30/09/2025
চব্বিশের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব। সেখানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিজের নীরব ভূমিকার জন্য ক্ষমা চেয়ে সাকিব লিখেছিলেন,
"আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।"
এই স্ট্যাটাস দেয়ার একবছরে খুনি গনহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায় কীভাবে?
বিন্দুমাত্র নৈতিক অবস্থান নাই এই সাকিবের। সে তার স্বার্থের জন্য যখন যেইটা দরকার তখন সেইটা করবে। যেইদিন সে কনভিন্সড হবে আপায় আর ফিরতে পারবে না। সেইদিন সে নির্বিবাদে হাসিনাকে ঠা / পাবে। এইটাই সাকিব। স্বার্থপর, লোভী, বিবেকহীন মানি মেশিন।