10/02/2024
বানিয়েছি ৯৯ এর গান। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ৯৯টি নাম মুখস্থ করুন। জানি মুখস্থ করাটা একটু কঠিনই, তবে আমার এই গানটি রপ্ত করতে পারলে আপনার জন্য এটি কোন ব্যাপারই নয়। জীবনে তো অনেক কিছুই মুখস্থ করেছেন। একবার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার গুণবাচক পবিত্র এই নামগুলি মুখস্থ করেই দেখুন না!
আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ তা'য়ালা।
আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে সুরা আ'রাফের ১৮০ নং আয়াতে বলা হয়েছে,
وَلِلّٰہِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی فَادۡعُوۡہُ بِہَا ۪ وَذَرُوا الَّذِیۡنَ یُلۡحِدُوۡنَ فِیۡۤ اَسۡمَآئِہٖ ؕ سَیُجۡزَوۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
উত্তম নামসমূহ আল্লাহরই। সুতরাং তাকে সেই সব নামেই ডাকবে। যারা তার নামের ব্যাপারে বক্র পথ অবলম্বন করে, তাদেরকে বর্জন কর।তারা যা-কিছু করছে, তাদেরকে তার বদলা দেওয়া হবে।
আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলার নিরানব্বই— এক কম একশটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, (তাই) বিজোড়কে ভালবাসেন। (বুখারি, হাদিস : ২৭৩৬, ৭৩৯২; মুসলিম, হাদিস : ২৬৭৭; তিরমিজি, হাদিস : ৩৫০৬; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৬০)