চিরকুটওয়ালা - Tales of Bengali Fashion

চিরকুটওয়ালা - Tales of Bengali Fashion আসসালামু আলাইকুম

আসুন একটা খেলা খেলি, জয়ী হলে সবাইকে চা খাওয়াব♨️♨️..কে বেশী স্মার্ট বা সুদর্শন পুরুষ??উত্তর  ১ না ২?? !!রুচির কতটা দুর্ভি...
30/07/2025

আসুন একটা খেলা খেলি, জয়ী হলে সবাইকে চা খাওয়াব♨️♨️
..কে বেশী স্মার্ট বা সুদর্শন পুরুষ??

উত্তর ১ না ২??

!!রুচির কতটা দুর্ভিক্ষ হলে দেশের এই অবস্থা হয়!!

23/07/2025

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ৮ জন।

৭ জন না কিন্তু, ৮ জনই। অথচ পেপার, পত্রিকা, বইয়ে আমরা সবসময় পড়েছি ৭ জনের কথা।

মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠ ছিলেন জগতজ্যোতি দাস।প্রচন্ড দক্ষ এবং চৌকস একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। নিজ হাতে গড়া একটা বাহিনীর কমান্ডারও ছিলেন তিনি।

পাকবাহিনীরা তাকে জমের মতো ভয় পেত। তার ভয়ে ভাটি এলাকায় ঢুকতে পারতো না।

জীবনের শেষপর্যন্ত লড়াই করে পরে মিলিটারিদের হাতেই শহীদ হন তিনি। তার মৃত্যুর পর তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছিল।

কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার এই খেতাব টা বাতিল করা হয়। সেই থেকেই আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে ৭ জনকে চিনি, বাকি একজন রয়ে গেছে সবার অগোচরে।

তার বীরশ্রেষ্ঠ খেতাব টা কেন বাতিল করা হয়েছিল জানেন.?

কারণ তিনি ছিলেন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিক, আর্মি পারসন ছিলেন না। শুধুমাত্র সিভিলিয়ান হওয়ায় তার সমস্ত অবদান অস্বীকার করে কেড়ে নেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ খেতাব।

মুক্তিযুদ্ধের বহুবছর পর গতকাল মাইলস্টোনেও ঠিক একই ব্যাপারটাই ঘটলো।

পাইলট তৌকিরের জানাযায় গার্ড অব অনার দেয়া হলো, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো, তাকে হিরো বানানো হলো। করুক তাতে আফসোস নাই।

কিন্তু নিজ সন্তানদের এতিম করে ২০ টা বাচ্চাকে বাঁচানো মাহরীন ম্যাডামের জন্যে কোন রাষ্ট্রীয় সম্মাননা ছিল না, মাসুকা ম্যাডামের মতো সাহসী শিক্ষিকার জন্যে কোন গার্ড অব অনার ছিল না, বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা যাওয়া সবুজা খালার কথা তো ভুলেই গিয়েছে সবাই।

এই মহান সাহসী মানুষগুলোকে কি একটা গার্ড অব অনার দেয়া যেত না? গার্ড অব অনার না দিক একটু রাষ্ট্রীয় সম্মাননা দেয়া যেত না? একটা স্যালুট দিয়ে বুঝানো যেত না তাদের কাছে আমরা কতটা ঋণী।

না-কি পার্থক্যটা সেই সিভিলিয়ান আর আর্মির। বাহিনীর কেউ হলে ঢাকঢোল পিটিয়ে বিশাল সম্মাননা পাবে আর মাহরীন ম্যাডামদের মতো সাহসীরা পড়ে থাকবে অগোচরে।

কারণ তারা সিভিলিয়ান, নিতান্তই সাধারণ মানুষ।

মুক্তিযুদ্ধের এতবছর পরও রাষ্ট্রের এই বৈষম্য শেষ হলো না।
যুগে যুগে এদেশে বহু জগতজ্যোতি দাস, মাহরীন ম্যাডামরা জীবন উৎসর্গ করে দেয় কিন্তু প্রাপ্য সম্মানটা আর পায় না

লেখা- Ibrahim Khalil Shawon

22/07/2025

বিমানের এই দুর্ঘটনায় রাষ্ট্রের চোখে ট্র্যাজেড়ি নায়ক
বিমানের পাইলট ।

তার জানাযায় উপদেষ্টা , তিনবাহিনীর প্রধান , সব রাজনৈতিক প্রধান, উপদেষ্টারা সবাই হাজির ।

ক্যামেরা সেটাপ কইরা সব টেলিকাস্ট হচ্ছে । ছবি ক্লিক হচ্ছে ।

কিন্তু যে মেহরিন ম্যাডাম , ছোট্ট একটা লাইন —

" বাচ্চারা তোমরা দৌঁড়াও, আমি আছি । ভয় পেয়ো না" বলে ২০ জনের জীবন বাঁচাইয়া দিছে নিজে পুড়ে গিয়ে— ওর জানাজায় কাউরে দেখা যায় নি ।

তার দুইটা বাচ্চা আছে , তাদের সান্ত্বনা দিতে কেউ যায় নি ।

অথচ এই মেহরিন ম্যাডামকে যখন তার স্বামী কাঁদতে কাঁদতে জিগাইলো , ' তোমার সন্তানদের কথা একবারও ভাবলা না?

