
10/07/2025
'নসিব' শিরনামের একটা নাটক দেখলাম, গল্পটা ভিন্নধর্মী এবং গতানুগতিক প্রেম বা পারিবারিক সংকটের বাইরে গিয়ে নির্মাতা তানিম রহমান অংশু ভিন্ন কিছু বলা এবং করার চেষ্টা করেছেন আর সেটাতে সফলও হয়েছেন।
ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী ঊর্বী– এই তিনজনের পারফরম্যান্স নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছে। ইয়াশ যথারীতি তার চরিত্রে সুন্দর- সাবলীল অভিনয় করেছে, তানজিন তিশা তার অভিনয়ে ভারসাম্য বজায় রেখেছে আর প্রিয়ন্তী ঊর্বীও গল্পের আবহে নিজেকে মানিয়ে বেশ ভালো করেছে।
সব মিলিয়ে ‘নসিব’ নাটকটি দেখার মতো কাজ। যারা সম্পর্ক, ভালোবাসা আর ভাগ্যের জটিলতায় বিশ্বাস করেন, তাদের জন্য এটা বেশ রিলেটেবল একটা গল্প।