সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24

সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 টাঙ্গাইল-সখীপুরের ২৪ ঘন্টার খবর 🔺 টাঙ্গাইল সখীপুরের খবর ২৪/৭ — সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আপনার পাশে। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেইজে 🔺
(4)

সখীপুরে বাবাকে হ-ত্যা-র দায়ে এক যুবককে মৃ-ত্যু-দ-ণ্ড দিয়েছেন আদালত।আজ (৩০ নভেম্বর) রোববার দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা...
30/11/2025

সখীপুরে বাবাকে হ-ত্যা-র দায়ে এক যুবককে মৃ-ত্যু-দ-ণ্ড দিয়েছেন আদালত।

আজ (৩০ নভেম্বর) রোববার দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান।

দণ্ডপ্রাপ্ত ওয়াহেদ আলী ওরফে ওয়াহেদুজ্জামান উপজেলার দারিপাকা পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ওয়াহেদ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি নে-শা-র টাকার জন্য দুপুরে তার মাকে মা-র-পি-ট করেন। পরে বাবা তার মাকে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন। রাতে বাবাকে (৬৫) বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে পি-টি-য়ে হ-ত্যা করেন ওয়াহেদ।

পর দিন আব্দুস সামাদের ভাই আব্দুস রশীদ মিয়া বাদী হয়ে ওয়াহেদকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ ওয়াহেদকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে সখীপুর থানার এসআই সুকান্ত রায় ২০২৪ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ১ জানুয়ারি আদালত ওয়াহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় ১২ জন সাক্ষ্য দেন। আইনজীবী শফিকুল ইসলাম বলেন, বিচারক আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

30/11/2025

আযম খানের কথা উঠিয়ে নেওয়ার অনুরোধ জানালেন সালাউদ্দিন আলমগীর রাসেল।

সখীপুরের কচুয়া হানিফ বাউলের (উরস) গান উপলক্ষে পাশে নানা রকমের দোকানের মেলা।কিন্তু  একটি মহিলার সুস্পষ্ট অভিযোগের কারণে ম...
30/11/2025

সখীপুরের কচুয়া হানিফ বাউলের (উরস) গান উপলক্ষে পাশে নানা রকমের দোকানের মেলা।
কিন্তু একটি মহিলার সুস্পষ্ট অভিযোগের কারণে মেলাটি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

30/11/2025

আপনার ভোটে শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারণ হবে বাসাইল সখীপুরের ভবিষ্যৎ। তাই যোগ্য নেতৃত্বে সমর্থন দেওয়ার আহবান জানালেন সাল...
30/11/2025

আপনার ভোটে শুধু জনপ্রতিনিধি নয়, নির্ধারণ হবে বাসাইল সখীপুরের ভবিষ্যৎ। তাই যোগ্য নেতৃত্বে সমর্থন দেওয়ার আহবান জানালেন সালাউদ্দিন আলমগীর রাসেল।

30/11/2025

🌐 সখীপুরে শুরু হচ্ছে ৪/৬ মাসব্যাপি
“ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ – ২০২৬”

এই ট্রেনিং ‘Learning to Earning’ মডিউলে চলবে—যেখানে অনলাইনে চাহিদাসম্পন্ন ৫টি স্কিল শেখা থেকে শুরু করে আয়ের পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুরো গাইডলাইন দেওয়া হবে।
সেমিনারটি সবার জন্য উন্মোক্ত থাকবে।

🎯 কে অংশ নিতে পারবে?
১৮–৪৫ বছর বয়সী যেকোনো ব্যক্তি—
✔ ছাত্রছাত্রী
✔ কর্মজীবী
✔ গৃহিণী
✔ চাকরিপ্রার্থী ও বেকার
✔ স্কিল আপগ্রেড করতে আগ্রহীরা

📌 কেন করবেন এই ট্রেনিং?
• ভবিষ্যৎ-প্রস্তুত স্কিল
• প্র্যাকটিক্যাল প্রজেক্ট
• ক্যারিয়ার-ফোকাসড গাইডলাইন
• লোকাল + গ্লোবাল মার্কেটপ্লেসে কাজের প্রস্তুতি
• ঘরে বসে আয়ের সুযোগ

