Nahid 2.0 আজকের বাংলাদেশ

Nahid 2.0 আজকের বাংলাদেশ keep your face always toward sunshine � and shadows will fall behind you .....
(1)

30/10/2025

গণভোট কবে হবে এটা নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে: আসিফ নজরুল
সূত্র: প্রথম আলো
Muhammad Safwan ফরহাদ খান Walk With Sohel Akhi Chowdhury Mosammat Taslima Tasfia Taher Riddhi Kumkum Afroja Khanom Monira Nila's World Imran Khan Sukhi Rahaman Sani Chowdhury Adv Shahanaj Akter Nasirul Islam Rubel Akhi fashion MD Aslam Mollah Apple Mahmud Sabina’s World MD Dulal Safia Akter Sabina Yeasmin Panna

NEWS Update সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়  ের
30/10/2025

NEWS Update
সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার ৭ ছাত্রীসহ ৮ জন হাসপাতালেপ্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫ ১২:৫৪ | আপডেট: বৃহস্পতিবার...
30/10/2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার ৭ ছাত্রীসহ ৮ জন হাসপাতালে
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫ ১২:৫৪ | আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১৩:০৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার ৭ ছাত্রীসহ ৮ জন হাসপাতালে দুর্ঘটনাটি এ মাদরাসায় ঘটেছে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদে পড়ে যাওয়া কাপড় স্টিলের পাইপ দিয়ে টেনে আনার সময় একটি মাদরাসার সাত ছাত্রী ও একজন আয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। রাতে অসুস্থ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

আহতরা হলেন-নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), আফরিন, তাইবা, ভাদুঘর এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান (০৫) এবং মাদরাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।

স্থানীয় লোকজন ও মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মাদরাসার চারতলা থেকে বাইরে একটি কাপড় বিদ্যুতের তারের ওপর পড়েছিল। আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিলেন। লম্বা পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুতের তারে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। সেই স্ফুলিঙ্গ রুমের ভেতরে থাকা আয়া ও ছাত্রীদের গায়ে লাগলে তারা আহত হন। পরে স্থানীয়রা আহতদের প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
সূত্র: ইন্টারনেট
ের



 ের বাংলাদেশ সূত্র: প্রথম আলো       today
30/10/2025

ের বাংলাদেশ
সূত্র: প্রথম আলো



today

আপনার মতামত কি????    news
30/10/2025

আপনার মতামত কি????


news

30/10/2025

আলহামদুলিল্লাহ, রোজা ১৮/০২/২০২৬ ইংরেজি তারিখ শুরু হবে ❤️ fans ফরহাদ খান Muhammad Safwan Walk With Sohel Akhi Chowdhury Mosammat Taslima Tasfia Taher Riddhi Kumkum Afroja Khanom Monira Nila's World Imran Khan Sukhi Rahaman Sani Chowdhury Adv Shahanaj Akter Nasirul Islam Rubel Akhi fashion MD Aslam Mollah Apple Mahmud Sabina’s World MD Dulal Safia Akter

আড়ংয়ে কেনাকাটার সময় আপনাকে নিজের ব্যাগ আনতে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে নিজের ব্যাগ আনলে এবং ১০০ টাকা বা তার বেশি মূল্...
29/10/2025

আড়ংয়ে কেনাকাটার সময় আপনাকে নিজের ব্যাগ আনতে উৎসাহিত করা হচ্ছে। এখন থেকে নিজের ব্যাগ আনলে এবং ১০০ টাকা বা তার বেশি মূল্যের (ভ্যাট ব্যতীত) কেনাকাটা করলে, প্রতি ইনভয়েসে পাবেন ১৫ টাকা ক্যাশব্যাক। শর্ত প্রযোজ্য ।

সূত্র: আড়ং

জিকির করতে করতে মারা যান বিশ্বজয়ী হাফেজ ত্বকিকুমিল্লার মুরাদনগরের প্রতিভাবান কোরআনে হাফেজ সাইফুর রহমান ত্বকি ডেঙ্গুতে আক...
29/10/2025

জিকির করতে করতে মারা যান বিশ্বজয়ী হাফেজ ত্বকি

কুমিল্লার মুরাদনগরের প্রতিভাবান কোরআনে হাফেজ সাইফুর রহমান ত্বকি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মারা গেছেন। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

জিকির করতে করতে মারা যান বিশ্বজয়ী হাফেজ ত্বকি

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে ত্বকির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশ্বজয়ী কারি হাফেজ সাইফুর রহমান ত্বকির বাবা মাওলানা বদিউল আলম।

জানাজার আগে তিনি উপস্থিত মানুষের উদ্দেশে ছেলের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন। ত্বকির বাবা বলেন, ‘আমার ছেলে হাসপাতালের আইসিউতে যতটুকু প্রাণশক্তি ছিল, তা দিয়ে আল্লাহর জিকির করেছে। আমি বেডের পাশে দাঁড়িয়ে তার মুখে জিকিরের শব্দ শুনেছি। তখন আমি আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যদি আমার ছেলের আয়ু শেষ হয়ে থাকে, তবে তাকে ঈমানের সঙ্গে কবুল করে নিন। ত্বকি জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে ইসলামী আদর্শ মেনে জীবন যাপন করেছে। তার মৃত্যুতে কষ্ট পেয়েছি, কিন্তু জানি আমার রবের সন্তুষ্টিই সর্বোচ্চ। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করেছি। আমি নিজ হাতে তাকে সাদা কাফনে মুড়িয়ে বাড়ি এনেছি, কাঁধে নিয়েছি, জান্নাতে পৌঁছে দেয়ার ও তার রদেহবাহী অ্যাম্বুলেন্সটি যখন তার গ্রামের বাড়ি ডালপা গ্রামে পৌঁছায়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়। প্রিয় এই কারির জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজারও মানুষ। জানাজা শেষে রাত ১০টার দিকে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজন ও শিক্ষকরা জানান, ত্বকি কোরআনের হিফজ সম্পন্ন করেন ঢাকার বিখ্যাত মারকাযুত তাহফিজ থেকে। তিনি একাধিকবার ওই প্রতিষ্ঠানের কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। পরবর্তীতে নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

দেশ-বিদেশে কোরআন তেলাওয়াতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন হাফেজ ত্বকি। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বিজয় অর্জন করেন। এছাড়া এনটিভিতে প্রচারিত ‘কুরআনের আলো’ অনুষ্ঠানসহ দেশব্যাপী বহু প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্ম নেন হাফেজ ত্বকি। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক। পাঁচ ভাইয়ের মধ্যে ত্বকি ছিলেন বড়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে শোক ও স্মৃতিচারণার ঢল।
#সময়নিউজ

তারেক রহমানের সঙ্গে বৈঠকে ‘ঐক্যের বার্তা’ পেলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা        #কালেরকন্ঠ
29/10/2025

তারেক রহমানের সঙ্গে বৈঠকে ‘ঐক্যের বার্তা’ পেলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা






#কালেরকন্ঠ

সালমান শাহ হত্যা মামলা
29/10/2025

সালমান শাহ হত্যা মামলা



Address

Dhaka
1205

Telephone

+8801730900394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid 2.0 আজকের বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share