Dial for Help

Dial for Help ❤️ স্বাগতম

📢 CapCut Pro - 99 টাকায় লাইফটাইম মেয়াদ **  **প্রফেশনাল ভিডিও এডিটিং এ CapCut-এর প্রিমিয়াম ভার্সন দরকার** ❌ বিরক্তিকর অ্য...
16/08/2025

📢 CapCut Pro - 99 টাকায় লাইফটাইম মেয়াদ **
**প্রফেশনাল ভিডিও এডিটিং এ CapCut-এর প্রিমিয়াম ভার্সন দরকার**

❌ বিরক্তিকর অ্যাড
❌ লিমিটেড ইফেক্টস ও ফিচার
❌ ওয়াটারমার্কের ঝামেলা

🔥 **সমাধান একটাই! আমাদের' থেকে CapCut Pro কিনুন - লাইফটাইম অ্যাক্সেস, সবচেয়ে কম খরচে!**
✅ মোবাইল এবং পিসি/ল্যাপটপ/কম্পিউটার সবগুলোতেই ব্যবহার করতে পারবেন।

✨ কী পাচ্ছেন CapCut Pro-তে?
✔️ বিজ্ঞাপনের ঝামেলা নেই
✔️ নো-ইন্টারনেট সমস্যা নেই
✔️ বারবার লগআউট হওয়ার ঝামেলা নেই
✔️ প্রিমিয়াম সব ইফেক্ট, ফিল্টার ও ট্রানজিশন সহ সকল প্রো ফিচার ব্যবহার করতে পারবেন।
✔️বিভিন্য AI ফিচার ব্যবহার করতে পারবেন।
✔️ প্রিমিয়াম মিউজিক ও সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
** ইত্যাদি এরকম নানান প্রিমিয়াম ফিচার ব্যবহার করা যাবে**

🔗ওয়েবসাইটে অর্ডার করে অটোমেটিক ডেলিভারি নিন
https://t.me/kycairdropjob

🎥 স্মার্ট ক্রিয়েটরদের জন্য স্মার্ট চয়েস - CapCut Pro

কি অদৃষ্টের পরিহাস! আজকাল এই দিনে ও এমন সেই ৫৭০ সালের চিত্র আশে পাশে অনেক ফুটে উঠে।  নিজের চোখে না দেখলেই বিশ্বাস ই করতা...
01/02/2024

কি অদৃষ্টের পরিহাস!

আজকাল এই দিনে ও এমন সেই ৫৭০ সালের চিত্র আশে পাশে অনেক ফুটে উঠে। নিজের চোখে না দেখলেই বিশ্বাস ই করতাম নাহ।
আল্লাহ যাদের ধন সম্পত্তি দিয়েছেন এত বেশি দিয়েছেন যে রাখার ই জায়গা নাই। আর কাউকে এত কম কিছু দিয়েছেন যে সারাদিনে একবেলা অন্য তুলে বাচ্চার মুখে দিতে পারে না।

এত বিশাল ব্যবধানের কি দরকার ছিলো?
এই পৃথিবী টা এত নিষ্ঠুর কেন??
কাউকে পাহাড় সমান ধন সম্পত্তি দিচ্ছে আবার কাউকে থাকার জন্য একটু নিজের জায়গাটাও দেয় নি। থাকতে হয় পথে-ঘাটে অথবা কোনো গাছতলায়।

আসলে আমরা অন্যদের নিয়ে ভাবি না...

আমাদের খোঁজ খবর নেওয়ার সময় নেই তো আমরা তো ব্যস্ত মানুষ। সারাদিন ইউটিউব এ ভিডিও বানাতে হবে,,, টিকটক এ সময় দিতে হবে,, জিএফ/ বিএফ কে সময় দিতে হবে,,পার্কগুলোর দিকে তো এখন তাকানোই যায় না। নাউযুবিল্লাহ । বন্ধুদের সাথে পার্টি করতে হবে,,ইত্যাদি ইত্যাদি।
ওয়েট স্টপ....

এগুলো আপনার কোনো কাজে আসবে না। বরং এগুলো আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি টাকা দিয়ে পাপ কিনে নিচ্ছেন।

মনে করেন আপনি আপনার বার্থডে উপলক্ষে আপনার বন্ধুদের খাওয়াইলেন কোনো একটা রেস্টুরেন্টে ,, কিন্তু এটাই সত্যি যে খাওয়া শেষ করে এরাই আপনার নামে সমালোচনা শুরু করে দিবে। খাবার ভালো হয়নি,, এটা না খেয়ে অন্য একটা খাবার খেলেই ভালো হতো,, এই জিনিস টা আমার একদম ই পছন্দ হয়নি। ধ্যূর এগুলো কোনো খাবার হলো?? ইত্যাদি ইত্যাদি।

তারচেয়ে যদি আপনি সেই টাকা দিয়ে গরীব বস্তির বাচ্চাদের ২/১টা করে রুটি কিনে দিতেন অথবা অসহায় কোনো গরীব মানুষের মুখে একবেলা ডাল ভাত তুলে দিতেন, এনারা সারাজীবন আপনার জন্য দোয়া করতো। অনেক খুশি হতো।



আর জিএফ/বিএফ এর পিছনে টাকা নষ্ট করা মানে টাকা দিয়ে বাশ কিনে নেওয়া। এগুলোর ইফেক্ট নিজের জীবনের উপর পড়ে। এরা তো কোনো দিন ও ভালোবাসা বুঝেই না সুধু সময় + লাইফ + ক্যারিয়ার নষ্ট। তার থেকে একটা কুকুর পালবেন, আপনার বিপদের দিন পাশে থাকবে +১০০% ভালোবাসা পাবেন।

সাধারণত আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন অনেকেই না খেয়ে আছে। প্রথম প্রথম এরা আপনাকে বুঝতে দিবে না। আপনি এদের সাথে কিছুদিন খুব ফ্রী ভাবে মিশবেন। তারপর এটা ওটা জিজ্ঞেস করবেন কিন্তু তারপরই হয়তো আপনি বুঝতে পারবেন মানুষের জীবন কত কঠিন।

সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু করে হলেও মানবিক কাজে সাহায্য করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী,, যাতে অন্যের একটু হলেও উপকার হয়।

ধন্যবাদ সবাইকে।

13/10/2023

Just Feel This Location


াই াই
#2024

13/10/2023

Salaar bollywood : Part 3 Haasan 1 #2024 #

13/10/2023

Salaar bollywood : Part 2 Haasan 1 #2024 #

13/10/2023

Salaar bollywood : Part 1 Haasan 1 #2024 #

30/12/2022

Address

Dhaka
100

Telephone

+8801880039121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dial for Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dial for Help:

Share

পেজ প্রমোট ও পোষ্ট বুষ্ট করতে ম্যাসেজ করুন ৷৷

ওয়েব প্লাস কি

ওয়েব প্লাস বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ের জন্য একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবসায়ের সকল কঠিন কাজ সহজেই ম্যানেজ করতে পাবেন, আছে পাইকারি দামে প্রোডাক্ট কেনার সুবিধা, ডেলিভারি সেবা সহ সহজ শর্তে লোনের ব্যবস্থা।

আপনাদের আন্তরিকতা আর সহযোগিতার কারণেই আমাদের সাবলীল অগ্রযাত্রা। আমাদের সার্ভিস সমূহঃ


  • Page Promote