Actors Equity Bangladesh

Actors Equity Bangladesh This is an Official Page of Actors Equity Bangladesh
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ This is an Official Page of Actors Equity Bangladesh.

27/07/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/07/2025
ATN বাংলার ২৯তম জন্মদিনে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর পক্ষ হতে শুভেচ্ছা।- Actors Equity EC
15/07/2025

ATN বাংলার ২৯তম জন্মদিনে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর পক্ষ হতে শুভেচ্ছা।
- Actors Equity EC

"অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ" এর নতুন সদস্য তালিকাভুক্তির দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার সম্পন্ন হলো।সম্মানিত বিচারক মন্ডলীর দায...
12/07/2025

"অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ" এর নতুন সদস্য তালিকাভুক্তির দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার সম্পন্ন হলো।

সম্মানিত বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন শ্রদ্ধাভাজন আফজাল হোসেন, সুভাশিষ ভৌমিক, শামীম জামান, গোলাম ফরিদা ছন্দা এবং ফারহান আহমেদ জোভান। আপনাদের মূল্যবান সময় দিয়ে সাংগঠনের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

Actors Equity EC
Actors Equity Bangladesh

"অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ" এর নতুন সদস্য তালিকাভুক্তির প্রথম ধাপের সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হলো।Actors Equity EC
05/07/2025

"অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ" এর নতুন সদস্য তালিকাভুক্তির প্রথম ধাপের সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হলো।
Actors Equity EC

অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী সমু চৌধুরীর মাজারে অবস্থানের কিছু ছবিকে কেন্দ্র করে বিভিন্ন ...
13/06/2025

অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী সমু চৌধুরীর মাজারে অবস্থানের কিছু ছবিকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের তথ্য বা সংবাদ প্রচারিত হওয়ায় দিনভর একধরণের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিলো যা একজন শিল্পীর জন্য এবং শিল্পী পরিবারের জন্য অত্যন্ত বিব্রতকর।
তৈরি হতে থাকে নানান সোস্যাল জাজমেন্ট। এহেন পরিস্থিতিতে অবাধ সোস্যাল ট্রায়াল যেন আরো বৃদ্ধি না পায় তাই অভিনয়শিল্পী সংঘ থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয় এবং জানা যায় তিনি সুস্থ আছেন। কিন্তু চারিদিকে প্রচুর উৎসাহী মানুষ এবং নানারকম ক্যামেরা প্রতিনিয়ত তাকে ভাইরাল করে দিচ্ছে।
তাৎক্ষণিকভাবে আমাদের একজন স্থানীয় সহকর্মীকে তাঁর নিকট প্রেরণ করা হয়। অতি দ্রুততার সহিত স্থানীয় পুলিশ প্রশাসন ও তাঁর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। দ্রুততর সময়ে তাকে সেখান থেকে সরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়।অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল মাজার স্থলে গিয়ে হাজির হন। প্রায় মধ্যরাতে পরিবারের সদস্যরাও পৌছে যান।
সমু চৌধুরী ভালো আছেন। সুস্থ আছেন। প্রায় শেষ রাতের দিকে তিনি তার পরিবার ও অভিনয় শিল্পী সংঘ পরিবারের সদস্যদের সাথে ঢাকায় ফিরেন এবং প্রয়োজনীয় কিছু কাজ সেরে যশোরে উনার মা'র কাছে রওনা দেন এবং ইতোমধ্যে পৌঁছে গেছেন।
একজন অভিনয়শিল্পীর ব্যক্তিগত জীবন পুঁজি করে তৈরি হওয়া বিভ্রান্তি ও নানারকম সোস্যাল জাজমেন্ট অভিনয়শিল্পী পরিবাবের জন্য অস্বস্তিকর, এই উপলব্ধিতে দ্রুততর সময়ে সমু চৌধুরীর পাশে দাড়িয়েছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার চেস্টা করেছে অভিনয়শিল্পী সংঘ । সবাইকে নানা রকম বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমরা সবাই তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবন কামনা করি। আমরা সবাই এক পরিবার। জয় হোক শিল্পীর। জয় হোক শিল্পের। জয় হোক অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

06/06/2025

এ্যাক্টর'স ফ্যামিলী ডে ও অভিষেক-২০২৫ অনুষ্ঠান হাইলাইটস | Actor's Equity Bangladesh | Program Highlight | Entertainment |

'শিল্পীর পাশে শিল্পী'প্রিয় সহকর্মী,শুভেচ্ছা জানবেন। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর সম্মানিত সদস্য নুরুজ্জামান মিথুন এর পা...
03/06/2025

'শিল্পীর পাশে শিল্পী'
প্রিয় সহকর্মী,
শুভেচ্ছা জানবেন। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর সম্মানিত সদস্য নুরুজ্জামান মিথুন এর পাঁচ বছরের আদরের কন্যা সন্তান দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চেন্নাই তে চিকিৎসধীন আছে। প্রিয় সন্তানের এমন চিকিৎসার ব্যায়ভার বহন করা তাঁর পক্ষে রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে প্রিয় সহকর্মীর পাশে থাকতে চাই। সহযোগিতা পাঠাতে পারবেন সাংগঠনিক বিকাশ নাম্বার: 01713-076742 অথবা
ব্যাংক হিসাব নম্বর: ACTORS EQUITY BANGLADESH
A/C NO : 1301010013775
মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, বনানী শাখা।

সবার সার্বিক কল্যাণ ও নিরাপদ জীবন কামনা করছি। জয় হোক মানবতার। জয় হোক অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের।।

সূচনা সিকদার
আইন ও কল্যাণ সম্পাদক
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

30/05/2025

প্রিয় অভিনয়শিল্পী,
শুভেচ্ছা জানবেন। আগামীকাল ৩১ মে ২০২৫, রোজ শনিবার, এ্যাক্টর'স ফ্যামিলী ডে ও অভিষেক অনুষ্ঠান ২০২৫। উক্ত আয়োজনে আপনার উপস্থিতি আমাদের করবে আনন্দিত ও অনুপ্রাণীত ।

আজাদ আবুল কালাম
সভাপতি
রাশেদ মামুন অপু
সাধারণ সম্পাদক
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

27/11/2024

নৃত্য ও গীতের এক অপূর্ব মিলন | অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর অনুষ্ঠান দেখুন | বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত এর 'রবি পথ-কর্মময় ৮০' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

Address

House: 110/A, Road: 2, Block: A, Niketon, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Actors Equity Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Actors Equity Bangladesh:

Share

Category