সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24

সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 টাঙ্গাইল-সখীপুরের ২৪ ঘন্টার খবর 🔺 টাঙ্গাইল সখীপুরের খবর ২৪/৭ — সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আপনার পাশে। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেইজে 🔺
(2)

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু'কে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে...
16/09/2025

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু'কে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: জেলা বিএনপি, টাঙ্গাইল।

16/09/2025

16/09/2025

সখীপুরে ডায়ালাইসিসের রোগীর জন্য জরুরি ভিত্তিতে ৪ ব্যাগ ও নেগেটিভ র--ক্তে--র প্রয়োজন।
র-ক্ত-দানের স্থান: সখীপুর।
রক্তদানের সময়: ১৭ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর।
যদি কারো পরিচিত ডোনার থাকে প্লিজ নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন:
01866300466

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইভা...
16/09/2025

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার , বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিকের মেডিসিন কর্ণারকে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ভূইয়া মেডিসিন কর্ণারক্র ৪ হাজার টাকা ও সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

16/09/2025

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকেরগত শনিবার নিজ কর্মস্থল সাভারের আল-মুসলিম গার্মেন্টসে যাওয়ার পথে নিখোঁজ হন সখীপুরের ...
16/09/2025

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

গত শনিবার নিজ কর্মস্থল সাভারের আল-মুসলিম গার্মেন্টসে যাওয়ার পথে নিখোঁজ হন সখীপুরের সোলায়মান হোসাইন(২২) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন পার করছে।

নিখোঁজ সোলাইমানের উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল-মুসলিম গার্মেন্টস এর এজিএম।

সে সাভারের গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার ভাড়া বাসায় থাকতেন।

নিখোঁজের দিন শনিবার দুপুরে কর্মস্থল থেকে দুপুরের খাবারে জন্য বের হন সোলায়মান। এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

চাচা হামিদুল ইসলাম জানান, বের হওয়ার আগে সে কর্মস্থলে সে স্বাভাবিকভাবেই ছিলো। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতে বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে সন্ধ্যায় ফোন করি, তখন থেকেই ফোন বন্ধ পাই। তিনি আরও বলেন, এ বিষয়ে সাভার থানায় একটি জিডি করি (জিডি নম্বর-১২৫৫)।

চাচা হামিদুল ইসলাম ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।

বাবা ইসমাইল হোসেন বলেন,আমার ছেলের কোনো শত্রু নেই। তার মতো সৎ মানুষকে কেউ কেন কষ্ট দেবে জানি না। আমি শুধু চাই, আমার বাবা নিরাপদে ফিরে আসুক। আমরা খুব দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে জানতে চাইলে জিডির তদন্তকারী কর্মকর্তা, সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।

16/09/2025

জীবনের শেষ প্রান্তে এসে না আছে ভরসার মানুষ, না আছে তিনবেলা খাবারের নিশ্চয়তা। পঙ্গু ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মা।
তার দিন-রাত প্রতিদিন কাটছে অর্ধাহারে-অনাহারে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আন্দি পূর্ব পাড়া এলাকার বাসিন্দা শাহিনূর বেগম।
জানা যায়, ১০ মাস বয়সী ছেলে মিল্টন ও তার মাকে ফেলে চলে যান তার বাবা মো. মোস্তফা। বর্তমানে দ্বিতীয় বিয়ে করে সৌদি প্রবাসে থাকলেও একটিবারের জন্য খোঁজ নেননি ছেলের।
এদিকে ২ বছর আগে একমাত্র ছেলে মিলটন মোটরসাইকেল দুর্ঘটনায় দুটি পা ভেঙে যায়। মানুষের কাছে চেয়ে প্রায় দেড় বছর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিলেও এখনো সুস্থ হতে পারেনি মিল্টন। তার দুই পায়ে রড বসানো হয়েছে। ডাক্তার জানিয়েছেন মিলটনের পায়ে অপারেশন করাতে হবে।
এদিকে মা শাহিনূর বেগমের মাথার উপর ছাদ থাকলেও নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা। ক্ষুধা নিবারণে আশপাশের বাড়ি থেকে খাবার সংগ্রহ করেই কোনো রকমে বেঁচে আছেন তিনি।
জানতে চাইলে শাহিনূর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে দুই বছর ধরে ছেলেটা বিছানায় পড়ে আছে। মানুষের কাছে চেয়ে ওর চিকিৎসা করাতে করাতে আজ আমি ক্লান্ত। কেউ যদি আমার ছেলেটাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতো আমি সারাজীবন তার বাড়িতে কাজ করে ঋণ পরিশোধ করতাম।
এমন অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতার আহবান জানিয়েছেন মিলটনের পরিবার।
মোবাইল:
01727-434216
Personal Bkash/Nagad
(মিলটন/তার মা)

জাকসু নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের " কার্যকরী সদস্য" নির্বাচিত হয়েছেন সখীপুরের  কামরুল হাসান।তার বাড়ি ...
16/09/2025

জাকসু নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের " কার্যকরী সদস্য" নির্বাচিত হয়েছেন সখীপুরের কামরুল হাসান।

তার বাড়ি উপজেলার কালিদাস গ্রামে। সে ওই গ্রামের মুজাহিদ ইসলামের(রায়হান) ছেলে।
কামরুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র।

১৬/০৯/২০২৫

15/09/2025

সখীপুরে দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকারের ৪৭ তম মৃ--ত্যু--বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

15/09/2025

দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ...
15/09/2025

দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতার ৪৭তম মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।
আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সখীপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া।
এসময় প্রতিষ্ঠান প্রধান কেবিএম খলিলুর রহমান,সাবেক সিনিয়র শিক্ষক ফজলুল হক, শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শেখ মেনন, শেখ হাসনাত শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

15/09/2025

15/09/2025

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সোহেলের।


টাঙ্গাইল যৌ-ন-প-ল্লী  থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রে-প্তা-র  ...
15/09/2025

টাঙ্গাইল যৌ-ন-প-ল্লী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রে-প্তা-র করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌ-ন-প-ল্লী থেকে গ্রে-প্তা-র করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মা-ম-লা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

15/09/2025

সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৫উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লা...
15/09/2025

সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৫

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী, থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আরো অনেকে।

15/09/2025

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ...
15/09/2025

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং
প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

২০২১ সালে বাংলাদেশে টাইফয়েড জ্বরে প্রায় আট হাজার মানুষ মৃত্যুবরণ করে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

টাইফয়েড থেকে শিশুকে সুরক্ষিত রাখতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন চলমান রয়েছে।

Address

Sakhipur, Tangail
Dhaka
1951

Telephone

+8809638288942

Website

https://lifextechnology.com/

Alerts

Be the first to know and let us send you an email when সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24:

Share