01/03/2024
❝কাইল মেয়ার্স❞,বিপিএলের নতুন গেইল❞!
ক্যারিবিয়ান এই দানবীয় অলরাউন্ডার বরিশালে যোগ দেওয়ার পর পরই ফরচুন বরিশালের মোমেন্টাম ফিরে পেয়েছে।প্রথম জয়ের পরে টানা তিন ম্যাচ হারা দলটি আজ ফাইনালে।
শুরু থেকেই বিদেশি প্লেয়ার পাচ্ছিলো না বরিশাল, তবে কাইল মেয়ার্স আশার পর যেন দলটা পূর্নতা পেলো।কেবলমাত্র ব্যাট হাতে নয়,মেয়ার্সের মিডিয়াম পেস বোলিংও সমান কার্যকরী।আহামরি গতি না থাকলেও দুই দিকেই সুইং করাতে জানেন এই তারকা।
এছাড়া কেবলমাত্র ওপেনিং নয়, বরং ফিনিশার হিসেবেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর। এবারের বিপিএলে তামিমের দলের অন্যতম কার্যকরী অস্ত্র এই ক্যারিবীয় তারকা।