ক্যাম্পাসিয়ান পরিবার

ক্যাম্পাসিয়ান পরিবার Voice of Campus. We speak for you.

তামজিদ নামে বুয়েটের একজন ছাত্র আ ত্ম হ ত্যা করেছেন। সে  বুয়েটের CSE-তে অধ্যয়নরত ছিলো। তামজিদের বড় বোন পুলিশকে স্টেটমেন্...
07/07/2025

তামজিদ নামে বুয়েটের একজন ছাত্র আ ত্ম হ ত্যা করেছেন। সে বুয়েটের CSE-তে অধ্যয়নরত ছিলো।

তামজিদের বড় বোন পুলিশকে স্টেটমেন্ট দেয়ার সময় বলে,
ও নাকি সবসময়ই নিজের রুমের দরজা বন্ধ করে থাকতো। মাগরিবের সময় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করে আবার রুমের দরজা বন্ধ করে দিতো, পরের দিন ভোরে আবার খাওয়ার জন্য বের হইতো, তারপর আবার দরজা লাগায় রাখতো । ওর এই দিনের পর দিন একা একা ঘরবন্দি থাকা নাকি ওর ফ্যামিলি এক সময় স্বাভাবিক ভাবেই নেয় (আমি জানিনা এইটা কিভাবে সম্ভব!!)
এ কারণে তারা নাকি বলতেও পারতেসেনা যে তামজিদ আনুমানিক কখন আ ত্ম হ ত্যার চেষ্টা করছে বা ওর ম র দেহ কতক্ষণ ধরে ঝুলে ছিলো!!

ঘটনা ২ :
তামজিদ এর আ ত্ম হ ত্যার মূল কারণ ছিল ডিপ্রেশন, এই ডিপ্রেশনের ব্যাপারে সে তার পরিবারকে কয়েকবার জানায়, কিন্তু শুরুতে তারা পাত্তা দেয়না। উল্টা নাকি ওকে গ্যাস্ট্রিকের ওষুধ দিতো!এই কথা গুলা ওর বড় বোন নিজেই পুলিশ কে বলে!!

আমাদের দেশে অনেকেই জানে না শুধু মাত্র ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এর কারনে অনেক সমস্যা হয় যেগুলোকে মানুষ মানসিক সমস্যার মতো মনে হয় । যেমন ডিপ্রেশন ; ক্লান্তি মনোযোগহীনতা ; অবসাদ ; কোন কাজ করতে ইচ্ছে না করা ; স্মরনশক্তি কমে যাওয়া। অতিরিক্ত ডি ডেফিসিয়েন্সি থাকলে ব্রেন ঠিক মতো কাজ করে না৷ এমনকি উল্টো পাল্টা কথাও বলতে পারে। মাথা ব্যাথাও হতে পারে।

যাদের রোদে বের হবার সুযোগ নেই তাদের অবশ্যই সাপ্লিমেন্ট নিতে হবে।

বর্তমানে বিশেষ করে পড়াশোনা শেষ হবার পর অনেকেই চাকরির প্রস্তুতি নিতে একেবারেই ঘরবন্দী করে ফেলে। অনেক চাকরি যেমন ব্যাংক জব এরকম চাকরি যারা করে তাদেরও রোদে বের হবার সুযোগ কম। আমাদের দেশে নরমালি বেশির ভাগ মানুষের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তবে বিশাল অংশের ২৫-৪০ বয়সী মানুষের ক্ষেত্রে এর ডেফিসিয়েন্সি সম্ভবত বেশিই। কারন এই বয়সের সবাইই কাজে ব্যস্ত থাকে। মেয়রা সংসার চাকরি নিয়ে ব্যস্ত থাকে। বাইরে যাওয়ার সুযোগ কম। ছেলেরা যেটুকু বের হয় মেয়েরা তাও বের হয় না।

বর্তমানে যে কথায় কথায় "ডিপ্রেশন " হয় সবার এর অন্যতম কারন ডি এর অভাব সেকেন্ড কারন রাত জাগা। রাতের ১০- ৩ টার ডিপ স্লিপ না পাওয়া।

