Nishadul Akash

Nishadul Akash রক্তযোদ্ধা
১৭বার কমপ্লিট ১৮ বারের অপেক্ষায়

পাশে থাকলে পাশে পাবেন
Follow to follow Back✌️
(5)

15/09/2025

আমিন ইয়া আল্লাহ ❤️

যে মানুষটা টেস্ট ক্রিকেটকে বানিয়েছেন টি-২০,তিনি টি-২০ ক্রিকেটকে কি বানাবেন? সেটা দেখার জন্যই এতোদিন অপেক্ষায় ছিলাম !!টি-...
13/09/2025

যে মানুষটা টেস্ট ক্রিকেটকে বানিয়েছেন টি-২০,
তিনি টি-২০ ক্রিকেটকে কি বানাবেন? সেটা দেখার জন্যই এতোদিন অপেক্ষায় ছিলাম !!

টি-২০ তে ৩০০ রান?
তাও কোয়ালিটি বোলিং লাইনের বিরুদ্ধে?
একজন 'ব্রেন্ডন ম্যাককালাম' না থাকলে হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসব চিন্তাও করা যেতোনা !!

ইংল্যান্ড তাদের এযাবৎকালের সবচেয়ে সেরা সিদ্ধান্ত নিয়েছিলো, সাদা বলের ক্রিকেটে কোচ হিসাবে 'ব্রেন্ডন ম্যাককালাম'কে দায়িত্ব দিয়ে !!

টি২০ তে ৩০০ রান, এটা মাত্র শুরু।
আগামীতে এই মানুষটা কি কি করাবেন উনার দলকে দিয়ে, এটাই এখন ভাবার বিষয় !!


04/09/2025

Leo Messi Tomorrow will play his last match in Argentina field. 💔🙏

🔴স'র্ত'ক'তা👇👉 🖼  আপনার ফোনের পার্সোনাল ছবি। এক কথায় আপনার ফোনের সকল ছবি, অন্যের ফোনে চলে যাচ্ছে কি, বা অন্য কেউ তার ফোনে...
02/09/2025

🔴স'র্ত'ক'তা👇

👉 🖼 আপনার ফোনের পার্সোনাল ছবি। এক কথায় আপনার ফোনের সকল ছবি, অন্যের ফোনে চলে যাচ্ছে কি, বা অন্য কেউ তার ফোনে আপনার অ'জা'ন্তে'ই নিয়ে যাচ্ছে কি কিভাবে দেখবেন বা বুঝবেন।

👉 যদি আপনার ফোনের সকল ছবি অন্য কেউ তার ফোনে আপনার অ'জা'ন্তে'ই নিয়ে যায়, বা দেখে কিভাবে সেই স'ম'স্যা থেকে উ'দ্ধা'র হবেন। আমি নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।

👉 ১/ আপনার ফোনের ( Photos ) অ্যাপ ওপেন করে নিবেন।

👉 ২/ এরপর ডান সাইটে প্রফাইল অর্থাৎ জিমেইল লোগো দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৩/ এরপর নিচের দিকে ( Photos setting ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৪/ এরপর কিছু অপশন আসবে, ওখানে ( sharing ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৫/ এরপর উপরে ( Partner sharing ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবন।

👉 ৬/ এরপর আপনি যদি কোনো জিমেইল একাউন্ট দেখতে পান। এবং জিমেইল একাউন্ট টা যদি আপনার না হয়। তাহলে আপনার ফোনের ছবি ওই জিমেইল একাউন্ট যার তার ফোনে চলে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে।

✅ সমাধান👇

👉 ৭/ ওখানেই নিচে ( Remove partner ) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

👉 ৮/ এরপর ( Remove ) অপশনে ক্লিক করবেন।

✅ এরপর থেকে ওই জিমেইল একাউন্ট যার তার ফোনে আপনার ফোনের কোনো ছবি আর যাবে না বা তার ফোনে আপনার ফোনে থাকা কোনো ছবি দেখতে পাবে নাহ।

02/09/2025

বছর প্রায় শেষের দিকে,
সময়ের অপচয় ছাড়া কিছুই অর্জন করতে পারিনি !🖤

আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।👉 ৩১ আগস্ট, ২০২৫ থে...
30/08/2025

আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমিঃ এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে 👌
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না 👌

30/08/2025

অসম্ভব সুন্দর পরিবেশ ❤️

29/08/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন;
আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ) 🤍

28/08/2025

ইনশাআল্লাহ ❤️

14/08/2025

প্রকৃতির সৌন্দর্য আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে ❤️

13/08/2025

প্রকৃতির রুপ কত বৈচিত্র্যময়! চলেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই!🌸🍃

12/08/2025

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে গ্রামে ভ্রমণ করতে হবে ❤️

Address

Shivalaya
Dhaka

Telephone

+8801776600783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishadul Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share