Once Again Sheikh Hasina

Once Again Sheikh Hasina Sheikh Hasina,The current prime minister of Bangladesh,has Once again demonstrated her exceptional leadership abilities

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুর্নমিলনী- ২০২৪ ...
02/03/2024

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় বীর পুর্নমিলনী- ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’–এ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করে দোয়া-মোনাজাত করেন।

Today's Best Photo  ゚  ゚viralシ
10/02/2024

Today's Best Photo

゚ ゚viralシ

নারীদের বিজ্ঞানে ক্যারিয়ার গড়ার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর---প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও মেয়েদের একটি ন্যায়পরায়ণ...
10/02/2024

নারীদের বিজ্ঞানে ক্যারিয়ার গড়ার ওপর
গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
---
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও মেয়েদের একটি ন্যায়পরায়ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, “আমাদের অবশ্যই তরুণ নারীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য সঠিক নীতি ও প্রতিষ্ঠান থাকতে হবে।”
নিউইয়র্কে অনুষ্ঠিত বিজ্ঞান সমাবেশে নবম আন্তর্জাতিক নারী ও বালিকা দিবসে সম্প্রচারিত এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিজ্ঞানে নারীদের নেতৃত্বের পদে উন্নীত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে আমাদের নারী বিজ্ঞানীদের কাজকে স্বীকৃতি ও প্রণোদনার মাধ্যমে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রী সমাবেশে অংশ নেওয়া সকলকে তাঁর শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের বিশ^ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি তার সমাধান খোঁজায় গবেষণা ও উদ্ভাবনে নিয়োজিত সকল নারীকে আমি অভিনন্দন জানাই। বিজ্ঞানে আমাদের আরও বেশি নারী ও মেয়েদের প্রয়োজন।”
শেখ হাসিনা আরো বলেন, তাঁর সরকার সারা বাংলাদেশে হাজার হাজার নারী ও মেয়েকে ডিজিটালভাবে ক্ষমতায়ন করছে।
তিনি বলেন, “ডিজিটাল মার্কেটপ্লেসে তাদের প্রাণবন্ত উপস্থিতি দেখে আমি আনন্দিত বোধ করি। আমরা তরুণ নারীদের আইটি ফ্রিল্যান্সার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।”
প্রধানমন্ত্রী ডিজিটাল অন্তর্ভূক্তির মাধ্যমে তাঁর দেশের প্রতিবন্ধী তরুণীদের জীবনে পরিবর্তন সাধন করতে চান।
শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার নারীদের কাজের ভবিষ্যত তৈরি করতে সাহায্য করার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাচ্ছে। আমরা সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও আইসিটি বিষয়ে শিক্ষা নেওয়া বাধ্যতামূলক করেছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, অতীতে উচ্চ শিক্ষায় বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা সন্তোষজনক ছিল না।
তিনি বলেন, তবে বর্তমানে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ নারী- যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের শতকরা হার ৩০ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গবেষণা এবং উদ্ভাবনী খাতে যে অনুদান প্রদান করে, তাতে নারীরা যেন অগ্রাধিকার পায়- তা নিশ্চিত করেছে।
তিনি বলেন, “আমাদের তরুণ মেয়েদের ‘স্মার্ট বাংলাদেশ’-এর রূপকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত হতে হবে। আমি সবসময় বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী ও মেয়েদের শিক্ষার প্রতি নিবেদিত থাকব।”

দ্রব্যমূল্য বৃদ্ধির একটি কারণ পণ্য পরিবহনে চাঁদাবাজি। তাই এ বিষয়ে খুবই শক্ত ব্যবস্থা নিতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন ...
07/02/2024

দ্রব্যমূল্য বৃদ্ধির একটি কারণ পণ্য পরিবহনে চাঁদাবাজি। তাই এ বিষয়ে খুবই শক্ত ব্যবস্থা নিতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়া, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া, কর আদায়ের আওতা বাড়ানোসহ সচিবদের প্রতি আরও একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘সচিব সভায়’ এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।


゚ ゚viralシ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কূটনৈতিক উদ্যোগ রমজান মাসে পেঁয়াজ ও চিনির আমদানি প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ভারত ভ...
06/02/2024

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কূটনৈতিক উদ্যোগ
রমজান মাসে পেঁয়াজ ও চিনির আমদানি প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ভারত

ভারতের সঙ্গে পেঁয়াজ ও চিনি নিয়ে একটি প্রতিবন্ধকতা ছিল। এখন তা কেটে গেছে। ভারতের বাণিজ্যমন্ত্রী রমজান উপলক্ষে পেঁয়াজ ও চিনি আমদানির প্রক্রিয়া সহজ করার কথা জানিয়েছেন। এতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পাবেন।

[ সূত্র বাংলা ট্রিবিউন ]
৪ ফেব্রুয়ারি ২০২৪

#দ্রব্যমূল্য #রমজানমাস

বৈশ্বিক সঙ্কটেও বাংলাদেশের সাফল্যবছরের শুরুতেই রেকর্ড পরিমাণ রফতানি আয়●জানুয়ারিতে আয় ৫.৭২ বিলিয়ন ডলার ●গত বছরের তুলনায় ...
06/02/2024

