একতা টেলিভিশন- Ekota TV

একতা টেলিভিশন- Ekota TV আসবেই দিন সমতার...
একতা টেলিভিশন- আমরা নিরপেক্ষ নই, আমরা শোষিত-নিপীড়িত মানুষের পক্ষে।

“জনগণের অজান্তে গোপন চুক্তি চলবে না”যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি অবিলম্বে প্রকাশের দাবি সিপিবি’রবাংলাদেশের কমিউনিস্ট প...
02/08/2025

“জনগণের অজান্তে গোপন চুক্তি চলবে না”
যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি অবিলম্বে প্রকাশের দাবি সিপিবি’র

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২ আগস্ট ২০২৫ এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ জানতে চায় কোন কোন বিষয়ে, কতটা ছাড় দিয়ে, কী ধরনের প্রতিশ্রুতি দিয়ে এই চুক্তি সম্পাদিত হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে অন্ধকারে রাখা গণতন্ত্র বিরোধী এবং সংবিধানপরিপন্থী। বর্তমানে এই চুক্তি নিয়ে দেশজুড়ে উদ্বেগ, সংশয় ও আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা সরকার উপেক্ষা করতে পারে না।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে আগে যেখানে বাংলাদেশের পণ্যের ওপর ১৫ থেকে সাড়ে ১৬ শতাংশ শুল্ক ছিল, আলোচনার পর এখন তা দাঁড়িয়েছে ৩৫ থেকে সাড়ে ৩৭ শতাংশে। বলা হচ্ছে আলোচনার মাধ্যমে
১৫ শতাংশ শুল্ক ‘ছাড়’ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ছাড়ের বিপরীতে বাংলাদেশ কী কী ছাড় দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে যখন নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (NDA)-এর আওতায় অনেক তথ্য গোপন রাখা হয়েছে, তখন সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, তার দায় ভবিষ্যতের নির্বাচিত সরকার ও জনগণের ওপর পড়বে এই ধরনের আচরণ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিনড়ব সূত্রে জানা যাচ্ছে, এই তথাকথিত ‘ছাড়’-এর বিপরীতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম ও এলএনজি কিনতে হবে, ২৫টি বোয়িং বিমান কিনতে হবে, ১১০টি মার্কিন
পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হচ্ছে এবং বাংলাদেশের গভীর সমুদ্রের খনিজ সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে জনমনে আশংকা তৈরি হয়েছে। পাশাপাশি, অন্যান্য দেশের সঙ্গে সামরিক
ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও ভূরাজনৈতিক সমঝোতা জোরদার করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। এতে করে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা এবং কূটনৈতিক ভারসাম্য
মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে। এসব বিষয় পরিষ্কার করার দায়িত্ব সরকারের। অবিলম্বে চুক্তি প্রকাশ করে জনগণের সংশয় সরকারকেই দূর করতে হবে।

সিপিবি নেতৃবৃন্দ স্পষ্টভাবে উল্লেখ করেন, জাতীয় স্বার্থবিরোধী, অসম ও অন্যায্য কোনো চুক্তিই জনগণের কাছে গ্রহণযোগ্য নয় সে যে সরকারের আমলেই হোক না কেন। জনগণের সঙ্গে আলোচনা ও সংসদে আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া এ ধরনের গোপন চুক্তি সম্পাদনের কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকারসরকারের নেই।

02/08/2025

শিক্ষার্থী-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা...

02/08/2025

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিকশা শ্রমিক ও শ্রমজীবীদের 'স্মরণ' শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ...

01/08/2025

আগামীকাল দ্রোহযাত্রা

01/08/2025

"অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা,কাজের অধিকার, ইন্টারনেট প্রাপ্তির অধিকার এগুলোকে মৌলিক অধিকার এবং আইনগত ভাবে স্বীকৃতি দিতে হবে" জাতীয় ঐক্যমত কমিশনে সিপিবি'র সাধারণ সম্পাদক, রুহিন হোসেন প্রিন্স

31/07/2025
31/07/2025

"গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষ যারা বৈষম্যবিলোপ চেয়েছিল তাদের যদি পথ দেখাতে হয় এবং বর্তমানের নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করতে হয়, তাহলে কালোটাকা-মুক্ত, পেশিশক্তি-মুক্ত, ধর্মের অপব্যবহার-মুক্ত, প্রশাসনের কারসাজিমুক্ত অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন দরকার।"
সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য, আবদুল্লাহ কাফি রতন

গণঅভ্যুত্থানের এক বছর: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা

৩১ জুলাই ২০২৫।

31/07/2025

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে।
রাষ্ট্রপতি পদে নিয়োগ পদ্ধতি বিষয়ে আলোচনা করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক, রুহিন হোসেন প্রিন্স

৩১ জুলাই ২০২৫

30/07/2025

ঐক্যমত কমিশনের সাথে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংশ্লিষ্ট বিষয়ে কথা বলছেন সিপিবি'র সাধারণ সম্পাদক, রুহিন হোসেন প্রিন্স

৩০ জুলাই ২০২৫।

30/07/2025

"হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। একই প্রশাসন, সামরিক ও বেসামরিক আমলা, লুটেরা ধনিক শ্রেণি, আধিপত্যবাদী সাম্রাজ্য শক্তি—সবই এই ব্যবস্থার মধ্যেই রয়েছে।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র প্রেসিডিয়াম সদস্য, সাজ্জাদ জহির চন্দন

"গণঅভ্যুত্থানের এক বছর: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা

৩০ জুলাই ২০২৫।

30/07/2025

উপ-সহকারী প্রকৌশলী চাকুরী প্রত্যাশীবৃন্দর ৫ দফা দাবিতে মানববন্ধন।
"স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি )" এর "উপ-সহকারী প্রকৌশলী" পদে হয়রানি মূলক নিয়োগ প্রক্রিয়াও অবাঞ্ছিত প্রকল্প কর্মকর্তা আত্তিকরনের বিরুদ্ধে মানববন্ধন"
ডুয়েট গেট, জয়দেবপুর, গাজিপুর।

তারিখঃ ২৯-০৭-২০২৫ ইং।

30/07/2025

উইনটেক্স গ্লোভস এর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সচিবালয়ে অভিমুখী বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা...

৩০ জুলাই ২০২৫,

Address

Mukti Bhaban
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when একতা টেলিভিশন- Ekota TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একতা টেলিভিশন- Ekota TV:

Share

Category