Monir The Traveller

Monir The Traveller Assalamualaikum! I am trying to create content on facebook & youtube. plz Support me
Thank You. Travel with me

15/06/2025

মিশন ১ কাপ চা ।। দেবিদ্ধার টু ভাঙাইন্না

19/04/2025

মোজাহের ভাই মানুষকে টাকা দান করে কেন ভিডিও বানায়?

14/04/2025

একটা হাত নেই তারপরেও পরিবারের দ্বায়িত্ব ছোট ছেলেটির কাধে!

08/03/2025

"ধর্মীয় অনুভূতিতে আঘাত কেন? কনটেন্ট ক্রিয়েটরদের সীমানা জানা উচিত!"

🎤 ইসলাম সহ সকল ধর্মের প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আজকাল কিছু কনটেন্ট ক্রিয়েটর ধর্মীয় বিষয়কে হাসি-তামাশার উপাদান বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে রমজান মাসে ইসলামিক মূল্যবোধ ও পবিত্রতাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

🔍 এই ভিডিওতে আমরা আলোচনা করেছি:
✅ ধর্মকে হাস্যরসের বিষয় বানানো কতটা অন্যায়?
✅ কেন কিছু কনটেন্ট ক্রিয়েটর রমজানকে টার্গেট করছে?
✅ আমরা কিভাবে সচেতন হতে পারি এবং এই ধরনের কনটেন্ট প্রতিহত করতে পারি?

📢 আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ!
👉 আপনারা কী মনে করেন? ধর্ম নিয়ে হাসি-তামাশা করা কি গ্রহণযোগ্য? কমেন্টে জানান!
👉 ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই সচেতন হতে পারে!

🚀 সতর্ক থাকুন, সচেতন থাকুন, এবং ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করুন!

🔔 সাবস্ক্রাইব করুন Monir The Traveller চ্যানেলটি আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য!

📍 Follow on Social Media:
🔵 Facebook: https://www.facebook.com/monirthetravellerbd
🔵 https://www.facebook.com/monirthetravellerprofile/
🔴 YouTube: https://www.youtube.com/
🟣 Instagram: https://www.instagram.com/thekhanmonir/

🔖Hashtags ( #):
#ধর্মীয়_অনুভূতি #রমজান #ধর্ম_নিয়ে_হাসি_তামাশা_নয়

03/03/2025

In today's society, many people judge others based on their income rather than their knowledge, skills, or contributions. But is financial success the only measure of intelligence and hard work? In this video, we explore the harsh reality of how educated individuals often struggle in the job market, face societal pressure, and are unfairly judged. Watch till the end to understand why we should value education beyond just money!

💡 Like, Comment & Share if you agree!
✅ Subscribe for more thought-provoking content!










15/02/2025

দক্ষিণ বাংলার সবচেয়ে সুন্দর শহরে ভ্রমণ ! Part-1

15/02/2025

জীবনের এই প্রথম বরিশাল লঞ্চে ভ্রমন! 😁

15/02/2025

ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প যা বলেছে, সেটাকে কয়েকটা মিডিয়া ভুল ভেবে প্রচার করছে।
ডেইলি স্টার বাংলা ভার্সনে যেমন হেডিং দিয়েছে—
“বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি: ট্রাম্প”
ডেইলি স্টারকে দেখাদেখি আরও কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিচ্ছে।
তাদের এসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদিকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইস্যু ডিল করার জন্য।
আপনারা যারা এই নিউজটা করবেন, খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে ওই ভিডিওটা দেখবেন। ইংলিশের ওপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন সেখানে কোন প্রেক্ষাপটে এবং কীভাবে কনভারসেশন চলছিলো।
ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিলো, তার সামারি হলো— বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ (হাসিনার পতন) ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে। এব্যাপারে আপনার মন্তব্য কী?
উত্তরে ট্রাম্প বলেছে— না, আমেরিকার ডিপস্টেটের কোনই ভূমিকা নাই। এবং তারপর চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে (যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মনগড়া তত্ত্ব প্রচার করতে চাচ্ছিলো, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে) ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! মানে, বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প।
এই হলো ঘটনার সামারি।
আর এইবার চিন্তা করেন যারা এই হেডলাইন করছে যে– বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি, তারা ঠিক কী বুঝে এই শিরোনাম করছে?
অন্যদের কথা বাদ। ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না— এটা আমি বিশ্বাস করি না। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা?
আর অন্য যেসব মিডিয়া এইটাইপ কাজ করতেছেন, জাস্ট ধুপধাপ কপি-পেস্ট না করে একটু কনভারসেশনটা শুনে আসুন। শুনে তারপর খবর প্রকাশ করুন।
এখন কিন্তু আর ওই যুগ নাই যে যেমন খুশি তেমন মিসইন্টারপ্রেট করে জনগণকে যা গেলাইতে চাইবেন, জনগণ সেটাই গিলবে!
অনেক সুযোগসন্ধানী লোকজন আছেন, যারা এই খবরটা ম্যানিপুলেট করে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। দেশপ্রেমিক সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সত্যটা প্রচার করুন এবং সঠিক সংবাদ পরিবেশন করে সবার কাছে প্রকৃত সত্যটা উপস্থাপন করুন। এতে করে যারা মিসলিডিং শিরোনাম দেখে বিভ্রান্ত হওয়া থেকে সবাই সচেতন থাকতে পারবে।
আর কী হেডলাইন দিলেন আপনারা? একটা কনভারসেশন এর অনুবাদ কীভাবে করতে হয় এইটুকু বেসিক জ্ঞানটুকুও নাই? নাকি তোমরা মনে করো যে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করে মানুষকে ভুল বার্তা দিবা?
Post: Saiyed Abdullah