বৈশ্বিক সঙ্কটেও বাংলাদেশের সাফল্য
বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ রফতানি আয়
●জানুয়ারিতে আয় ৫.৭২ বিলিয়ন ডলার
●গত বছরের তুলনায় যা ১১.৪৫ শতাংশ বেশি

জানুয়ারিতে রেমিট্যান্সের পর রফতানি আয়েও রেকর্ড করলো বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট রফতানি মূল্য সদ্য বিদায়ী জানুয়ারিতে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের সব রেকর্ড ভেঙেছে। ইপিবির হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন

বিখ্যাত জরিপ সংস্থা লয়েডস-এর প্রতিবেদনবিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭ তমবিশ্বের বন্দরগুলো...
05/02/2024

বিখ্যাত জরিপ সংস্থা লয়েডস-এর প্রতিবেদন
বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায়
চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭ তম

বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যার নিরিখে প্রতিবছর শীর্ষ ১০০ বন্দরের তালিকা করে লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট। কয়েক বছর ধরে এই তালিকায় শীর্ষ ১০০ বন্দরের মধ্যে অবস্থান করছে চট্টগ্রাম বন্দর। সর্বশেষ ২০২৩ সালের তালিকায় এর অবস্থান ৬৭তম।
সূত্রঃ কালের কণ্ঠ

যশোরে প্রথমবারের মতো চিয়া সিড ও কিনোয়া ফসলের চাষনতুন স্বপ্নে বিভোর চাষিরা। #বাংলাদেশ  #যশোর  #উন্নয়ন  #কৃষি
05/02/2024

যশোরে প্রথমবারের মতো
চিয়া সিড ও কিনোয়া ফসলের চাষ
নতুন স্বপ্নে বিভোর চাষিরা।

#বাংলাদেশ #যশোর #উন্নয়ন #কৃষি

বাংলাদেশের অগ্রযাত্রায় প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ লর্ডস ও এমপিরা। একইসঙ্গে টানা চ...
05/02/2024

বাংলাদেশের অগ্রযাত্রায় প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ লর্ডস ও এমপিরা। একইসঙ্গে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনার সুনাম করেন তারা।

বাংলাদেশ ও ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ। ১৯৭১ সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রিটেন সফরের মাধ্যমে যে দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে, তা এখনো অটুট আছে।

সম্প্রতি ব্রিটিশ হাউস অব লর্ডসের কমিটি রুমে ব্রিটেনের সাবেক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী ব্যারেনাস ভার্মার উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ শীর্ষক সভা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী লর্ডস সদস্য ও এমপিরা।

যুক্তরাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি তারা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অনুষ্ঠানে আগত ব্রিটিশ লর্ডস ও এমপিরা।

ব্রিটিশ লর্ড ডেভিড ইভানস বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুক্তরাজ্যের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।

তারা বলেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশেই রয়েছে বলে জানান তারা।

#শেখহাসিনা #বাংলাদেশ #উন্নয়ন #ব্রিটিশ #অর্থনৈতিক

অর্থনৈতিক সমৃদ্ধির চট্টগ্রাম বন্দর●২০২৩ সালে সাশ্রয় ১,২০০ কোটি টাকা●কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধির হার ২১%●৭% আয় বৃদ্ধ...
05/02/2024

অর্থনৈতিক সমৃদ্ধির চট্টগ্রাম বন্দর

●২০২৩ সালে সাশ্রয় ১,২০০ কোটি টাকা
●কন্টেইনার হ্যান্ডেলিং প্রবৃদ্ধির হার ২১%
●৭% আয় বৃদ্ধি
----
উন্নতির মহাশিখরে আরোহণ করছে বাংলাদেশ। একের পর এক দুর্ভেদ্য প্রতিকূলতা জয় করে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাস্তব হতে চলেছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুকন্যা এনে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।
অর্থনীতিবিদদের ভাষ্য মতে, এই সাফল্যে অবিচ্ছেদ্য অবদান চট্টগ্রাম বন্দরের। দেশের যা কিছু অর্জন, তার মূলে এই বন্দর। দখিন কোণের শহর চট্টগ্রামের বুক চিরে বয়ে চলা কর্ণফুলী নদীর মোহনায় ১৮৮৬ সালে যাত্রা শুরু। ১৩৬ বছরে সেই বন্দরই দেশের অর্থনীতির প্রাণভোমরা।
বন্দর কর্তৃপক্ষ একে আখ্যায়িত করেছে ‘সমৃদ্ধির স্বর্ণদ্বার’ বলে। কেননা এই বন্দর বাংলাদেশের শির উঁচু করেছে বিশ্বভুবনে। বাণিজ্যে দিয়েছে গতি। স্বপ্নের সঙ্গে সমন্বয় করে এগিয়ে চলছে দুর্বার।

সূত্রঃ কালের কণ্ঠ

নেত্রকোণায় ৬০০ কোটি টাকার সবজি উৎপাদন কৃষকের মুখে হাসি #বাংলাদেশ      #রোলমডেল  #উৎপাদন  #উন্নয়ন  #শেখহাসিনা  #কৃষক  #স...
05/02/2024

নেত্রকোণায় ৬০০ কোটি টাকার সবজি উৎপাদন কৃষকের মুখে হাসি

#বাংলাদেশ #রোলমডেল #উৎপাদন #উন্নয়ন #শেখহাসিনা #কৃষক #সবজি #নেত্রকোণা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Once Again Sheikh Hasina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share