমনে জায়গা করে নেয়। তেমনই একটি নাটক "ভালো থেকো" আর এখানেও দুজন ফাটিয়ে অভিনয় করেছে।

ইয়াশ রোহান যেন নিজেকে আরও একধাপ ছাপিয়ে গেল। বিশেষ করে ইমোশনাল সিকুয়েন্সগুলোতে তার অভিনয় ছিল এক কথায় অসাধারণ—স্বাভাবিক, প্রাণবন্ত এবং চরিত্রের গভীরতা ধরে রেখেছে। এই নাটকে তার অভিনয় দর্শক খুব সহজেই তার চরিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছে।

তটিণীও তার অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছে, ইয়াশের সঙ্গে তার কেমিস্ট্রি নজরকাড়া এবং দর্শক পছন্দের একটা জুটি। তটিণীও এই কাজে নিজের সেরাটা দিয়ে তার কাজের ছাপ রেখে গেছে।
এই জুটির এমন মানসম্পন্ন কাজের ধারাবাহিকতা বজায় থাকুক।

New Season coming soon.....
07/07/2025

New Season coming soon.....

🎬 Redrum🎥 Vicky Zahed
06/07/2025

🎬 Redrum
🎥 Vicky Zahed

🚨 Frome the trailer of 'DHURANDHAR' 💥
06/07/2025

🚨 Frome the trailer of 'DHURANDHAR' 💥

🔥✨
05/07/2025

🔥✨

"চলো হারিয়ে যাই" নাটকে তৌসিফ-তটিণী জুটির পাশাপাশি খুবই জনপ্রিয় এবং ভালোবাসার একটা জুটিকেও সুন্দর ভাবে উপস্থাপন করেছে নির...
04/07/2025

"চলো হারিয়ে যাই" নাটকে তৌসিফ-তটিণী জুটির পাশাপাশি খুবই জনপ্রিয় এবং ভালোবাসার একটা জুটিকেও সুন্দর ভাবে উপস্থাপন করেছে নির্মাতা রাখি।
আবুল হায়াৎ এবং দিলারা জামানকে অনেকদিন পর স্ক্রিনে দেখে এতোই ভালো লাগছিল কি বলবো, প্রথমে পোস্টারে তাদের দেখে বেশ খুশি হয়েছিলাম। পোস্টার রিলিজের পর থেকেই নির্মাতা রাখি বেশ প্রশংসা পেয়েছেন প্রবীণ এই জুটিকে পর্দায় আবারও ফিরিয়ে।
নাটকের গল্প এবং নির্মান দুটোই বেশ সুন্দর। আবুল হায়াৎ - দিলারা জামান ক্লাসিক জুটির পারফর্মও ছিল সুন্দর। সব মিলিয়ে নাটকটা উপভোগ্য।

🎬 চলো হারিয়ে যাই
🎥 হাসিব হোসাইন রাখি

Address

Mirpur
Dhaka
3920

Telephone

01994039836

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filmy Fanatic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share