Alo's Cabinet

Alo's Cabinet কেক অনেক সেনসিটিভ এবং ভঙ্গুর প্রোডাক্ট বিধায় ঢাকার বাইরে ডেলিভারি করা হয় না।।

Loaded refrigerator with love 😘😘
24/06/2025

Loaded refrigerator with love 😘😘

সেই ভাইরাল কেক🙂🙂
23/06/2025

সেই ভাইরাল কেক🙂🙂

একদম ঠিক আমার চোখের সামনে ও এরকম একটা অকর্মণ্যকে বড় হতে দেখেছিলাম যে আজও পর্যন্ত হাত দিয়ে ভাত খেতে শিখে নাই।।।আমার কাছ...
23/06/2025

একদম ঠিক আমার চোখের সামনে ও এরকম একটা অকর্মণ্যকে বড় হতে দেখেছিলাম যে আজও পর্যন্ত হাত দিয়ে ভাত খেতে শিখে নাই।।।

আমার কাছে মনে হয় একটা অকর্মন্য পুরুষ গড়ে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা শতকরা আশি ভাগ। জন্মের পর থেকে বাঙালি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের পুত্র সন্তানদের জগতের সকল মুছিবত থেকে রক্ষার ব্রত পালনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন। ফলশ্রুতিতে জীবন ধারণের বেসিক নলেজ থেকে পুত্ররা কয়েকশো ক্রোশ দূরে থাকে।

রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন মাজার মত বেসিক নলেজ ম্যাক্সিমাম বাংলাদেশি পুরুষদের নেই। মায়েরা তাদের নিজেদের শত অসুবিধা/অসুস্থতা সত্ত্বেও পুত্রদের সব কাজ নিজে করে দেন। ফলে দেখা যায় গুনধর পুত্রটি পানিও নিজে ঢেলে খেতে জানেনা, খাবার খাওয়ার পরে প্লেটটি রান্না ঘরে রাখতেও তার সাহায্য লাগে! সবচাইতে ভয়ংকর ব্যাপার ঘটে যে, ঘরের কাজকর্মকে "কাজ" হিসেবে সম্মান দেওয়ার মানসিকতা তার কোনদিন তৈরি হয় না।

এই অকর্মা পুত্রগণ তাদের বউ নিয়ে পাহাড়সম ফ্যান্টাসি নিয়ে বড় হয়। পরীর মতো সুন্দরী বউ বুয়েট থেকে গ্রাজুয়েশন করে ফরেন ক্যাডার হয়ে তার পার্মানেন্ট কাজের বুয়া হিসেবে কাজ করবে! রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ করবে, পড়াশোনা করবে, ক্যারিয়ার গড়বে, তার বাবা-মার সেবা করবে, আত্মীয়ের খবর নিবে, তার সমস্ত সুখের ব্যবস্থা করে দিবে।

বাস্তবতার কষাঘাতে জর্জরিত হয়ে এই পুত্রগণ সারাজীবন এক অতৃপ্তি নিয়ে জীবন কাটায়। "মা করলে কাজটা এমন হত" এরকম তুলনা নিয়ে সারাজীবন সে তার বউয়ের জীবন অতিষ্ঠ করে তোলেন।

বাঙালি মেয়েরা সাধারণত গড়ে দুইটা বাচ্চা পালে। একটা নিজেরটা, আরেকটা শাশুড়ীরটা!

✍️সংগৃহীত

বাবার শুন্যতা কখনো পূর্ণ হয় না।।জীবনের যেকোনো মুহূর্তে , যে কোন প্রয়োজনে বাবার অনুপস্থিতি সবার মনকে ছুঁয়ে যায়।।এ কথা...
15/06/2025

বাবার শুন্যতা কখনো পূর্ণ হয় না।।
জীবনের যেকোনো মুহূর্তে , যে কোন প্রয়োজনে বাবার অনুপস্থিতি সবার মনকে ছুঁয়ে যায়।।
এ কথাটা হৃদয় ছুঁয়ে গেল ,
"আমার জারের ঢাকনা আটকে আছে আব্বা আপনি কই"?

