
22/05/2025
কৈশোর কর্মসূচি প্রকল্পের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত।
অর্পিতা দেব নিজস্ব প্রতিনিধি :-
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আরডিআরএস বাংলাদেশ কতৃক পরিচালিত কৈশোর কর্মসূচী প্রকল্পের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন মো:সামিউল ইসলাম উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসূচি আরডিআরএস বাংলাদেশ,আদিতমারী, লালমনিরহাট। এছাড়া উপস্থিত ছিলেন অর্পিতা দেব সাংবাদিক,কবি ও লেখক এবং মেন্টর কৈশোর কর্মসূচী প্রকল্প আরডিআরএস বাংলাদেশ, আদিতমারী,লালমনিরহাট। উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সরকার মেন্টর কৈশোর কর্মসূচী প্রকল্প আরডিআরএস বাংলাদেশ, আদিতমারী, লালমনিরহাট। এছাড়াও আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি ও একনিষ্ঠ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের শুরু থেকে গত ২০ মে পর্যন্ত সকল কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও পরবর্তী কার্যক্রম প্রস্তুতি মূলক আলোচনা করা হয়। কৈশোর কর্মসূচি প্রকল্পটি আদিতমারী উপজেলায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এ বছর শুরু থেকে এ পর্যন্ত ৮টি ইউনিয়নের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষন ৮ টি, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ ৮টি ইউনিয়নে ৮ টি ব্যাচ এবং ৮টি ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার বিভিন্ন আয়োজন করা হয়েছে। আজকের সভায় পরবর্তী দিন গুলো আরও কি কি কার্যক্রম নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রকল্পটির আওতায় বর্তমানে সফট্ স্কিল উন্নয়ন প্রশিক্ষণ ও অনুশীলন চলমান রয়েছে এবং আগামী ২৬ তারিখে উপজেলা পর্যায়ে ম্যারাথন দৌড় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এভাবেই একেরপর এক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করছে আরডিআরএস বাংলাদেশ কতৃক পরিচালিত কৈশোর কর্মসূচী প্রকল্পটি আর এভাবেই ভালো কাজের মধ্যে দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে প্রকল্পটি।