Beyond Nazim

Beyond Nazim A journey to discover, create and inspire

কলিকাতা তে কাক্কুর সাথে দেখা হয়ে গেল‌। মিস ইউ কাক্কু😁আপনি ও চাইলে এইরকম সেলফি তুলতে পারবেন You will only need a prompt....
06/07/2025

কলিকাতা তে কাক্কুর সাথে দেখা হয়ে গেল‌। মিস ইউ কাক্কু😁
আপনি ও চাইলে এইরকম সেলফি তুলতে পারবেন
You will only need a prompt.😜

"আয়াতুল্লাহ আলি খামেনি" Remember The Name.
25/06/2025

"আয়াতুল্লাহ আলি খামেনি" Remember The Name.

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নি'হ'ত হন, তাহলে তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ আলেমের নাম নির্ধারণ ক...
22/06/2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নি'হ'ত হন, তাহলে তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ আলেমের নাম নির্ধারণ করে গেছেন তিনি। খামেনি নির্দেশ দিয়েছেন, যদি তাকে হ'ত্যা করা হয়, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এই তিনজনের মধ্য থেকেই একজনকে নির্বাচিত করবে। শনিবার ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনজন হলেন মোজতবা খামেনি, আলিরেজা আরাফি, আলী আসগর হেজাজি।

১,মোজতবা খামেনি

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৫৫ বছর বয়সি ছেলে মোজতবা একজন মধ্যম স্তরের ধর্মযাজক, যিনি মূলত জনসাধারণের দৃষ্টির বাইরে থেকেই কাজ করেন। নিরাপত্তা ও রাজনৈতিক বিষয় সমন্বয়ের ক্ষেত্রে তিনি পর্দার অন্তরালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয় এবং বিশেষ করে তিনি বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ। অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন যে খামেনি নীরবে তাকে উত্তরাধিকারের জন্য প্রস্তুত করছেন। তবে, ক্ষমতার একটি বংশীয় হস্তান্তর ইরানের মতো রক্ষণশীল প্রতিষ্ঠানের মধ্যে প্রতিরোধের সম্মুখীন হতে পারে।

২,আলিরেজা আরাফি

আলিরেজা আরাফি খামেনির একজন অত্যন্ত বিশ্বাসযোগ্য সহযোগী। আরাফি গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন। যেমন- বিশেষজ্ঞরা পরিষদের উপ-সভাপতি, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, এবং কুম শহরের শুক্রবারের নামাজের নেতা। তার ইরানের ক্ষমতার কাঠামোর প্রতি গভীর জ্ঞান এবং বোঝাপড়া রয়েছে তার।

৩,আলী আসগর হেজাজি

সর্বোচ্চ নেতার কার্যালয়ে রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক উপ-পরিচালক হিসেবে পরিচিত হেজাজির পর্দার আড়ালে বিশাল প্রভাব রয়েছে। রয়টার্স তাকে দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছে। তিনি নিরাপত্তা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করে থাকেন। গার্ড ও ধর্মীয় এলিট উভয়ের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি একজন ধর্মীয় নেতা নন, তবে খামেনির সঙ্গে তার সান্নিধ্য তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ করে তুলেছে।

Share!

19/06/2025

Iranian Missiles Hit Israel This Morning


তার বাসাটা ন্যাভাল বেইজ ক্যাম্পের সাথে। ওই লাইনের সবগুলো বাসাই গুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি, তার বাসাটাও অক্ষত। (ন্যাভাল বেই...
18/06/2025

তার বাসাটা ন্যাভাল বেইজ ক্যাম্পের সাথে। ওই লাইনের সবগুলো বাসাই গুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি, তার বাসাটাও অক্ষত। (ন্যাভাল বেইজ ক্যাম্পের সাথে হওয়াতে প্রতিটা বাসাই ক্ষতিগ্রস্ত। তার বাসাকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়নি।)

কিন্তু কিছু ভিউ ব্যবসায়ী রিপোর্ট করছে:

১. বাংলাদেশী কূটনীতিকের বাসায় ইজরায়েলের হামলা।
২. বাংলাদেশী কূটনীতিকের বাসা টার্গেট করে ইজরায়েলের হামলা।
৩. ইস্তানবুলে অবস্থানরত ইরানের প্রথম সচিবের বাসায় ইজরায়েলের হামলার দাবি।
৪. তার সাথে নেতা নিয়াহুর ছবি জুড়ে দিয়ে এমনও নিউজ প্রকাশ করা হয়েছে যে, নেতা নিয়াহু যেনো নিজেই তার বাসায় এসে হামলা চালিয়ে গিয়েছে।
এদের মনুষ্যত্ব বোধ কোথায়?

