30/11/2025
সখীপুরে বাবাকে হ-ত্যা-র দায়ে এক যুবককে মৃ-ত্যু-দ-ণ্ড দিয়েছেন আদালত।
আজ (৩০ নভেম্বর) রোববার দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান।
দণ্ডপ্রাপ্ত ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান উপজেলার দারিপাকা পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ওয়াহেদ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি নে-শা-র টাকার জন্য দুপুরে তার মাকে মা-র-পি-ট করেন। পরে বাবা তার মাকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন। রাতে বাবাকে (৬৫) বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে পি-টি-য়ে হ-ত্যা করেন ওয়াহেদ।
পর দিন আব্দুস সামাদের ভাই আব্দুস রশীদ মিয়া বাদী হয়ে ওয়াহেদকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ ওয়াহেদকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে সখীপুর থানার এসআই সুকান্ত রায় ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ১ জানুয়ারি আদালত ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় ১২ জন সাক্ষ্য দেন। আইনজীবী শফিকুল ইসলাম বলেন, বিচারক আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।