সে শর্টকাট উত্তর দিয়েছিলো , আমার ছাত্ররাও আমার সন্তানের মতোই তো ।

এখন মেহরীন ম্যাডাম রাষ্ট্রের সম্পদ বাঁচাইছে, কিন্তু তার বা্চ্চাদের মাথায় হাত নেই কারো !

যতো বাচ্চা মারা গেছে , এদের জানাযায় না গেছে কোনো উপদেষ্টা , না কোনো সরকারি কর্মকর্তা , না সামরিক বাহিনীর কোনো সদস্য ।

বাসায়ও সান্ত্বনা দিতে কাউরে যাইতে দেখা যায় নি ।

সবাই হাসপাতালে গেছে , কারণ ঐখানে লাইট-ক্যামেরা ছিলো ।

এটাই হইলো এই রাষ্ট্রের দায়বদ্ধতা । এটাই হইলো এই রাষ্ট্রের স্বীকৃতি ।

আর তাই তো এক বাপ সন্তান হারানোর পর বুক চাপড়ে বলে উঠেছিলেন , " আমি এই দেশ ছেড়ে চলে যাবো...

মানুষ কেনো তার মাতৃভূমি ছাইড়া যায়?
প্রশ্ন করুন নিজেরে । উত্তর ও নিজেই খুঁজে নেন ।

আপনার প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা এই দেশের নেই ।

© অনিকেত প্রান্তর - No Man's Land

কনসেপ্ট কৃতজ্ঞতা: আরজু আহমেদ

22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ-হ-ত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, “এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা-রা যাবে”

কিন্তু ছাত্র-টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ-ত-দে-হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, ‘আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা-রা গেছে’

ছাত্র'টি উত্তর দেয়: না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

❝আমি জানতাম বন্ধু তুই আসবি❞

21/07/2025

দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহেরীন মিস আর বেঁচে নেই 💔🇧🇩

21/07/2025

লাশের সংখ্যা লুকানোর চেষ্টা চলছে বলে খবর পাচ্ছি। এখন পর্যন্ত সরকারি তথ্যমতে ১৯ জন মারা গিয়েছে আর আহত হয়েছে ১৬৪ জন।

অথচ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্যমতে মৃতের সংখ্যা আনুমানিক ১০০-১৫০ কিংবা তারও বেশি হতে পারে। আর আহতের সংখ্যাও আরও বেশি। তারা নিজ হাতে প্রচুর লোককে হাসপাতালে ভর্তি করিয়েছে।

তাছাড়া একটা পুরো ক্লাসরুমের সব বাচ্চাই না-কি পুড়ে গিয়েছিল। রুম থেকে বের হতে পারা একটা বাচ্চাও সেরকম জবানবন্দি দিয়েছে। এখনো ৫০+ বাচ্চা নিখোঁজ আছে।

এমনকি প্রধান শিক্ষক বারবার বলছিলেন লাশের সংখ্যা আরও বেশি হবে। এটা বলায় সেনাবাহিনীর লোকজন তার গায়ে হাত তুলতে এসেছিল।

ইন্টেরিম সরকার আপনারা লাশের সংখ্যা লুকাচ্ছেন কেন.? কমাচ্ছেন কেন.? লাশের সংখ্যা কমিয়ে কি বুঝাতে চান আজকের দূর্ঘটনা খুব ছোট কিছু, না-কি বুঝাতে চান দেশটা ঠিক আছে।

একটা মা তার বাচ্চা ছেলের লাশ না পেলে কতটা কষ্ট পাবে সেটা কি আপনারা বুঝতে পারেন.? এসি রুমে বসে হয়তো সেটা আপনারা বুঝতে পারেন না।

এদেশে বেঁচে থেকে অনিরাপদ, মরে গেলেও অনিরাপদ। মরে গেলেও লাশ নিয়ে রাজনীতি চলে, লাশের সংখ্যা কমিয়ে সবকিছু স্বাভাবিক দেখানো হয়।

এদেশে লাশের রাজনীতি বোধহয় কোনদিনও শেষ হবে না। মাঝখান থেকে ভুক্তভোগী হব আমি, আপনি, আমরা। আর সন্তান হারাবে শত শত মাসুম বাচ্চার হতভাগা মায়েরা!

