আইন বার্তা

আইন বার্তা আইন বিষয়ক অনলাইন নিউজ সার্ভিস। আইন সংক্রান্ত নিউজ ও ফিচার প্রকাশ করা হবে

15/07/2024

স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য কি?

I gained 185 followers, created 3 posts and received 3 reactions in the past 90 days! Thank you all for your continued s...
06/07/2024

I gained 185 followers, created 3 posts and received 3 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

কাউকে শিশু নির্ধারণে ৫টি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট=================================আইনের সংস্পর্শে আসা বা আইনের সঙ্গে স...
01/07/2024

কাউকে শিশু নির্ধারণে ৫টি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট
=================================

আইনের সংস্পর্শে আসা বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত কাউকে শিশু নির্ধারণে ৫টি নির্দেশনা (গাইডলাইন) অনুসরণ করতে রায় দিয়েছেন হাইকোর্ট। ‘মাওলানা আবদুস সাত্তার বনাম রাষ্ট্র এবং অন্য একজন’ শীর্ষক ফৌজদারি আপিল মামলায় এমন রায় দিয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। ১৫ ফেব্রুয়ারি দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

রায়ে হাইকোর্ট বলেছেন, শিশু আইনের ২১ ধারা অনুযায়ী, কেউ অভিযুক্ত হোক বা না-হোক, কেবল শিশু আদালতেরই কাউকে শিশু হিসাবে অভিহিত করার অধিকার রয়েছে। কিন্তু কী কী ধরনের সনদ বা তথ্য-উপাত্তের আলোকে বয়স নির্ধারণ করা হবে, তার সুস্পষ্ট নির্দেশনা এই ধারায় উল্লেখ নেই বিধায় কিছু নির্দেশনা দেওয়া আবশ্যক বলে হাইকোর্ট মনে করেন। এক্ষেত্রে শিশু আদালতের বিচারক কাউকে শিশু নির্ধারণ করার ক্ষেত্রে এই নিয়মাবলি অনুসরণ করবেন।

এক. ২০১৩ সালের শিশু আইনের ২১ ধারা অনুযায়ী, কেবল শিশু আদালত আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণ করতে পারবেন এবং শিশু হিসাবে ঘোষণা করার অধিকার থাকবে।

দুই. কোনো তদন্ত কর্মকর্তার আইনের সংস্পর্শে আসা কোনো শিশু কিংবা আইনের সঙ্গে সংঘাতে জড়িত কাউকে শিশু হিসাবে নির্ধারণ করার এখতিয়ার নেই। তবে আইনের সঙ্গে সংঘাতে জড়িত কোনো ব্যক্তিকে শিশু হিসাবে আপাতদৃষ্টিতে মনে হলে তদন্ত কর্মকর্তা বা প্রতিষ্ঠান ক্ষেত্রমতে তার বয়স নির্ধারণে শিশু আদালতে হাজির করবেন। শিশু আদালত ২০১৩ সালের শিশু আইনে বয়স নির্ধারণ করবেন।

তিন. আইনের সঙ্গে সংঘাতে জড়িত কোনো শিশুর বয়স নির্ধারণে জন্মসনদ প্রাধান্য পাবে। যদি সে শিশুর জন্মসনদ ২০০৪ সালের জন্মমৃত্যু নিবন্ধন আইনের ৮ ধারার বিধান অনুযায়ী ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা হয়ে থাকে। অথবা ১৩ ধারার বিধান অনুযায়ী, দুই বছরের মধ্যে বিলম্ব ফি দিয়ে জন্মনিবন্ধন করে থাকে অথবা ২০০৬ সালের জন্মমৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন করা থাকে।

চার. আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর শিক্ষা সনদে উল্লিখিত জন্মতারিখ এবং জন্মমৃত্যু নিবন্ধন আইনের বিধানমতে নিবন্ধিত জন্মসনদের মধ্যে বিরোধ দেখা দিলে জন্মসনদ প্রাধান্য পাবে।

পাঁচ. শিশু আদালত কিংবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের সঙ্গে সংঘর্ষে জড়িত কোনো শিশুর বয়স নির্ধারণে ওপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন।

Address

102, Bir Uttom C R Dotto Road, Kathal Bagan Hatilpul
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when আইন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইন বার্তা:

Share