📩 আসন সংখ্যা সীমিত — আজই রেজিস্ট্রেশন করুন!
📱 WhatsApp: 01303-874245
📝 গুগল ফরম কমেন্টে দেয়া আছে।

সালাউদ্দিন আলমগীর রাসেলের উপহার (শীতবস্ত্র) পাচ্ছে হাজারো মানুষ।আজ ৩০ নভেম্বর(রবিবার) সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ই...
30/11/2025

সালাউদ্দিন আলমগীর রাসেলের উপহার (শীতবস্ত্র) পাচ্ছে হাজারো মানুষ।

আজ ৩০ নভেম্বর(রবিবার) সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি, বৈলারপুর, গড়বাড়ি, মহানন্দপুরসহ বিভিন্ন জায়গায় এসব উপহার বিতরণ করা হচ্ছে।

সপ্তাহব্যাপী বাসাইল-সখীপুর উপজেলার অন্তত
দেড় লাখ মানুষ পর্যায়ক্রমে এ উপহার পাচ্ছে।

30/11/2025

আমি নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে বাসাইল-সখীপুরের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।এড. আহমেদ আযম খান।
30/11/2025

আমি নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে বাসাইল-সখীপুরের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।
এড. আহমেদ আযম খান।

30/11/2025

সড়ক দূ*র্ঘ*টনায় দুই হাত ভে/ঙে গু"রু"তর আ/হ/ত বানিয়ারছিটের যুবক সোহেল—টাকার অভাবে চিকিৎসা বন্ধ
01304992510
সোহেল, বিকাশ - নগদ

29/11/2025

খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন সালাউদ্দিন আলমগীর রাসেল।

29/11/2025

প্রতিবন্ধী শারমিন শিলার মনের ইচ্ছার কথা শুনলেন সালাউদ্দিন আলমগীর।
পড়াশোনায় করবেন অর্থ সহায়তা....!!!!

নে--শা খাইয়ে সর্বস্ব লুটে নিল দু-র্বৃ-ত্ত-রা।★শামীম (২৬)। পিতা ওয়াজেদ আলী বাড়ি জোড়দিঘী বাজারের পাশেই। চাকরি করেন জোড়দ...
29/11/2025

নে--শা খাইয়ে সর্বস্ব লুটে নিল দু-র্বৃ-ত্ত-রা।
★শামীম (২৬)। পিতা ওয়াজেদ আলী
বাড়ি জোড়দিঘী বাজারের পাশেই। চাকরি করেন জোড়দিঘী বণিক সমিতির কালেক্টর পদে। বণিক সমিতির হালখাতা উপলক্ষে গ্রাহকদের কাছে চিঠি বিলাতে আজ দুপুরে তিনি বাড়ি থেকে বের হন। দু-র্বৃ-ত্ত-রা শামীমকে নেশা খাইয়ে কুতুবপুর বাজারে ফেলে যায়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তাফা কামাল জানান, তিনি অচেতন অবস্থায় আছেন। স্বজনেরা কিছু বলতে পারছে না। তাকে টাঙ্গাইল রেফার্ড করা হচ্ছে। শামীমের প্রতিবেশী
চাচাতো ভাই মোস্তফা কামাল জানান, শামীমের পকেটে মোবাইল ও কয়েক হাজার টাকা ছিল। তার একটি পকেটে ১০০০ টাকা পাওয়া গেছে।

সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু, দাড়িয়াপুর, আকন্দপাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন সালাউদ্দিন আলমগীর রাসেল।
29/11/2025

সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু, দাড়িয়াপুর, আকন্দপাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন সালাউদ্দিন আলমগীর রাসেল।

Address

Sakhipur, Tangail
Dhaka
1951

Telephone

+8809638288942

Website

https://lifextechnology.com/

Alerts

Be the first to know and let us send you an email when সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24:

Share