Travel lover 360

Travel lover 360 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel lover 360, Créateur de vidéos, Dhaka.
(1)

ঘুরে দেখি বাংলার সৌন্দর্য, তুলে ধরি প্রকৃতির নিখুঁত রূপ!
🚘পাহাড়, ঝরনা,সাগর, সংস্কৃতি আর মানুষের গল্প – সবই এখানে।🎥 Real Travel | Raw Experience | Village to Hills
Sajek | Saint Martin | Cox's Bazar | Bandarban & More
👉 Subscribe & Follow ভ্রমণ মানে শুধু কোথাও পৌঁছানো নয়—এটা হলো প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে নতুন কিছু জানার, অনুভব করার এক অনন্য যাত্রা।
অজানা পথে হাঁটতে হাঁটতে মিলে যায় নতুন আকাশ, অ

চেনা হাসি, রঙিন সংস্কৃতি আর অপার প্রকৃতির সৌন্দর্য।

এই চ্যানেল আপনাকে ঘুরিয়ে আনবে দেশের অন্তরতম প্রান্ত থেকে শুরু করে বিদেশের অপরূপ প্রাকৃতিক ও শহুরে দৃশ্যপটে।
প্রতিটি ভিডিও হবে একেকটা জানালার মতো—যেখানে দেখা যাবে ইতিহাসের ছায়া, সংস্কৃতির রঙ, স্থানীয় খাবারের স্বাদ, আর মানুষের জীবনের গল্প।

ভ্রমণ আমাদের শেখায়—ভালোবাসতে, উপলব্ধি করতে এবং এক হয়ে যেতে এই বিস্ময়কর পৃথিবীর সাথে।
চলুন, পথের সঙ্গী হই একসাথে—প্রতিটি গন্তব্যেই অপেক্ষা করছে নতুন এক গল্প।


🔒 Privacy Policy (গোপনীয়তা নীতি)
Travels Lover 360 আপনার গোপনীয়তার গুরুত্ব বোঝে এবং সম্মান করে।
আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি না, যদি না আপনি স্বেচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করেন।

আমরা কেবল ইউজার এনগেজমেন্ট (লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি) বিশ্লেষণ করে কনটেন্টের মান উন্নয়নে ব্যবহার করি।

আপনার অনুমতি ছাড়া কোনো তথ্য ব্যবহার বা প্রচার করা হয় না।

⚖️ Legal Disclaimer (আইনগত ঘোষণা)
Travels Lover 360-এ প্রদর্শিত সব তথ্য, ছবি, ভিডিও এবং বর্ণনা কেবলমাত্র ভ্রমণপ্রেমীদের জন্য বিনোদনমূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে প্রকাশিত।

আমাদের কনটেন্ট কোনো ভ্রমণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা আইনি পরামর্শ হিসেবে বিবেচ্য নয়।

দর্শকদের নিজ দায়িত্বে যেকোনো ভ্রমণ সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হচ্ছে।

© কপিরাইট সতর্কবার্তা
এই পেজ বা চ্যানেলের সব ছবি, ভিডিও, লেখা এবং অন্যান্য কনটেন্ট Travels Lover 360-এর নিজস্ব সৃষ্টি ও মালিকানাধীন।

✅ কোনো ব্যক্তি বা পেজ আমাদের অনুমতি ছাড়া কনটেন্ট কপি, রিপোস্ট, রি-আপলোড বা পুনঃব্যবহার করতে পারবেন না।
✅ কপিরাইট লঙ্ঘন করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

👉 যদি কেউ আমাদের কনটেন্ট ব্যবহার করতে চান, দয়া করে আগে অনুমতি নিন।

Travels Lover 360 সবসময় আপনাদের ভালোবাসা ও সম্মানের সাথে সৎ, সুন্দর এবং গঠনমূলক ভ্রমণ কনটেন্ট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

আমার দিন গুলো সব যায় হারিয়ে আধারে 🇧🇩🇧🇩🇧🇩
07/10/2025

আমার দিন গুলো সব যায় হারিয়ে আধারে 🇧🇩🇧🇩🇧🇩

কমলগঞ্জ লাউয়াছরা জাতীয় উদ্যান
07/10/2025

কমলগঞ্জ লাউয়াছরা জাতীয় উদ্যান

সুন্দরী ফুরি গো এ স্মৃতিতে ভোলার নয় 🇧🇩🇧🇩
05/10/2025

সুন্দরী ফুরি গো এ স্মৃতিতে ভোলার নয় 🇧🇩🇧🇩

ভ্রমণ মন আমার নেশা । 🇧🇩🇧🇩 কতরূপ সৌন্দর্যে ভরপুর আমার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে আমার চ্যান...
04/10/2025

ভ্রমণ মন আমার নেশা । 🇧🇩🇧🇩 কতরূপ সৌন্দর্যে ভরপুর আমার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

☕🍃 চায়ের কন্যা শ্রীমঙ্গল — সবুজে মোড়ানো এক স্বপ্নের নাম 🍃☕বাংলাদেশের এক কোণায় ছোট্ট এক শহর — নাম তার শ্রীমঙ্গল। কিন্ত...
04/10/2025