আপুরা ভাইয়েরা রোদে বের হন।বাচ্চাদের বের করুন। মেয়েরা ছাদে গাছ লাগান। এরপর হাফ হাতার জামা পরে ছাদে গাছের পরিচর্যা করুন। শরীরে চামড়ায় রোদ লাগতে দিতে হবে। অথবা বাসায় রোদ আসলে হাটু পর্যন্ত পায়জামা উঠিয়ে পা বিছিয়ে বসে থাকুন যেখানে রোদ আসে।

একটা জেনারেশন এভাবে ডিপ্রেশন এর থাবায় ধীরেধীরে নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে এটা তো হতে পারে না। আর সেকেন্ড যেটা দয়া করে রাতে ঘুমান। বাংলাদেশের মানুষের মতো বলদামি (রাত জাগা)
দুনিয়ার কোথাও কেউ করে না।

- মুনমুন জাহান

30/06/2025
23/06/2025

“He is thinking I am kidding! But I am not!“ 🤪 এইভাবে কেউ অপমান করে প্রকাশ্যে!! বিশ্বগুরুকে এভাবে হাসির পাত্র হতে দেখতে কার ভালো লাগে!!

“Mr Prime Minister I had an Irish grandfather named Ambrose Finnegan and he used to say that when you give a toast and you don't have any alcohol in your glass you must do it with your left hand. He is thinking I am kidding! But I am not!” - Biden 😂😄

উনিজি তিনবার হেসেছেন! একবার না বুঝে, পরে হয়তো বুঝে আর শেষে উনি যে কতবড় আহাম্মক যে প্রথমে না বুঝেই হেসেছিলেন সেটা বুঝতে পেরে!!

19/06/2025

WW3

😂
14/06/2025

😂

12/06/2025

ড. ইউনুসের লগে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা না করলে আলীগের লাভ আছে। তাদের চুরি করে পাচার করা টাকা ফেরত আনতে পারবে না ড. ইউনুস। এতে লীগ না হয় খুশিতে বাগবাকুম হবে।

কিন্তু, বাকি দলগুলোর কী লাভ? তারা কেন ট্রল করতেছে? এপ্রিলের আগে তো নির্বাচন ইউনুস দিবেই না। ইউনুসকে পঁচায়া লাভ নাই তো। বামগুলোও দেখি মজা পাইতেছে এ ঘটনায়। এদের আবার কী লাভ?

আইচ্ছা আমারে কন তো, বৃটিশ প্রধানমন্ত্রী ড. ইউনুসের লগে দেখা না করলে ড. ইউনুসের কোন বিশেষ ক্ষতি আছে। ঐ ব্যাটা কিয়ার স্টারমারের থেইকা কত বড় রথী মহারথী ইউনুসের ভাই ব্রাদার।

মাঝখান দিয়ে ক্ষতি তো দেশের। ব্রিটিশরা তো দুনিয়া জুড়ে চুরি চামারি কইরা নিজেদের দেশ গড়েছে। আমাগো উপমহাদেশ থেইকা সবচেয়ে বেশি ধন সম্পদ চুরি করেছে বৃটেন। পরের ধন চুরিতে ব্রিটিশরা সেরা রেহ!

এখন আলীগের পাচার করা হাজার কোটি টাকা ফেরত দেয়ার মতো লস তো তারা করবে না। ইউনুসের লগে দেখা করলেই তো টাকাগুলো ফেরত চাইয়া বসবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী সে টাকা ফেরত দিবে বলবে যে মুখে, সে মুখ হইতো দেখাইতে চাইতেছেন না।

চুরির মাল মুফতে হজম করতেই তো আরাম লাগবে। তার উপর বড় চোর টিউলিপ বৃটিশ প্রধানমন্ত্রীর বন্ধু মানুশ। একই পার্টির নেতা তারা। বন্ধুর চুরি করে আনা আম-লিচু খাইতে ছোটবেলায় ব্যাপক মজা লাগতো। সেখানে হাজার কোটি টাকা তো বিশাল ইয়াম্মি জিনিস!

©-Mustafa Al Hossain Akil

08/06/2025

আপারে তো ল্যাংটা করে দিলো NTV

😬
08/06/2025

😬

07/06/2025

একটু বেশীই সুন্দর❤

Video Courtesy - NCP

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্...
07/06/2025

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

আগামীকাল দুপুরেও ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাসিয়ান পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category