27/04/2024
ফ্রেন্ড লিস্টে প্রায় দের হাজার মানুষ। এরমধ্যে হাতেগোনা কিছু মানুষ সবসময় পোস্টে রিএক্ট দেয়, মাঝেমধ্যে কমেন্টও করে।
এদের কেউ কেউ পরিচিত, অনেকেই অপরিচিত। এমনকি কখনও কথাও হয়নি। তবে এরাই আমার ওডিয়েন্স। আমি যা-ই পোস্ট করি, লিখি, প্রতিক্রিয়া জানাই সবই এদের উদ্দ্যেশ্যে করি।
আমার ভালো লাগায় কিংবা বিষণ্ণতায় পোস্ট করে বিশেষ কাউকে বা সবাইকে নয়, এই মানুষগুলোকেই খুঁজি। মূলত এদের রিএক্ট-কমেন্ট আমাকে সুন্দর অনুভূতি দেয়, সামনাসামনি বসে আড্ডার আমেজ দেয়।
অন্যদের কাছে এই অ্যাটাচমেন্ট তুচ্ছ লাগলেও আমার কাছে নয়। মানুষের এই ছোট্ট এফোর্ট আমাকে বেটার ফিল করায়, আনন্দ দেয়। একটা মানুষকে বেটার ফিল করানো কী কম জিনিস!
I will admit it, I do feel you lot right here in my heart. তোমাদের প্রত্যেকের সাথে একবার হলেও দেখা হোক। মুখোমুখি বসে এক কাপ চা-কফি খাওয়া হোক! ভালোবাসা নিও সুন্দর মানুষেরা! 🌺