17/06/2025

🛑 ইরানে অবস্থানরত প্রিয় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা 🛑

যারা ইরানে বৈধভাবে অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী, আজ রাতের মধ্যেই আপনাদের পাসপোর্টের কপি নিচের ইমেইলে পাঠিয়ে দিন:
📩 [email protected]
⚠️ দয়া করে কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।
আর যারা অবৈধভাবে অবস্থান করছেন, তারা নিচের যেকোনো একটি হাতে রাখেন:
✅ পাসপোর্ট
✅ NID
✅ সুরক্ষা সেবা বিভাগের রেজিস্ট্রেশন
✅ নিজ উপজেলার UNO-এর সুপারিশপত্র
তাহলে সেগুলোর কপি পাঠিয়ে দিন এই ঠিকানায়:
📩 [email protected]
🤝 কথা দিচ্ছি — ইনশাআল্লাহ, আমরা নিরাপদেই ইরান ছাড়বো।
📌 মূল পোস্টটি কমেন্টে থাকবে।
🙏 দয়া করে উপরের এই দুই বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে ইমেইল করবেন না।

এই পোস্টটি যতটা সম্ভব শেয়ার করুন, যেন প্রতিটি বাংলাদেশি ভাই-বোন এই বার্তাটি পেতে পারেন।


এমন একটি ছবি তুমি চাইলে বাসায় বসেই বানিয়ে ফেলতে পারো😁  শুধু একটি prompt লাগবে। Comment "prompt" I will send you the pr...
17/06/2025

এমন একটি ছবি তুমি চাইলে বাসায় বসেই বানিয়ে ফেলতে পারো😁 শুধু একটি prompt লাগবে।
Comment "prompt" I will send you the prompt.

আম্লিগ যাওয়ার পরে তারা আমারে "কুফা-আল হাসান" কোইতি। ওহন দেখ বন্ধু রাষ্ট্র থুয়া শত্রু রাষ্ট্রে খেললাম, আবার যে দলে খেলল...
26/05/2025

আম্লিগ যাওয়ার পরে তারা আমারে "কুফা-আল হাসান" কোইতি।
ওহন দেখ বন্ধু রাষ্ট্র থুয়া শত্রু রাষ্ট্রে খেললাম, আবার যে দলে খেললাম ঐ দল চ্যাম্পিয়ন ও হোইলো।
আসলে কুফা টা কে রে?

অভদ্রদের সমাজে ভদ্র মানুষ বড়ই বেমানান! যেখানে সম্মান, শালীনতা আর ন্যায়ের ভাষা কেউ বোঝে না। সেখানে ভদ্রতা হয় দুর্বলতার ন...
25/05/2025

অভদ্রদের সমাজে ভদ্র মানুষ বড়ই বেমানান! যেখানে সম্মান, শালীনতা আর ন্যায়ের ভাষা কেউ বোঝে না।
সেখানে ভদ্রতা হয় দুর্বলতার নাম।
এই সমাজ টা কে পরিবর্তন করতে হবে এটা বলাটাই যেন অপরাধ!
তবু যারা সত্যের পথে দাঁড়ায়, তারাই আসলে সময়ের আসল সাহসী।

প্রয়োজনে দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির সমস্ত ময়লা আমি একাই পরিষ্কার করবো, তবুও আমাকে মেয়োর বানাতে হবে। বক্তব্যে: অব...
24/05/2025

প্রয়োজনে দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির সমস্ত ময়লা আমি একাই পরিষ্কার করবো, তবুও আমাকে মেয়োর বানাতে হবে।

বক্তব্যে: অবৈধ নির্বাচনের বৈধ মেয়োর সাহেব।


Address

Dhaka
1310

Telephone

+8801867358993

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Nazim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beyond Nazim:

Share