The Campus Observer

The Campus Observer The campus observer.com is the leading Educational News Portal.Where you find all major University,

সব স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
02/03/2025

সব স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

26/02/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি...চলছে

26/02/2025

আত্মপ্রকাশ করল শিক্ষার্থীদের নতুন সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম
25/02/2025

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম

23/02/2025

বিহারি শিশুদের জন্য উর্দু একাডেমি প্রয়োজন, ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

22/02/2025
22/02/2025

ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে?

বাংলাদেশে এখন নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে সরগরম রাজনীতি। শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন কিংবা সেটি নিয়ে দ্বন্দ্ব, দলের নাম কী হবে- এরকম নানা বিষয় নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহের মূল কারণ দলটির উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা। এর পেছনে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।

কিন্তু এই আলোচনার মধ্যেই এখন জানা যাচ্ছে, ছাত্ররা একটি নতুন ছাত্র সংগঠনও গঠন করতে যাচ্ছেন।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক নতুন ছাত্র সংগঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

তারা বলেন, নতুন ছাত্র সংগঠন তৈরির কাজ শেষ পর্যায়ে। এমনকি রাজনৈতিক দল গঠনের আগেই ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটতে পারে এমন কথাও জানানো হয়।

27/12/2024

#বাংলাদেশে
#ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন ...
21/03/2024

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন আগে প্রেমিকার উপর রাগ করে ৪০ টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করেছে বড় ভাইকে। ওখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। ওখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে তাদের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে, স্বৈরাচার আছে।

সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। সাদা চামড়া স্তুতি, কালো চামড়ার নিন্দা।হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।

- মহাকাশ ও জোতির্বিজ্ঞান

মৃত্যু কত নিকটে কে জানতো বেইলি রোডে এই আগুনে শেষ হয়ে যাবে, কে জানতো আর ফেরা হবে না চলে গেলো অনেক তাজা প্রাণ,হে সৃষ্টিকর্...
02/03/2024

মৃত্যু কত নিকটে
কে জানতো বেইলি রোডে এই আগুনে শেষ হয়ে যাবে, কে জানতো আর ফেরা হবে না
চলে গেলো অনেক তাজা প্রাণ,
হে সৃষ্টিকর্তা তুমি আমদের সকল মহাপ্রোলয় থেকে রক্ষা কর 🙏

Address

Mirpur 1
Dhaka
1216

Telephone

01571746091

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Campus Observer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Campus Observer:

Share