যেহেতু আজকে Father's Day, আমি দুনিয়ার ওসব মেয়েদের জন্য দোয়া করতে চাই যাদের রাস্তায় কোনো মেয়েকে কোনো বাবার হাত ধরে যেতে দেখলে মন খারাপ হয়ে যায়৷ একটা রান্নার অনুষ্ঠানে দেখেছিলাম, মেয়েটা একটা জার খুলতে পারেনা৷ দৌড়ে বাবার কাছে নিয়ে যায়, বাবা খুলে দেয়৷ একজন লিখেছিলো, আমার জারের ঢাকনা আটকে আছে, আপনি কই আব্বা!

আমাদের যাদের জারের ঢাকনাটা নিজেরই খোলা লেগেছে, যাদের "আপনি কই আব্বা" বলার মতোন অধিকারটুকুনও নাই, আল্লাহ যেন কোনো একদিন আমাদের মনের কষ্ট দূর করে দেয়৷ আমি শুনছি আল্লাহ কাউকে পুরাপুরি কোনোদিন খালি করেনা৷ একদিক নিলে আরেকদিক দিয়ে দেয়৷ যদিও আমি জানিনা জীবনে পিতার রিপ্লেসমেন্ট কী৷ তবুও, আল্লাহ তো সবই পারে৷

কালকে সবাই বাবাকে নিয়ে পোস্ট দিবে, সুন্দর কথা লিখবে৷ আমি খুশিমনে লাভ্রিয়েক্ট দিবো, রাতে যখন দুনিয়া নিরব হয়ে যাবে আমি কাঁদবো৷ কারন আমার জারের ঢাকনা নিজেরই খুলতে হইসে, হবে...

© Faria Hossain

কথাটা কি আসলেই সত্যি? কোনদিন এই বিষয়টা নিয়ে ভাবা হয়নি।।
19/04/2025

কথাটা কি আসলেই সত্যি?
কোনদিন এই বিষয়টা নিয়ে ভাবা হয়নি।।

এটা কিন্তু প্রতিটি মানুষের জীবনের ই অংশ।। কেউ পিছন থেকে ছুরি মারে আবার কেউ সামনে থেকেই।।এমন মানুষগুলোর সাথে দূরত্ব সৃষ্ট...
08/03/2025

এটা কিন্তু প্রতিটি মানুষের জীবনের ই অংশ।।
কেউ পিছন থেকে ছুরি মারে আবার কেউ সামনে থেকেই।।

এমন মানুষগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করতে পারলে অনেক নেগেটিভ বিষয় থেকে নিজেকে রক্ষা করা যায়।।
এসব থেকে যত দূরে থাকা যায় আল্লাহর সান্নিধ্য পাওয়াটা ততই বেশি সহজ হয়ে যাবে।।

আপনি নিজে ভেতর থেকে ভেঙে পড়লেও কাউকে বুঝতে দিয়েন না ।।আপনার জন্য শুধুমাত্র আপনার স্রষ্টা ই যথেষ্ট।।যন্ত্রণাদায়ক সম্পর...
08/03/2025

আপনি নিজে ভেতর থেকে ভেঙে পড়লেও কাউকে বুঝতে দিয়েন না ।।
আপনার জন্য শুধুমাত্র আপনার স্রষ্টা ই যথেষ্ট।।
যন্ত্রণাদায়ক সম্পর্ক গুলোকে যত্ন সহকারে আগলে রাখতে পারলেই জীবন সুন্দর।।

কালার টা এত্ত বেশি সুন্দর হয়েছে 🙂🙂
10/02/2025

কালার টা এত্ত বেশি সুন্দর হয়েছে 🙂🙂

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়?...
10/02/2025

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়?
কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?
এই কেনোর উত্তর নেই।
কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের?

কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে। বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।
কপি পোস্ট।।

একদম সিম্পল বাট ইউনিক
31/01/2025

একদম সিম্পল বাট ইউনিক

Address

বেলিরোড ,শান্তিনগর ,ঢাকা
Dhaka
1000

Telephone

+8801894895668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alo's Cabinet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alo's Cabinet:

Share