Metro Lifestyle vlog bd

Metro Lifestyle vlog bd পেজ এ ঘুরতে আসছেন ঠিক আছে,যাওয়ার সময় একটা ফলো দিয়ে যাবেন প্লিজ🥹
(2)

With Metro Lifestyle vlog bd – I just got recognized as one of their top fans! 🎉
23/01/2025

With Metro Lifestyle vlog bd – I just got recognized as one of their top fans! 🎉

18/12/2024

একটা মেয়েকে ঘরের বউ করে তোলার সময় (বিশেষত) মায়েরা জানবেন;

বিয়ের মরশুমের এত্ত হাসি মুখ;এত উৎসাহ উতসব আয়োজন; এই প্রাণবন্ত মেয়েরা সকলে সংসার করতে যায়। ঘর বানাতে যায়।বাবা মায়ের প্রচন্ড আদরের সন্তান একদিন চোখে প্রচুর স্বপ্ন মনে অগাধ আশা আর বিশ্বাস নিয়ে নিজের ঘর ছেড়ে অন্য ঘর সাজাবে বলে পাড়ি দেয়।পাকাপোক্তভাবে সেখানে বসত করবে বলে একটা সুটকেস গুছিয়ে বেরিয়ে যায় নিজের ঘর ছেড়ে।বাবা মায়ের বাড়িতে তখন তারা অস্থায়ী হয়ে যায়।
তাই;
●আপনার ঘরে যে মেয়েটি সারাজীবনের জন্য থাকতে যাচ্ছে সে একটা অন্য বাড়িতে বড় হয়েছে।স্বাভাবিক ভাবেই তার বাড়ির রুলস্ & রিচুয়ালস্ আপনার বাড়ির চেয়ে আলাদা হবে। সে একদিনে আপনার বাড়ির নিয়ম মতো হবে না এবং সারাজীবনে কোনোদিনই একশো শতাংশ মিলবে না। এটা বুঝুন।

●অনেকেই ইন্ট্রোভার্ট। কথা কম বলে। তাই প্রথমেই অহঙ্কার ভেবে নেবেন না।হয়ত সে বুঝে নিয়ে মিশতে চাইছে। আলাপী হতে অনেকের সময় লাগে। তাকে অবজার্ব করুন।

●বাবার বাড়ির কোনো বিশেষ বিষয় নিয়ে তাকে খোঁটা দেবেন না। কোনটা সোনা কোনটা ইমিটিশন; তত্ত্ব কটা এল এ নিয়ে খুব একটা প্রশ্নবাণে জর্জরিত না করে তার সাথে সহানুভূতিশীল হোন।

● তার ছোটোখাটো ভুলচুক, ম্যানারস্, আচার আচরণ নিয়ে পাহাড়-পর্বত করবেন না। সে হয়ত সংসারের কিছুই জানে না। কথায় কথায় ক্রিটিসাইজ না করে একটু ধৈর্য্য ধরুন।

●সে যেমন, যতটা সম্ভব তাকে তেমনভাবে গ্রহণ করুন তাহলে সেও আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারবে । ফ্লেক্সিবেল হোন।

●সে আপনার বাড়ির অতিথি বা বাড়ির মেয়ে কোনোটাই নয়।বাড়ির নতুন বৌ বোধহয় অতিথি আর মেয়ের মাঝামাঝি কিছু একটা। তাই তার কাছে প্রথম থেকেই পাহাড় সমান এক্সপেক্টেশন রাখবেন না আবার অতিথির মতো ঘরের ইনভল্বমেন্ট থেকে দূরে সরিয়ে রাখবেন না।

● আপনাদের পারিবারিক আলাপে তাকে খুলে অংশগ্রহণ করতে দিন। ভাসুরের সামনে অমুক বলল কেন; শ্বশুরের সামনে তমুক বলা টা ঠিক হয়নি এসব মনে পুষে রাখবেন না। পরে আড়ালে তাকে বুঝিয়ে বলুন ।সে আস্তে আস্তে স্থান-কাল-পাত্র বুঝে যাবে।

●স্টাডি এবং কেরিয়ার ফোকাসড্ মেয়ে হলে বিয়ের পর অনেকেই সংসারের কাজ দ্রুত পারে না। সময়েই সময়ের কাজ করতে হবে এমন দাবি না রেখে একটু মানিয়ে নিন।

●বিয়ে হয়েছে মানে 24×7 সংসার সামলাতে হবে এই এক্সপেক্টেশন রাখবেন না। তার নিজস্ব জগতকে সম্মান করুন প্রয়োজনে আপনিও মি টাইম বার করে ফেলুন।

●পজেটিভ ওয়েতে কথা বলুন "কিছুই পারো না" এর বদলে "এভাবে চেষ্টা করলে সুবিধা হবে" এমন বলুন। আপনি পজেটিভ থাকলে তার মধ্যেও নেগেটিভিটি আসবে না। ভয়-ভীতি কাটবে।

এবং সারকথা ; বিয়ে হল মানেই আপনার ছেলেটি আপনার থেকে দূরে সরে গেল না। কেউ তাকে তাবিজও করতে আসেনি।তাকে নিয়ে আলাদা থাকবে বলেও আসেনি।বরং আপনার বার্ধক্যে বা অনুপস্থিতিতে আপনার মতো করেই আপনার সন্তানকে দেখার জন্য একজন এলো। তাকে কদর করুন। আপনিও বার্ধক্যে একজন মনের মতো সঙ্গী পাবেন।

এখন আপনি ভাবতে পারেন একতরফা বলছি।বৌ-দের ও মানিয়ে নেবার অনেক দায়িত্ব থাকে। আলবাদ থাকে।
তবে কি, বিয়ের মতো রাজনীতি আর কি বা আছে তাতো আপনিও জানেন এত বছরের অভিজ্ঞতায়। সেই রাজনৈতিক ময়দানে পূর্ব প্রস্তুতি ছাড়া একটি মেয়ে এসে পড়েছে। সংসার জীবনে অজ্ঞাত অথচ সংসার করতে চায়।
সংসার করবে বলে নিজের বাড়ি ছেড়ে একা আপনার সম্পূর্ণ পরিবারের সদস্য হয়েছে। আপনার পরিবারে। আপনার কালচারে। আপনাদের মধ্যে। আপনার ছেলের প্রতি আশ্বস্ত হয়ে।
তাই কোঅপরেশন বা কম্প্রোমাইজ টা আপনাদের দিক থেকে একটু বেশিই হোক। আপনি নাহয় সপরিবারে একটা নতুন মানুষের দিকে আগে হাত বাড়ালেন। তাতে ক্ষতি কি!

13/12/2024
12/12/2024

Need 100 STAR

12/12/2024

12/12/2024

শুভ সকাল
have a nice day

10/12/2024

বাসায় চিংড়ি মাছ থাকলে এই রেসিপি ট্রাই করে দেখেন।পোলাও এর সাথে খেতে সেই মজা💝

08/12/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Bayzied Islam Bappy

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
06/12/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

03/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Dhaka

Telephone

01611333882

Website

https://www.facebook.com/rftextile?mibextid=ZbWKwL

Alerts

Be the first to know and let us send you an email when Metro Lifestyle vlog bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Lifestyle vlog bd:

Share

Category