বাংলাদেশ ক্রিকেট নিউজ

বাংলাদেশ ক্রিকেট নিউজ ক্রিকেটের নিয়মিত আপডেট ও গুরুত্বপূর্ণ নিউজ পেতে পেইজটি ফলো করুন।

29/10/2025

আইডিটা একদম বিটিভির মত হয়ে গেছে চ্যানেল আছে ফলোয়ার আছি কিন্তু দর্শক নাই!🙂

29/10/2025

ভিক্ষা হচ্ছে মানুষের শেষ আয়ের পথ। এরপর আর কোন পথ নেই। তেমনি শরীর দেখিয়ে উপার্জন হচ্ছে নারীদের শেষ আয়ের পথ। এরপর আর কোন পথ নেই৷

28/10/2025

বতর্মানে ১ জিবি এমবি কিনা আর আগেরকার দিনের ৫ শতাংশ জমি কিনা সমান!

26/10/2025

🇧🇩বাংলাদেশ Vs ওয়েস্ট ইন্ডিজ 🇯🇲
🏏১ ম টি-টোয়েন্টি ২৭/১০/২৫
🏏২য় টি-টোয়েন্টি ২৯/১০/২৫
🏏৩য় টি-টোয়েন্টি ৩১/১০/২৫
🕕সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬:০০ টায়।

26/10/2025

🇧🇩বাংলাদেশ 🆚 ওয়েস্ট ইন্ডিজ🇯🇲
🏆১ম টি-টোয়েন্টি 🏆
🕕আগামীকাল সন্ধ্যা ৬ টায়।
ভেন্যু :চট্রগ্রাম

21/10/2025

রিশাদকে নামানো যাইতো না?

21/10/2025

কেমন দেখলেন রিশাদ ঝড়
৩৯*(১৪)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যার্থ সাইফ হাসান। ১৬ বলে ৬ করে প্যাভিলিয়নে ফিরেছেন। আসলে সাইফ হাসান এসব স্লো...
21/10/2025

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যার্থ সাইফ হাসান। ১৬ বলে ৬ করে প্যাভিলিয়নে ফিরেছেন। আসলে সাইফ হাসান এসব স্লো ডেড পিচের ব্যাটার নন। শুধু সাইফ হাসান নন, সৌম্য সরকার, তানজিদ তামিমও। এসব পিচে এদের মতো ব্রোটাল এগ্রেসিভ স্টাইলের ব্যাটারদের খেলিয়ে ক্যারিয়ার নষ্ট করা ছাড়া আর কোনো সুবিধা আমার চোখে বোধগম্য হয়না। এখানে সাইফ হাসান কেন? বিরাট কোহালিও সুবিধা করতে পারবেনা। এসব পিচে দীর্ঘমেয়াদি খেলে গেলে এদেশের ব্যাটারদের মান কোনোদিনও উন্নয়ন হবেনা, বরং উদীয়মান টেলেন্টেড ব্যাটরা বাজে খেলে হতাশায় ভোগবে, এমনকি আত্মবিশ্বাস হারিয়ে নিজেকেও হারিয়ে ফেলবে।

বিসিবির এখনো উচিত এমন হোম গ্রাউন্ড কন্ডিশন থেকে নিজেদের বের করে আনা। না হয় এদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারে।

19/10/2025

বলা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতির পরিমাণ হতে পারে ১ বিলিয়ন ডলারের ও বেশি!অর্থাৎ বাংলাদেশি টাকায় ১০,০০০ কোটি টাকার ও বেশি। জানি না আমার দেশ কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে। ছোট ছোট উদ্যোক্তা থেকে বড় বড় ব্যবসায়ী- এতো বড় অঙ্কের টাকার ক্ষতি যে কারোর পক্ষে কাটিয়ে উঠা ই অসম্ভব, সেখানে আমাদের মতো ছোট গরীব দেশের পক্ষে কিভাবে সম্ভব হবে জানি না। একটা অর্থনীতি ভেঙে যাবার জন্যে হয়তো এমন একটি দুর্ঘটনা ই যথেষ্ট!

১৩ সেপ্টেম্বরে ২০১৯ তারিখে মি.অলরাউন্ডার বলেছিলেন মিরপুরের স্লো উইকেটে ১০/১৫ টা  ম্যাচ খেললে ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট...
18/10/2025

১৩ সেপ্টেম্বরে ২০১৯ তারিখে মি.অলরাউন্ডার বলেছিলেন মিরপুরের স্লো উইকেটে ১০/১৫ টা ম্যাচ খেললে ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে।

যাক অবশেষে হোম এডভান্টেজের জন্য জিতে গেল টিম বাংলাদেশ, এভাবে পিচ বানিয়ে  শত শত সিরিজ জেতা যাবে কিন্তু বিদেশের মাটিতে সির...
18/10/2025

যাক অবশেষে হোম এডভান্টেজের জন্য জিতে গেল টিম বাংলাদেশ, এভাবে পিচ বানিয়ে শত শত সিরিজ জেতা যাবে কিন্তু বিদেশের মাটিতে সিরিজ বা কোনো টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে পারবে টিম বাংলাদেশ?

Address

Dhaka
01920366867

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ক্রিকেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ ক্রিকেট নিউজ:

Share