30/10/2025
শাবনূর, ওমর সানি 💑
একসাথে প্রথমবার পর্দায় আসেন ১৯৯৫ সালের শেষ দিকে 'প্রেমের অহংকার' ছবির মাধ্যমে।
প্রথম ছবিই হয় সুপার হিট। ১৯৯৫ সালের সেরা ১০ ব্যবসাসফল ছবির একটি ছিলো এটি।
ঐ বছর শাবনূরের দ্বিতীয় সেরা ব্যবসাসফল এবং ওমর সানির সেরা ব্যবসাসফল ছবি ছিলো এটি।
ছবির গানগুলোও দারুণ জনপ্রিয়তা পায়। আর শাবনূর ঐ বছরের জন্য একাই ডাবল নমিনেশন পায় বাচসাস পুরস্কারের আসরে। যার একটি তার সেরা ব্যবসাসফল ছবি স্বপ্নের ঠিকানার জন্য, আরেকটি এই ছবি অর্থাৎ প্রেমের অহংকারের জন্য। যদিও সবদিক থেকেই স্বপ্নের ঠিকানার পাল্লা ছিলো ভারি, তাই পুরস্কার স্বপ্নের ঠিকানা থেকেই আসে। তবে পাগলী চরিত্রে প্রেমের অহংকারে শাবনূরের অভিনয় নজর কাড়ে সবার। যার ফলে পরবর্তীতে অনেক ছবিতেই শাবনূরকে পাগলী চরিত্রে দেখা গেছে। বিশেষ করে ওমর সানির সাথে করা প্রায় সব ছবিতেই শাবনূর পাগলী চরিত্রে অভিনয় করেছে।
যাই হোক, ঐ ছবিতে শাবনূরের আরেক নায়ক ছিলো অমিত হাসান। শাবনূর- অমিত হাসান জুটিও পায় জনপ্রিয়তা। ইন ফ্যাক্ট, এ ছবির পর শাবনূর এবং অমিত হাসান জুটি একসাথে একের পর এক ছবি করতে থাকে।
কিন্তু ওমর সানির সাথে শাবনূর সালমান জীবিত থাকাকালীন আর কাজ করেনি। অনেকে বলেন মৌসুমী করতে দিতো না। যদিও এটা তাদের ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে আমার মন্তব্য নেই।
সালমানের মৃত্যুর পর সালমান- শাবনূরের অসমাপ্ত ছবি 'কে অপরাধী' (১৯৯৭) দিয়ে এ জুটি আবার কামব্যাক করে। 'কে অপরাধী' বক্স অফিসে মোটামুটি সাফল্য পায়। তবে ছবিটি বোদ্ধামহলে প্রশংসিত হয়। ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়।
১৯৯৮ সালে মন্দার বাজারেও শাবনূর- ওমর সানি অভিনীত একে একে তিনটি ছবি মুক্তি পায়। অধিকার চাই, মধুর মিলন, রঙ্গিন নয়ন মনি।
তিনটি ছবিই মোটামুটি ভালো রেস্পন্স পায়। তিনটি ছবিরই গান জনপ্রিয়তা পায়।
তবে প্রথম ছবি প্রেমের অহংকারের মতো অতোটা সাফল্য পায়নি এ জুটির বাকি ছবিগুলো।
তারপরও শাবনূর- ওমর সানি অভিনীত ৫টি ছবিই আজ পর্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ছবির গানগুলো।
ব্যবসায়িক ভিত্তিতে এ জুটির ৫টি ছবিকে সিরিয়াল অনুযায়ী সাজালে -
১- প্রেমের অহংকার (১৯৯৫)
২- মধুর মিলন (১৯৯৮)
৩- অধিকার চাই (১৯৯৮)
৪- কে অপরাধী (১৯৯৭)
৫- রঙ্গিন নয়ন মনি (১৯৯৮)
এ জুটির সেরা গানগুলো (মুক্তির ক্রমানুসারে)
১- প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার - প্রেমের অহংকার (১৯৯৫)
২- জীবনের গান আজ গাইবো - প্রেমের অহংকার (১৯৯৫)
৩- কি ছিলে আমার - কে অপরাধী (১৯৯৭)
৪- কত ভালোবাসি, কি যে ভালোবাসি - কে অপরাধী (১৯৯৭)
৫- মন মানে না, মানে না - অধিকার চাই (১৯৯৮)
৬- তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ - অধিকার চাই (১৯৯৮)
৭- বার বার শতবার - মধুর মিলন (১৯৯৮)
৮- চুল ধইরো না - রঙ্গিন নয়ন মনি (১৯৯৮)