Shahrin Jubayar

Shahrin Jubayar � welcomed to my page�
(3)

🍼🍼🍼
23/09/2025

🍼🍼🍼

26/08/2025

ম্যেরা পিঠা বা ছই পিঠা খাইতে ইচ্ছে করতেছে কোন পেজে পাওয়া যাইতে পাড়ে মেনশন দাও আপু ভাইয়া রা????

25/08/2025

তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী সম্ভবত রাহির বাসায়..এরপর বি-প-দ টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে..প্ল্যান ছিলো বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া যাবে..কিন্তু কয়েকদিন ধরেই সিআইডি তাকে নজরে রেখেছিল এবং অবশেষে আজ তাকে গ্রে-ফ-তা-র করা হয়..

কিন্তু ওরে গ্রে-ফ-তা-র করার পর সবচেয়ে বেশি টেনশনে আছে Rs Fahim Chowdhury কারণ ওকেও নাকি পুলিশ খুঁজতেছে 🙂

- তুলন

বরিশাল থেকে তৌহিদ আফ্রিদির আ'টক হওয়ার সময়কার স্থীর চিত্র...
24/08/2025

বরিশাল থেকে তৌহিদ আফ্রিদির আ'টক হওয়ার সময়কার স্থীর চিত্র...

কি ফলের নাম হবে?
24/08/2025

কি ফলের নাম হবে?

খিচুড়ির সাথে বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা টকটক করে সালাদ উফফফফ কি যে মজা 🫣❤️
24/08/2025

খিচুড়ির সাথে বেগুন ভাজা পটল ভাজা ডিম ভাজা টকটক করে সালাদ উফফফফ কি যে মজা 🫣❤️

Emni 🖤🫰.
22/08/2025

Emni 🖤🫰.

ভুনা খিচুড়ি আর সাথে ভুনা চিকেন
21/08/2025

ভুনা খিচুড়ি আর সাথে ভুনা চিকেন

কত্তো মজা তাই না ঘুরতে যেতে 🥹 পুরনো সেই দিনের কথা 🤲❤️আমাদের পরিবার ❤️
21/08/2025

কত্তো মজা তাই না ঘুরতে যেতে 🥹
পুরনো সেই দিনের কথা 🤲❤️
আমাদের পরিবার ❤️

20/08/2025

জীবনে ওতোটুকু টাকা পয়সা হোক যেন পছন্দের কোনো জিনিস কিনতে গেলে বারবার হিসাব কষতে না হয়, প্রাইজ ট্যাগ দেখার পর ফেলে আসতে না হয়। যেন আম্মুর আর কোনোকিছুতে স্যাক্রিফাইজ করতে না হয়, যেন কাছের মানুষদেরকে ছোটখাটো জিনিস মাঝে মধ্যে কিনে দিতে পারি। যেন গরীব লোকেরা টুকটাক ঠকালে সয়ে নিতে পারি। রিকশাওয়ালা দশ টাকা বেশি চাইলে, মিথ্যা গল্প বলে কেউ সাহায্য চাইলে তাকে যেন ফিরিয়ে দিতে না হয়।
আর মোস্ট ইম্পোর্টেন্টলি, কেউ শুধু শুধু অপমান করলে যেন জবাব দেয়ার মতো সামর্থ্য থাকে, ঝাপসা চোখে যেনো শুধু তাকিয়ে থাকতে না হয়। শুধু ওতোটুক টাকার জোর যেন হয়, যতোটুকু হলে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার অধিকার থাকে, নিজের সম্মান বাঁচিয়ে রাখা যায়।

যে তোমাকে সত্যিকার ভালোবাসবে,তোমাকে নিয়ে তার আগামী পঞ্চাশ বছরের প্ল্যান থাকবে।🤎যে পুরুষ তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে...
19/08/2025

যে তোমাকে সত্যিকার ভালোবাসবে,তোমাকে নিয়ে তার আগামী পঞ্চাশ বছরের প্ল্যান থাকবে।🤎

যে পুরুষ তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে নিয়ে পরিকল্পনা করবেই। গভীর রাতে শুধু ভবিষ্যতের কথা বলে ফ্যান্টাসিতে ভাসাবে না। তোমাকে নিয়ে তার আরও কিছু অতিরিক্ত স্বপ্ন থাকবে, পরিকল্পনা থাকবে, ভালোবাসা চাওয়ার আগে ভালোবাসবে।

যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না।
একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!

"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইজ; যা সবাই পারে না!"

এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়!!

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Shahrin Jubayar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share