
23/08/2023
এই রানা সেই রানা
দুজনেই আমাদের বড়পর্দার মাসুদ রানা। দুজনের মাসুদ রানা হবার গল্পে অদ্ভুত মিল আছে। তা হলো দুজনের কারোরই প্রথমে মাসুদ রানা হবার কথা ছিলোনা। তাহলে খুলেই বলি।
মাসুদ পারভেজ রানা তখন 'ওরা এগারজন' সিনেমার প্রযোজক। এরপর ভাবলেন পরিচালনা করবেন। বানাবেন মাসুদ রানা। একটি ঘোষণা দেয়া হলো মাসুদ রানা'র খোঁজে। কমিটিতে যারা ছিলেন শেষদিনে বললেন যাদের পেয়েছি এদের সাথে মাসুদ রানা যাচ্ছেনা। আপনি হবেন মাসুদ রানা। কমিটির সদস্য ও নামকরা সাংবাদিক আহমদ জামান চৌধুরী একটা কাগজে লিখে দিলেন, আজ থেকে পর্দায় আপনার নাম সোহেল রানা। সিনেমাটি মুক্তি পায় চুয়াত্তর সালে। ফলাফল
সবারই জানা।
MR-9: Do or Die সিনেমায়ও মাসুদ রানা করবেন এমন কথা ছিলোনা। একটি ইভেন্ট করা হয় মাসুদ রানা'র খোজে। তখন পর্যন্ত এটি দেশের সিনেমা ছিলো। যখন যৌথ প্রযোজনায় হলিউড যুক্ত হলো তারা অডিশন উন্মুক্ত করলেন। ইভেন্ট এর আবিস্কারের সাথে যোগ দিলেন এবিএম সুমন। হলিউড টিম এবং মাসুদ রানার প্রয়াত কাজী আনোয়ার হোসেনও পছন্দ করলেন তাঁকেই। অবশেষে পরিচালক আসিফ আকবর,বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ সবাই একমত হলেন সুমন হবেন একালের মাসুদ রানা।
বাংলাদেশ,আমেরিকা ও কানাডার একশোর বেশী থিয়েটারে মুক্তি পাচ্ছে MR-9: Do or Die. উত্তর আমেরিকায় পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।
এই মাসুদ রানা না সেই মাসুদ রানা? আপনার মন কার দিকে?
কার্টেসি - Shimul Chowdhury Drubo