21/02/2024
“ভাষা শহীদদের স্মরণে,
একুশে ফেব্রুয়ারি পালন করি
শোক ও শ্রদ্ধার সাথে।”
মনে পরে ৫২ এর কথা,
মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।
যখন হারিয়েছি ভাইদের,
দিয়েছে রক্ত ভাষার জন্যে।
মুক্ত বাংলা সবার আছে-
বাংলা ভাষা প্রানের ভাষা ।
মুক্ত বাংলা যুক্ত করো-
সোনার বাংলা ধন্য করো-
“তোমাদের এই রক্তের বিনিময়ে
পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ।”
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা