Sports Ferry

Sports  Ferry We love sports,,,what do you love?,if you love,,you can stay with us....❤️❤️❤️❤️❤️

এই কুফা রিয়াল মাদ্রিদে আসার পর থেকে রিয়েলের খারাপ দিন শুরু
28/11/2024

এই কুফা রিয়াল মাদ্রিদে আসার পর থেকে রিয়েলের খারাপ দিন শুরু

13/06/2024

আজ ফর্মে ফিরলেন তামিম।

12/06/2024

এ জন্যই এত পছন্দ করি

★বাজে ফর্মের কারণে  জাতীয় দল থেকে বাদ পড়লেন লিটন কুমার দাস।তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে জাকের হাসান অনিকে।*লিটন...
16/03/2024

★বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেন লিটন কুমার দাস।তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে জাকের হাসান অনিকে।

*লিটন বেশ কিছু দিন দরে খুব বাজে ফর্মে আছেন, তিনি ব্যাটে রান পাচ্ছে না বরং নতুন বলে যুদ্ধ করতে হচ্ছে তাকে। তিনি বিপিএল ও তেমন ধারাবাহিক ছিলেন না।তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ১ম দুই ওয়ানডেতে যাথাক্রমে ১ও ২ বলে আউট হন। যার ফলে ৩য় ওয়ানডের দলে তাকে রাখা হয়নি।

★তায় যায়গায় নেওয়া হয়েছে ব্যাটার জাকের হাসান অনিককে,, আর এটা তার ভালো ফর্মের পুরষ্কার হিসেবে।সে বিপিএল এ খুব ভালো খেলেছে তা ছাড়া সে উইকেট কিপিং ও করতে পারে।তার পাওয়ার হিট করার সামর্থ আছে।

তাছাড়া প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু বলেন যে আমাদের দলে বিকল্প ওপেনার হিসেবে বিজয় অনেক দিন দরে দলের সাথেই আছে।এখন আমাদের এমন একজন কে দরকার যে মিডেল অর্ডার ও ফিনিশিং ভালো করতে পারবে। আর সে সকল সামর্থ্য অনিকের থাকায় তাকে দলে নেওয়া হয়েছে।

তবে নতুন নির্বাচকের এমন সাহসী পদক্ষেপের ফলে পাবে কী বাংলাদেশ।?

★★৭৭ রানের বিশাল ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়েছে পাপুয়া নিউগিনি। ম্যাচ সেরা হয়েছে অলরাউন্ডার চার্লস আমিনি।তিনি ব্যাট ...
16/03/2024

★★৭৭ রানের বিশাল ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়েছে পাপুয়া নিউগিনি। ম্যাচ সেরা হয়েছে অলরাউন্ডার চার্লস আমিনি।তিনি ব্যাট হাতে ৫৩ বলে৯১ রান করার পাশাপাশি, বল হাতে চার ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট।
★পাপুয়া নিউগিনি ব্যাট করতে নেমে আমিনির ৫৩ বলে ৯১ রান ও সিরাজের ৫৫ রানের উপর ভর করে ২০ ওভারে তিন উইকেটে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় পাপুয়া নিউগিনি।

★জবাবে মালয়েশিয়া ব্যাট করতে নেমে, ৮ রানে আজিজ আউট হলে চাপে পরে মালয়েশিয়া। পরে ছোট ছোট পার্টনারশিপ হলেও কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।পরে বীরেন্দ্রদীপ সিংহের ৩২ ও ফায়েজের ৩৬ রানে ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া।

★★ফলে পাপুয়া নিউগিনি ৭৭ রানের বিশাল জয় পায়।

★★পারবে কী বাংলাদেশ  শ্রীলঙ্কার  সাথে প্রতিশোধ নিতে,,,★কালকেই কী  বাংলাদেশ  ওয়ানডে সিরিজ জিতে টি২০ সিরিজ  হারের প্রতিশোধ...
14/03/2024

★★পারবে কী বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে প্রতিশোধ নিতে,,,

★কালকেই কী বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে টি২০ সিরিজ হারের প্রতিশোধ নিতে পারবে।?

কালকে বিকাল ২:৩০ মিনিটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা,,,ইতোমধ্যে ৩টার ১ম টিতে জিতে ৩ম্যাচের ওয়ানডে সিরিজে ১:০ তে এগিয়ে আছে বাংলাদেশ,,, তবে কালকেই সিরিজ জিতে নিতে পারবে কী বাংলাদেশ?? নাকি শ্রীলঙ্কার সাথে হেরে সমতায় ফিরবে বাংলাদেশ

যদিও টি২০ সিরিজে ২ঃ১ ব্যবধানে হারছে বাংলাদেশ,,, তবে সেখানে ১ম টি২০তে শ্রীলঙ্কা জিতলে ও ২য় টিতে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ,,,তবে শেষ টা হেরে টি২০ সিরিজ হারে বাংলাদেশ,,,

কালকে কী পারবে ২য় ওয়ানডেতে ওয়ানডে সিরিজ জিতে টি২০ সিরিজ হারের প্রতিশোধ নিতে????

★আপনি কী মনে করছে কালকে কে জীতবে????

মন্তব্য করে যাবেন।

রাত ৭টায় মাঠে নামছে গতবারের  ২ ফাইনালিস্ট,,, আপনার বাজি আজ কার পক্ষে  আমি কিন্তু  সিলেট সাপোর্ট  করছি,,আপনি করছেন কার?
26/01/2024

রাত ৭টায় মাঠে নামছে গতবারের ২ ফাইনালিস্ট,,, আপনার বাজি আজ কার পক্ষে আমি কিন্তু সিলেট সাপোর্ট করছি,,আপনি করছেন কার?

Congratulations team khulna tiger...
26/01/2024

Congratulations team khulna tiger...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sports Ferry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share