
14/06/2025
শুধু মাত্র কথার ওপর ভিত্তি করে মানুষ তার সপ্ন বুুনে। কথার ওপর ভিত্তি করে ১ যুগের সপ্ন পূরণেও সপ্ন দেখে।কথাতেই ভাঙ্গা, কথাতেই গড়া।
মানুষ কয়৷ কুত্তার সাথে রুটি ভাগ করে খেলে নাকি প্রেমে পড়ে যায়।৷ অনেকে বলে ভালবাসি তুমি বুঝতে পারো না আমি এমনই। এসব ভন্ডামি অনেক হইছে। জগতে ভালবাসায় একমাত্র জিনিস যা প্রকাশ না করলেও প্রাকাশ পায়,উপলব্ধি করা যায়। পোষা বিড়ালের চাহনি, পায়ে লেজ ঘষাঘষিতেই বিনা বাক্যে প্রকাশ পায় ভালবাসা। অযত্নে ঘরের কোনার নিমগাছ টা এক সময় মারা যায় আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। সুযোগ? সুযোগ যোগ্য মানুষকে দেওয়া উচিৎ যারা সুযোগের মুল্য বোঝে। বারবার সুযোগের নামে গেইম খেলে না।
কিি? ঠিক পাওয়া যায়? আমি চেয়েছিলাম বলেই অবহেলার পরেও অভিনয় চলছিল..
ভুল মানুষকে তাড়াহুড়ো করে জীবনের সুতোয় বাঁধার চেয়ে সময় নিয়ে সঠিক মানুষ খোঁজা ভাল।
It'll be last post🖤