☕🍃 চায়ের কন্যা শ্রীমঙ্গল — সবুজে মোড়ানো এক স্বপ্নের নাম 🍃☕

বাংলাদেশের এক কোণায় ছোট্ট এক শহর — নাম তার শ্রীমঙ্গল। কিন্তু এই ছোট শহরটাই যেন সবুজে মোড়ানো এক স্বপ্ন! চারপাশে যতদূর চোখ যায়, শুধুই চা-বাগান আর পাহাড়ের ঢেউ। চা-এর ঘ্রাণে মাখানো বাতাস, নিরব পাহাড়ি পথ আর শান্ত প্রকৃতি — শ্রীমঙ্গল যেন প্রকৃতির হাতে আঁকা এক জলরঙ ছবি।

🍃 এখানে আছেই বিশ্ববিখ্যাত সাত রঙের চা, যা এক কাপেই মেলে সাত রকমের স্বাদ ও রঙের মিশেল! যেন এককাপে গাঁথা সাতটি গল্প।

🐒 লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ যখন হেঁটে চলি, মনে হয় শহরের কোলাহল থেকে বহু দূরে এসে পড়েছি। পাখির ডাক, গাছের পাতার শব্দ, আর মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া বানর — প্রকৃতির এমন আপন নিবিড় ছোঁয়া আর কোথাও মেলে না।

🚴‍♂️ চা-বাগানের সরু পথ দিয়ে সাইকেল চালাতে চালাতে হারিয়ে যেতে ইচ্ছে করে, আর সন্ধ্যার নরম আলোয় সবুজ গায়ে সোনা মেখে যেন শ্রীমঙ্গল বলে উঠে— "আরও কিছুক্ষণ থাকো..."

🌺 শ্রীমঙ্গল শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভব। যারা প্রকৃতি ভালোবাসেন, তারা জানেন — এখানে বারবার ফিরে আসার মতো কিছু একটা আছে।

📸 যদি এখনও শ্রীমঙ্গল না ঘুরে থাকেন, একবার হলেও ঘুরে আসুন। নিজের মনকেও একবার একটু ছুটি দিন। হয়তো এই সবুজে মিশেই আপনি খুঁজে পাবেন এক নতুন নিজেকে...

#শ্রীমঙ্গল #চায়ের_কন্যা #বাংলাদেশ #ভ্রমণকাহিনি

22/09/2025

✨ কি দেখবেন ঝরনায়:

22/09/2025

রাঙামাটির পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ছোট্ট অথচ মনোমুগ্ধকর এক জলপ্রপাত—🌿 মিনি ঝরনা।
নামের মতোই এটি ছোট, কিন্তু প্রকৃতির মায়ায় ভরা এই ঝরনার সৌন্দর্য একবার দেখলে মনে থাকবে আজীবন। 🌄✨

চারপাশের সবুজ পাহাড়, ঘন গাছপালা আর পাখির কিচিরমিচিরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যখন এই ঝরনার কাছে পৌঁছাবেন, তখনই কানে আসবে পানির টুপটাপ শব্দ। 🕊️
🎯 যা যা দেখবেন:
🔹 পাহাড়ি ঝরনার ঠান্ডা পানির ধারা
🔹 চারপাশের শান্ত প্রকৃতি ও সবুজ বন
🔹 নৌকা থেকে লেকের অপূর্ব দৃশ্য
🔹 পাহাড়ি গ্রাম ও স্থানীয় মানুষের সরল জীবন

🌅 সকাল বা বিকেলের দিকে এলে মিনি ঝরনার রূপ সবচেয়ে বেশি উপভোগ্য—প্রাকৃতিক আলোয় ঝরনার জল ঝিলমিল করে যেন রূপালি পর্দা।

📍 লোকেশন: রাঙামাটি, বাংলাদেশ
🎥 ভিডিও: Travels Lover 360

22/09/2025

🌿 রাঙামাটির আদিবাসী গ্রাম ভ্রমণ | পাহাড়ি সংস্কৃতি, প্রকৃতি ও জীবনধারার গল্প 🌿

📜 ভিডিও বর্ণনা (Description)

রাঙামাটির পাহাড়ি প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য—আদিবাসী গ্রামগুলো। এখানে পাহাড়, লেক আর সবুজ বনানীর সাথে মিশে আছে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা। 🏞️✨

এই ভিডিওতে আমরা দেখাবো—
🔹 গ্রামের মানুষের দৈনন্দিন জীবন
🔹 ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্প
🔹 পাহাড়ি খাবার ও রান্নার স্বাদ
🔹 চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি, নীল লেক ও সবুজ পাহাড়

রাঙামাটির এই আদিবাসী গ্রামে এসে আপনি বুঝতে পারবেন প্রকৃতির শান্তি আর পাহাড়ি জীবনের সরল সৌন্দর্য কেমন হয়। 💚
📍 লোকেশন: রাঙামাটি, বাংলাদেশ
🎥 ভিডিও: Travels Lover 360
👉 আপনার প্রিয় পাহাড়ি অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না!

জীবন সেখানেই রঙ্গিন। যেখানে আপনার চাওয়া পাওয়া গুলো মিলে যায়। 🥰
22/09/2025

জীবন সেখানেই রঙ্গিন। যেখানে আপনার চাওয়া পাওয়া গুলো মিলে যায়। 🥰

কোথায় গেলে পাবো সুখ?  এই শহর আর ভাল্লাগেনা? তাইতো খুজি প্রকৃতির রূপ 🇧🇩🇧🇩
21/09/2025

কোথায় গেলে পাবো সুখ? এই শহর আর ভাল্লাগেনা? তাইতো খুজি প্রকৃতির রূপ 🇧🇩🇧🇩

Address

Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Travel lover 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel lover 360:

Share