07/09/2025
কুরআনের শিক্ষা ও বাণী যদি হৃদয়ে না থাকে
সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় : বকুল
দু’দিন ব্যাপী ক্বিরাত হামদ্-নাত, গজল প্রতিযোগিতার পুরস্কার
বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্ত
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বেচ্ছাসেবা মূলক সংগঠন উদীয়মান যুব সমাজের উদ্যোগে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ক্বিরাত, হামদ্-নাত, গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুকবার (৫ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল। এসময় প্রধান অতিথির বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল বলেন যত শিক্ষা গ্রহণ করা হোক না কেন, কুরআনের শিক্ষা ও বাণী যদি হৃদয়ে না থাকলে কোন শিক্ষাই কাজে আসবে না, সমাজে কোন ভাবেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। সমাজে ভাল্য মন্দর বিচার যদি জাগ্রত করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কুরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ১৭টি বছর এদেশে শান্তিপূর্ণ ভাবে কখনোই ধর্মীয় অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি, ওলামায়ে কেরামগণ সাহষ করে সত্য প্রকাশ করতে পারেনি। যদি কেউ সত্য প্রকাশ করেছে তাকেই তুলে নিয়ে আয়না ঘরে রেখে অমানবিক নির্যাতন ও জঙ্গি বানিয়ে মামলার শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে এদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামের কোন শিক্ষাই ছিলোনা, সম্পূর্ণরূপে ইসলাম শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছিলো। আগামীতে যদি জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে এদেশের আলেম সমাজকে সাথে নিয়ে দেশ পরিচালনা করা হবে।
উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনার সভাপতি এম এ হাসান।
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির ১ম সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ সহ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান শুভ, কোষাধ্যক্ষ রনি গাজী, দপ্তর সম্পাদক শেখ ফারদিন হোসেন আলিফ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, সাফিন, ক্রীড়া সম্পাদক শুকুর গাজী, প্রচার ও আইটি সম্পাদক মোঃ নাহিন গাজী উৎস, সদস্য অমিত হাসান পাপ্পু, ইয়াকুব হোসেন, শেখ মোঃ নাইম ইসলাম, মুমতাহিন হোসেন, শাদমান রশিদ, ফিদা হাসান নায়িল, ফারদিন হোসেন জয়, মেজবাহ উদ্দিন, মাহিবুল ইসলাম মাহিন। পুরস্কার বিতরণ শেষে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন প্রধান মুফাসসিরে কুরআন মুফতি আব্দুর রব ফরিদী-ঢাকা।