Current News

Current News The Fastest Growing Bangla News Portal Titled Current News Offers To Know Latest News & Local Stories.
(12)

29/06/2025

আপনি জানতেও পারেননি,
আল্লাহ আপনাকে কতবার অদৃশ্য বিপদ থেকে বাচিঁয়েছেন।

-আলহামদুলিল্লাহ

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দি...
25/06/2025

আলজেরিয়ায় একজন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়, যেখানে তিনি তার সারা জীবনের সঞ্চয় হারান। তবে, লোকদের অবাক করে দিয়ে, ক্ষতির জন্য চিৎকার করার বদলে তিনি পানি চাইলেন, ওযু করলেন এবং ২ রাকাত নফল নামাজ আদায় করলেন।

পরবর্তীতে তিনি বললেন, "আমি যদি কাঁদতেই চাই, তাহলে আল্লাহর সামনেই কাঁদব—যিনি আমার হারানো সম্পদের চেয়েও বেশি ফিরিয়ে দিতে সক্ষম।"

➡️"এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই এটি বিনয়ী ছাড়া সবার জন্য কঠিন।" — সূরা আল-বাকারা ২:৪৫

➡️"নবী মুহাম্মদ ﷺ-কে যখনই কোনো বিষয় চিন্তিত করত, তিনি নামাজে মগ্ন হতেন।" — সুনান আবু দাউদ ১৩১৯

24/06/2025

বুদ্ধির পরীক্ষা:

রিয়া সন্ধ্যা বেলা প্রতিদিন চা পান করে ,
রিয়ারা কয় বোন..?

তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতা দেবেন—যদিও মুশরিকরা তা অপছন্...
18/06/2025

তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতা দেবেন—যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

মহান আল-কুরআন

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। উনি ইসলামী সর্বোচ্চ শিক...
18/06/2025

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। উনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে। তার উপাধী আয়াতুল্লাহ যা ফিকাহবিদ/ মুজতাহিদ/ আল্লামা সমতূল্য। তাছাড়াও সব থেকে বড় কথা

তিনি নবী সাঃ এর ৩৮ তম বংশধর। মাশাল্লাহ! 🤍🤍

নবী সাঃ এর দৌহিত্র ইমাম হুসাইন রাঃ এর ছেলে ইমাম জয়নাল আবেদীন এর বংশধর। উনার মাথায় কালো পাগড়ী তাঁর চিহ্ন বহন করে। উনি শিয়া মাজহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন। যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহহরমে শরীর থেকে রক্ত না ঝরানো, সকল মাজহাবের মুসলিম একই মসজিদে নামাজ পরার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে।

আল্লাহ বিজয় দান করুন, আমিন ❤️

18/06/2025

৪০ জন আমিন বললে নাকি দোয়া কবুল হয় আল্লাহ ই*রা'নে*র বি'জ''য় তুমি কবুল করো সবাই আমিন বলে শ'রীক থাকুন..!!

18/06/2025

ই'সরায়েলের অবস্থা খারাপ। যু'দ্ধের ঘোষণা দিল খামেনি। মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৩০টি ক্ষেপণা'স্ত্রের আঘাত।

ইতিহাসে লেখা থাকবে!যখন ই'হু'দিদের ভয়ে মুসলিম দেশের শা'স'ক'রা চুপ হয়ে আছেন, তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি মা...
17/06/2025

ইতিহাসে লেখা থাকবে!
যখন ই'হু'দিদের ভয়ে মুসলিম দেশের শা'স'ক'রা চুপ হয়ে আছেন, তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি মাথা নত না করে একাই ল'ড়াই করে যাচ্ছেন ই'হু'দিদের বি'রু'দ্ধে.!
মহান আল্লাহ আপনার প্রতি সহায় হোক আমিন।

17/06/2025

স্বর্ণ, টাকা বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান হবে যে জিনিস

17/06/2025
31/05/2025

পবিত্র ঈদুল আজহা কতো তারিখ?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার দুপুর ২:০৫ মিনিটে জাপানের টোকিওতে পৌঁছান, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে। জাপানে...
28/05/2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার দুপুর ২:০৫ মিনিটে জাপানের টোকিওতে পৌঁছান, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

Address

Baridhara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Current News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share