Short Film

Short Film বাংলা চলচ্চিত্রের খবর আসুন সিনেমা দেখি, সিনেমা শিখি, সিনেমা বানাই

এই রানা সেই রানাদুজনেই আমাদের বড়পর্দার মাসুদ রানা। দুজনের মাসুদ রানা হবার গল্পে অদ্ভুত মিল আছে। তা হলো দুজনের কারোরই প্...
23/08/2023

এই রানা সেই রানা

দুজনেই আমাদের বড়পর্দার মাসুদ রানা। দুজনের মাসুদ রানা হবার গল্পে অদ্ভুত মিল আছে। তা হলো দুজনের কারোরই প্রথমে মাসুদ রানা হবার কথা ছিলোনা। তাহলে খুলেই বলি।

মাসুদ পারভেজ রানা তখন 'ওরা এগারজন' সিনেমার প্রযোজক। এরপর ভাবলেন পরিচালনা করবেন। বানাবেন মাসুদ রানা। একটি ঘোষণা দেয়া হলো মাসুদ রানা'র খোঁজে। কমিটিতে যারা ছিলেন শেষদিনে বললেন যাদের পেয়েছি এদের সাথে মাসুদ রানা যাচ্ছেনা। আপনি হবেন মাসুদ রানা। কমিটির সদস্য ও নামকরা সাংবাদিক আহমদ জামান চৌধুরী একটা কাগজে লিখে দিলেন, আজ থেকে পর্দায় আপনার নাম সোহেল রানা। সিনেমাটি মুক্তি পায় চুয়াত্তর সালে। ফলাফল
সবারই জানা।

MR-9: Do or Die সিনেমায়ও মাসুদ রানা করবেন এমন কথা ছিলোনা। একটি ইভেন্ট করা হয় মাসুদ রানা'র খোজে। তখন পর্যন্ত এটি দেশের সিনেমা ছিলো। যখন যৌথ প্রযোজনায় হলিউড যুক্ত হলো তারা অডিশন উন্মুক্ত করলেন। ইভেন্ট এর আবিস্কারের সাথে যোগ দিলেন এবিএম সুমন। হলিউড টিম এবং মাসুদ রানার প্রয়াত কাজী আনোয়ার হোসেনও পছন্দ করলেন তাঁকেই। অবশেষে পরিচালক আসিফ আকবর,বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ সবাই একমত হলেন সুমন হবেন একালের মাসুদ রানা।

বাংলাদেশ,আমেরিকা ও কানাডার একশোর বেশী থিয়েটারে মুক্তি পাচ্ছে MR-9: Do or Die. উত্তর আমেরিকায় পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।
এই মাসুদ রানা না সেই মাসুদ রানা? আপনার মন কার দিকে?

কার্টেসি - Shimul Chowdhury Drubo

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়। শুভ্ররা ঘুরতে যাবে...
04/08/2023

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।
শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাপ বুদ্ধি দেয়- 'যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে।
কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চাও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিল দিয়ে দেয়।'
শুভ্র প্রশ্ন করে- 'আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?'
শুভ্রের বাপ বলে- 'না তুমি পার না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়।
তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।'
আমার মনে হয়- এই ইনসাইট শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজ কর্ম করার চেষ্টা করে।
দেখা যায়- যে মানুষ কনসিডার করছে সে সারাজীবন ধরেই কনসিডার করছে। যে মানুষ কোনো একটা সিচুয়েশনে কম্প্রোমাইজ করছে তার উপর গোটা সারাউন্ডিং এর আশা থাকে যে সে তাবত সিচুয়েশনে কম্প্রোমাইজ করে যাবে। মেনে নিবে। পরিস্থিতি সামলাবে। স্যাক্রিফাইস করবে।
বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান। দুগ্ধবতী গাভীর মতো।
কনসিডারেট হওয়ার মূল সমস্যা হল মানুষ বুঝে যায় যে লোকটা কনসিডারেট। দুগ্ধবতী গাভী হতে না চাইলে এটা কখনও মানুষরে বুঝতে দেয়া যাবে না।

14/04/2023

কলিজায় কলিজায় আছো তুমি আমার

03/03/2022

হঠাৎ কেন বদলে গেল মেয়েটির জীবন। কি ছিল সেই ভিডিওতে, ফুল এপিসোড দেখতে চাইলে কমেন্ট করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Short Film posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share