03/10/2024

সমন্বয়কদের হিসাব পেলাম কিন্ত আপনার নেত্রীর হিসাব কোথায়?😊

26/09/2024

শেখ হাসিনা প্রায়শই এমন দাবী করেন। এতে মনে হয় উনি বাংলাদেশের জনগনের উপর দয়া করে ক্ষমতায় বসেছেন। চলুন দেখি শেখ হাসিনা কিসের জন্য ও কেন ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনা দেশটাকে যে তার পারিবারিক এসেট ভাবে তার কিছু নমুনা দেখি চলুন:

১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর

৩)বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

৫)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ

৬) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর

৭)বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কিশোরগঞ্জ

৮)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

৯) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়,লালমনিরহাট

১০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়,গাজীপুর

১১) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ (প্রস্তাবিত)

১২)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, ঢাকা

১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, রাজশাহী (নির্মানাধীন)

১৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর নভোথিয়েটার, খুলনা (অনুমোদিত)

১৫)বঙ্গবন্ধু নভোথিয়েটার, রংপুর ( প্রস্তাবিত)

১৬) বঙ্গবন্ধু নভোথিয়েটার, বরিশাল (প্রস্তাবিত)

১৭) বঙ্গবন্ধু নভোথিয়েটার, সিলেট (প্রস্তাবিত)

১৮) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজিপুর

১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলহাজরা

২০) বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঢাকা

২১) বঙ্গবন্ধু সেনানিবাস,টাঙ্গাইল

২২) বানৌজা বঙ্গবন্ধু,ক্ষেপণাস্ত্র ফ্রিগেট

২৩) বঙ্গবন্ধু সেতু

২৪) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম,ঢাকা

২৫) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,ঢাকা

২৬) বঙ্গবন্ধু হাইটেক সিটি,গাজীপুর

২৭) বঙ্গবন্ধু দ্বীপ

২৮) বঙ্গবন্ধু এরোন্যাটিক্যাল সেন্টার, কুর্মিটোলা

২৯)বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, খুলনা

৩০) বঙ্গবন্ধু উপগ্রহ

৩১) বঙ্গবন্ধু স্কয়ার, ফরিদপুর

৩২) বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল

৩৩) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল

৩৪) বঙ্গবন্ধু টাওয়ার, ঢাকা

৩৫) বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জেলা

৩৬) জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, ঢাকা

৩৭)জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, গাজীপুর জেলা

৩৮) ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা

৩৯) বঙ্গবন্ধু কলেজ, কুমিল্লা জেলা

৪০)বঙ্গবন্ধু কলেজ, খুলনা

৪১) বঙ্গবন্ধু হাইটেক পার্ক, (রাজশাহী,সিলেট)

৪২) বঙ্গবন্ধু কলেজ, ঢাকা

৪৩) বঙ্গবন্ধু মহিলা কলেজ, কলারোয়া

৪৪) বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী জেলা

৪৫) শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নীলফামারী জেলা

৪৬) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, বাংলাদেশ

৪৭) সরকারি বঙ্গবন্ধু কলেজ, জামালপুর

৪৮) বঙ্গবন্ধু ল কলেজ, মাদারীপুর জেলা

৪৯) সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

৫০) বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি, পটুয়াখালি

৫১) শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ

৫২) শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর

৫৩)শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল

৫৪)শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা

৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা

৫৬) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা

৫৭) শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,জামালপুর

৫৮) শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল

৫৯)বানৌজা শেখ হাসিনা,কক্সবাজার (নৌঘাঁটি)

৬০)শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম, পূর্বাচল

৬১) শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মানিকগঞ্জ (প্রস্তাবিত)

৬২) গংগাচড়া শেখ হাসিনা সেতু,রংপুর

-----------------

৬৩) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল,ঢাকা

৬৪) সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম

৬৫) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সিলেট

৬৬) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, প্রতি উপজেলায় (অনুমোদিত)

৬৭) শেখ রাসেল সেনানিবাস, শরীয়তপুর (নির্মানাধীন)

৬৮) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের নাম পরিবর্তন করে হচ্ছে শেখ রাসেল স্কুল এন্ড কলেজ

৬৯)শেখ রাসেল পার্ক, নারায়নগঞ্জ

৭০) ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক

৭১)শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া

৭২) শেখ রাসেল শিশু জাদুগর, ঢাকা

৭৩) শেখ রাসেল শিশু গ্রন্থাগার, ঢাকা

৭৪) শেখ রাসেল ইকোপার্ক, খুলনা

------------------------

৭৫) শেখ জামাল আন্তর্জাতিক স্টেডিয়াম,কক্সবাজার

৭৬) শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর

৭৭) শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী

৭৮) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স,ঢাকা

৭৯) শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ

৮০) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গোপালগঞ্জ

৮১) শেখ রেহানা মেডিকেল কলেজ, নারায়নগঞ্জ (অনুমোদিত)

৮২) শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ

৮৩) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর

৮৪) বঙ্গবন্ধু টানেল

৮৫) বঙ্গবন্ধু রেল সেতু

৮৬) বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

৮৭)শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়,শরীয়তপুর (অনুমোদিত)

৮৮) ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়,নাটোর (অনুমোদিত)

বিদ্রঃ এখানে স্কুল,রাস্তা, বিশ্ববিদ্যালয়ের হল, যুদ্ধজাহাজ,পদক, ছোট সরকারী প্রতিষ্ঠান (যেমনঃপ্রতি স্কুলে প্রতিষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব), বেসরকারী প্রতিষ্ঠান এসব অন্তর্ভূক্ত করা হয়নি। এছাড়াও কিছু বড় প্রতিষ্ঠানও স্মৃতিভ্রমের কারনে বাদ পরে যেতে পারে।

Address

Dhaka
1219

Telephone

+8801922420368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir The Traveller:

Share

Category