বাংলাদেশ ক্রিকেট নিউজ

বাংলাদেশ ক্রিকেট নিউজ ক্রিকেটের নিয়মিত আপডেট ও গুরুত্বপূর্ণ নিউজ পেতে পেইজটি ফলো করুন।

30/09/2025

চব্বিশের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব। সেখানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিজের নীরব ভূমিকার জন্য ক্ষমা চেয়ে সাকিব লিখেছিলেন,

"আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।"

এই স্ট্যাটাস দেয়ার একবছরে খুনি গনহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায় কীভাবে?

বিন্দুমাত্র নৈতিক অবস্থান নাই এই সাকিবের। সে তার স্বার্থের জন্য যখন যেইটা দরকার তখন সেইটা করবে। যেইদিন সে কনভিন্সড হবে আপায় আর ফিরতে পারবে না। সেইদিন সে নির্বিবাদে হাসিনাকে ঠা / পাবে। এইটাই সাকিব। স্বার্থপর, লোভী, বিবেকহীন মানি মেশিন।

29/09/2025

৫ অক্টোবরের পরে সাকিব : ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।

You know who.

যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.
ASIF

29/09/2025

যার বউ পোলাপান নিয়ে বিদেশে থাকে, দেশে আয় করে বিদেশে সম্পদ গড়ে তার আবার দেশপ্রেম।
রাজনৈতিক ফায়দালুটে টাকা পাচারকারী।

একদল লোককে ইদানীং দেখতেছি লম্বা চুল থাকলেই যারে তারে ধরে মাথা ন্যাড়া করে দিচ্ছে। তা, এই মালটাকে কি তাদের চোখে পড়ে না?
29/09/2025

একদল লোককে ইদানীং দেখতেছি লম্বা চুল থাকলেই যারে তারে ধরে মাথা ন্যাড়া করে দিচ্ছে। তা, এই মালটাকে কি তাদের চোখে পড়ে না?

আটত্রিশ বছরের  ব্যাডা সাতাত্তর বছরের এক নানিরে ডাকে আপা!
29/09/2025

আটত্রিশ বছরের ব্যাডা সাতাত্তর বছরের এক নানিরে ডাকে আপা!

29/09/2025

"বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য"

এশিয়া কাপের তিন  অধিনায়ক যাদের পারফরম্যান্স ছুটিতে গেছে 😁
29/09/2025

এশিয়া কাপের তিন অধিনায়ক যাদের পারফরম্যান্স ছুটিতে গেছে 😁

27/09/2025

ছেলেটা কালো বলে ট্রল করতে পারি না।

27/09/2025

২০২৪ সালের ৩০ জুলাই – পাল্লেকেলেতে (শেষবার এই দুই দল সুপার ওভারে মুখোমুখি হয়েছিল টি২০তে)

শ্রীলঙ্কা ২-২ (০.৪)
ভারত ৪-০ (০.১)

২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর – দুবাইয়ে (আরেকটি সুপার ওভার তাদের মধ্যে টি২০তে)

শ্রীলঙ্কা ২-২ (০.৫)
ভারত ৩-০ (০.১)

কি অদ্ভুত মিল! অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা!

25/09/2025

কান্ডজ্ঞানহীন ব্যাটিং, শামিম, জাকের,সোহান, ইমন এদের বাংলাদেশ টিম থেকে চিরতরে বাদ দেওয়া হোক।

25/09/2025

খানিকের ছেলেদের দেশে ঢুকতে দেওয়া উচিৎ না।

25/09/2025

16.0 Over
Bangladesh 90/6
Pakistan 94/6

Address

Dhaka
01920366867

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ক্রিকেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ ক্রিকেট নিউজ:

Share