© Ibrahim Khalil Shawon

21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া,শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

© Ibrahim Khalil Shawon

ক্লাস থ্রি’র ছোট্ট ছেলেটা, যার আইডি কার্ডের ছবি সবার টাইমলাইনে ছড়িয়ে গিয়েছিলো সেই জুনায়েত আর নেই! 😞💔
21/07/2025

ক্লাস থ্রি’র ছোট্ট ছেলেটা, যার আইডি কার্ডের ছবি সবার টাইমলাইনে ছড়িয়ে গিয়েছিলো সেই জুনায়েত আর নেই! 😞💔

ভিডিওটা দেখে মনে হইলো , পাইলট  সুযোগ পান নি । নাহয় তিনি লোকালয় থেকে দূরে উড়িয়ে নিয়ে যেতেন।ভিডিওতে দেখা যায় , বিমানটাতে হ...
21/07/2025

ভিডিওটা দেখে মনে হইলো , পাইলট সুযোগ পান নি । নাহয় তিনি লোকালয় থেকে দূরে উড়িয়ে নিয়ে যেতেন।

ভিডিওতে দেখা যায় , বিমানটাতে হঠাৎ করে আগুন ধরে যায় । সাথে সাথে আগুন বিমানে ছড়িয়ে পড়ে ।

সম্ভবত ফুয়েল ট্যাংক থেকেই আগুনের উৎপত্তি।

আজ থেকে ৭ বছর আগেই একই রকম দুর্ঘটনা ঘটেছিলো টাঙাইলের মধুপুরে , মারা যায় লেফটেন্যান্ট আরিফ দীপু ।

এবার বিমানটা নিয়ে বলি ।

আজকে যে বিমান নিয়ে দুর্ঘটনা ঘটেছে , এই চাইনিজ F-7BGI মূলত F-7 এর খানিকটা আপডেট ভার্সন । F-7 আবার রাশিয়ার Mig - 21 এর রেপ্লিকা ।

এই F-7BGI সরাসরি বাংলাদেশের জন্য তৈরী করা হয়েছে । কারণ পৃথিবীর অধিকাংশ দেশ এই বিমান বাতিল করেছে ।

শুনলে অবাক হবেন, এই মডেল মূলত ১৯৬০-৭০ দশকের মডেল । চীন পুরোপুরিভাবে এই মডেলের ব্যবহার বন্ধ করে দিছে ২০১৩ সালে ।

ওদের মিউজিয়ামে এখন এটা শোভা পায় , মজা করছি না , সিরিয়াসলিই বলছি ।

এই চাইনিজ মুড়ির টিন ব্যবহার করে দুর্ঘটনা আমাদের দেশে প্রথম?

নাহ।

২০০৮ সালে টাঙাইলে স্কোয়াড্রন লিডার মোর্শেদ এই বিমান নিয়ে দুর্ঘটনায় পড়েন । প্যারাসুট দিয়ে এজেকট করার পরেও মারা যান ।

২৯ জুন , ২০১৫ তে চট্টগ্রাম পতেঙ্গা সৈকতে তাহমিদ রহমান এই মডেলের বিমান নিয়েই নিখোঁজ হয়ে যান । বিমান ডুবে যায় ।

২০১৮ সালে টাঙাইলের মধুপুরে আবার লেফটেন্যান্ট দীপু প্রশিক্ষণ নেওয়ার সময় হঠাৎ করেই ফুয়েলের ট্যাংকে আগুন ধরে যায় ।

শেষ রক্ষা হয় নি তার ।

আজকে আবার মারা গেলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর...

এই কিছুদিন আগে মায়ানমারে এই মডেলের বিমান দিয়ে দুর্ঘটনায় পড়ে তাদের চারজন সামরিক সেনা মারা যায় ।

এর পরপরই তারা এটির ব্যবহার প্রায় বন্ধ করে দিয়েছে । সীমিত পরিসরে সেফজোনে ইউজ করছে ।

মিসর, নাইজেরিয়া, তানজেনিয়া, সুদান, চিলির মতো দেশগুলোও এই বিমানগুলো শুরুতে নিলেও পরে সবাই বন্ধ করে দেয় একে একে ।

অভিযোগ — কারিগরি ত্রুটি থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হয় ।

ইভেন অংশীদারিত্বে থাকা পাকিস্তান ও এই বিমান নিয়ে দুর্ঘটনার শিকার হয় ৫ বারেরও বেশি , তাদের প্রথম নারী পাইলট ও মারা যায় এই বিমান দুর্ঘটনাতেই ।

অথচ আমরা এই ২০২৫ সালে এসেও এই আনসেফ মুড়ির টিনগুলোই ব্যবহার করছি লোকালয়ের পাশে
প্রশিক্ষণের আন্তর্জাতিক নিয়মবিধি লঙ্গন করে ।

কেনো?

© অনিকেত প্রান্তর - No Man's Land

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পু’ড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পু’ড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

© Sabbir Ahmed

Address

৪২৯/বি, মাটির মসজিদ রোড, চৌধুরী পাড়া, খিলগাঁও
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিরকুটওয়ালা - Tales of Bengali Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies


Other Dhaka media companies

Show All