Bangladeshian

Bangladeshian Bangladeshian is one of the Bangladeshi online news paper. Please follow up page to watch live and breaking news with latest videos added every hour.

Please visit our www.bangladeshian.com for latest options and detailed news coverage.

03/12/2024

সেন্টমার্টিন
জাহাজ চলাচল
শুরু

29/09/2023
28/09/2023
25/09/2023
15/07/2023

বান্দরবানে যে পাথরে পূজা দিয়ে থাকে স্থানীয়রা। #তিন্দু #রাজা_পাথর াথর #থানচি #রেমাক্রি

11/10/2022
স্যালুট ❤
04/10/2022

স্যালুট ❤

মায়ের জীবন বাঁচাতে নিজের কলিজা দিচ্ছেন ডা. মাসুদ ❤

মাকে বাঁচাতে নিজের কলিজার (লিভার) একটি অংশ দিতে যাচ্ছেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মাসুদুল করিম।

এ নবীন চিকিৎসকের মায়ের লিভার টিউমার ধরা পড়েছে। বর্তমানে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মা।

সেখানে ৩০ শতাংশ লিভার ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি চলছে রোগীর। আর নিজের লিভার থেকে কেটে মাকে দান করবেন ডা. মাসুদ।

এসব তথ্য নিশ্চিত করে ডা. মাসুদুল করিম বলেন, সবই আল্লাহর ইচ্ছা। আমার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

ডা. মাসুদের মায়ের অসুস্থতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এফডিএসআরের স্টুডেন্টস উইংয়ের আহ্বায়ক ডা. জোবায়ের রাফি।

তিনি লিখেছেন, ‘আন্টির চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম সিদ্ধান্ত দিলেন লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কীভাবে করবে সবাই চিন্তিত। কে দেবে আন্টিকে লিভার (কলিজা)। হন্য হয়ে খোঁজ করতে লাগল। কিন্তু কীভাবে সম্ভব?

যে দেশ মুমূর্ষ রোগীর জন্য রক্ত লাগলে হন্য হয়ে খুঁজতে হয়। একজন সুস্থ মানুষ রক্ত দিতে ভয় পায়! সে দেশে কলিজা ডোনেট! কল্পনার রাজ্যেল বসবাস ছাড়া কিছুই নয়।

পরিবারের অন্য সবার পরীক্ষা নিরীক্ষা হলো। এতে তিনজনের তথা ওর ছোটবোন ছোটভাই আর মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে, বাকি ভাই বোন দুজনের বয়স কম। এখনো সবকিছু বুঝার ক্ষমতা হয়ে উঠেনি। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর আম্মুকে বাচাঁতে হলে নিজেকেই কিছু একটা করতে হবে। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর কলিজা দিয়ে আম্মু বেঁচে থাকবে। এর থেকে ভালো কাজ জীবনে কী হয়? মাসুদের কলিজার ৩০% ওর আম্মুর জন্য ডোনেট করবেন। আমি তো বলি, ৩০% শতাংশ কলিজা তো কেটে দিবে মাত্র। ও তো পুরো কলিজাটাই মা-বাবার জন্য দিয়ে দিয়েছে।’

27/07/2022

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬

19/07/2022

গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে সিইউএফএল।

গ্যাস না থাকায় ১৯ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়।

দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) বন্ধের ব্যাপারে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন,

‘গ্যাসের চাপ কমে গেছে, যার কারণে কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।’

#বাংলাদেশীয়ান

01/07/2022

সরাসরি (2nd Half)
"আনোয়ারা উপজেলা বনাম বাঁশখালী উপজেলা"চট্টগ্রাম দক্ষিণ জোনের ফাইনাল ফুটবল ম্যাচ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অ-১৭) ফুটবল টুর্নামেন্ট।

01/07/2022

সরাসরি
"আনোয়ারা উপজেলা বনাম বাঁশখালী উপজেলা"চট্টগ্রাম দক্ষিণ জোনের ফাইনাল ফুটবল ম্যাচ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অ-১৭) ফুটবল টুর্নামেন্ট।

অনুতপ্ত বায়জিদের পরিবার, ক্ষমা চান প্রধানমন্ত্রীর কাছে।‘বায়জিদ ছেলে হিসেবে খুব ভালো। তবে সে যে কাজটা করেছে সেজন্য আমরা অ...
28/06/2022

অনুতপ্ত বায়জিদের পরিবার, ক্ষমা চান প্রধানমন্ত্রীর কাছে।

‘বায়জিদ ছেলে হিসেবে খুব ভালো। তবে সে যে কাজটা করেছে সেজন্য আমরা অনুতপ্ত। কাজটা সে ভালো করেনি। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই।’

এভাবেই কথাগুলো বলছিলেন পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে সারাদেশে আলোচিত পটুয়াখালীর বায়জিদ তালহা মৃধার মেজ ভাবি হাদিসা আক্তার।

কথা হয় বায়জিদের ছোট চাচি ফরিদা বেগমের সঙ্গে। তিনিও বলেন, ‘বায়জিদ ছেলে হিসেবে খুব ভালো। এরপরও সে যে কাজ করেছে সেটা ঠিক করেনি। এজন্য আমরা অনুতপ্ত।’

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের নির্মাণশ্রমিক মো. আলাউদ্দিন মৃধার ছোট ছেলে মো. বায়জিদ তালহা মৃধা।

বায়জিদ স্থানীয় গাবুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত।

তবে বায়জিদ ঢাকায় থাকায় স্থানীয়ভাবে তেমন পরিচিত নন। বিভিন্ন পারিবারিক ও সামাজিক আচার-অনুষ্ঠানে গ্রামের বাড়ি এলেও দু-একদিন থেকে আবার ঢাকায় ফিরে যেতেন।

শনিবার (২৫ জুন) বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরেরদিন ভোর ৬টায় যানচলাচলের জন্য খুলে দেওয়া। ওইদিনই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন বায়জিদ। এর পরপরই প্রকাশ পায় বায়জিদের পারিবারিক ও রাজনৈতিক পরিচয়।

পটুয়াখালীতে বায়জিদের তেমন কোনো পরিচিতি না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে তার নাম-পরিচয় প্রকাশ পায়। তার সঙ্গে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের একাধিক ছবি ভাইরাল হয়। তবে দলমত নির্বিশেষ সবাই বায়জিদকে ধিক্কার জানিয়েছেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ জুন) পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বায়জিদকে ‘জেলার কুলাঙ্গার সন্তান’ আখ্যা দিয়ে তাকে পটুয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয় কিন্তু আওয়ামী লীগ সেটি প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এখন পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। আমাদের কষ্ট লাগে এই সেতু নিয়ে পটুয়াখালীর একটি কুলাঙ্গার সন্তান বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়ে অপকর্ম (পদ্মা সেতুর নাট খোলা) করেছে। পটুয়াখালীর মানুষ ঘৃণাভরে তাকে প্রত্যাখ্যান করছে।’

এদিকে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়জিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshian:

Share