Dfilmybuzz

Dfilmybuzz A Gossips Portal Based On Trendy Bangla Gossips and entertainment

শাবনূর, ওমর সানি 💑একসাথে প্রথমবার পর্দায় আসেন ১৯৯৫ সালের শেষ দিকে 'প্রেমের অহংকার' ছবির মাধ্যমে। প্রথম ছবিই হয় সুপার হিট...
30/10/2025

শাবনূর, ওমর সানি 💑

একসাথে প্রথমবার পর্দায় আসেন ১৯৯৫ সালের শেষ দিকে 'প্রেমের অহংকার' ছবির মাধ্যমে।
প্রথম ছবিই হয় সুপার হিট। ১৯৯৫ সালের সেরা ১০ ব্যবসাসফল ছবির একটি ছিলো এটি।

ঐ বছর শাবনূরের দ্বিতীয় সেরা ব্যবসাসফল এবং ওমর সানির সেরা ব্যবসাসফল ছবি ছিলো এটি।

ছবির গানগুলোও দারুণ জনপ্রিয়তা পায়। আর শাবনূর ঐ বছরের জন্য একাই ডাবল নমিনেশন পায় বাচসাস পুরস্কারের আসরে। যার একটি তার সেরা ব্যবসাসফল ছবি স্বপ্নের ঠিকানার জন্য, আরেকটি এই ছবি অর্থাৎ প্রেমের অহংকারের জন্য। যদিও সবদিক থেকেই স্বপ্নের ঠিকানার পাল্লা ছিলো ভারি, তাই পুরস্কার স্বপ্নের ঠিকানা থেকেই আসে। তবে পাগলী চরিত্রে প্রেমের অহংকারে শাবনূরের অভিনয় নজর কাড়ে সবার। যার ফলে পরবর্তীতে অনেক ছবিতেই শাবনূরকে পাগলী চরিত্রে দেখা গেছে। বিশেষ করে ওমর সানির সাথে করা প্রায় সব ছবিতেই শাবনূর পাগলী চরিত্রে অভিনয় করেছে।

যাই হোক, ঐ ছবিতে শাবনূরের আরেক নায়ক ছিলো অমিত হাসান। শাবনূর- অমিত হাসান জুটিও পায় জনপ্রিয়তা। ইন ফ্যাক্ট, এ ছবির পর শাবনূর এবং অমিত হাসান জুটি একসাথে একের পর এক ছবি করতে থাকে।

কিন্তু ওমর সানির সাথে শাবনূর সালমান জীবিত থাকাকালীন আর কাজ করেনি। অনেকে বলেন মৌসুমী করতে দিতো না। যদিও এটা তাদের ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে আমার মন্তব্য নেই।

সালমানের মৃত্যুর পর সালমান- শাবনূরের অসমাপ্ত ছবি 'কে অপরাধী' (১৯৯৭) দিয়ে এ জুটি আবার কামব্যাক করে। 'কে অপরাধী' বক্স অফিসে মোটামুটি সাফল্য পায়। তবে ছবিটি বোদ্ধামহলে প্রশংসিত হয়। ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়।

১৯৯৮ সালে মন্দার বাজারেও শাবনূর- ওমর সানি অভিনীত একে একে তিনটি ছবি মুক্তি পায়। অধিকার চাই, মধুর মিলন, রঙ্গিন নয়ন মনি।

তিনটি ছবিই মোটামুটি ভালো রেস্পন্স পায়। তিনটি ছবিরই গান জনপ্রিয়তা পায়।

তবে প্রথম ছবি প্রেমের অহংকারের মতো অতোটা সাফল্য পায়নি এ জুটির বাকি ছবিগুলো।

তারপরও শাবনূর- ওমর সানি অভিনীত ৫টি ছবিই আজ পর্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ছবির গানগুলো।

ব্যবসায়িক ভিত্তিতে এ জুটির ৫টি ছবিকে সিরিয়াল অনুযায়ী সাজালে -

১- প্রেমের অহংকার (১৯৯৫)
২- মধুর মিলন (১৯৯৮)
৩- অধিকার চাই (১৯৯৮)
৪- কে অপরাধী (১৯৯৭)
৫- রঙ্গিন নয়ন মনি (১৯৯৮)

এ জুটির সেরা গানগুলো (মুক্তির ক্রমানুসারে)

১- প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার - প্রেমের অহংকার (১৯৯৫)
২- জীবনের গান আজ গাইবো - প্রেমের অহংকার (১৯৯৫)
৩- কি ছিলে আমার - কে অপরাধী (১৯৯৭)
৪- কত ভালোবাসি, কি যে ভালোবাসি - কে অপরাধী (১৯৯৭)
৫- মন মানে না, মানে না - অধিকার চাই (১৯৯৮)
৬- তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ - অধিকার চাই (১৯৯৮)
৭- বার বার শতবার - মধুর মিলন (১৯৯৮)
৮- চুল ধইরো না - রঙ্গিন নয়ন মনি (১৯৯৮)

শাকিব খান, সাথী, ডিপজল, ময়ুরী, আলেক জান্ডার বো অভিনীত ২০০৩ সালের ছবি 🎬 বড় মালিক 🧔
30/10/2025

শাকিব খান, সাথী, ডিপজল, ময়ুরী, আলেক জান্ডার বো অভিনীত ২০০৩ সালের ছবি 🎬 বড় মালিক 🧔

শাবানা, বুলবুল আহমেদ, রাজ্জাক, সুচরিতা, নূতন অভিনীত ১৯৭৯ সালের ছবি 🎬 ঘর সংসার 🏠
30/10/2025

শাবানা, বুলবুল আহমেদ, রাজ্জাক, সুচরিতা, নূতন অভিনীত ১৯৭৯ সালের ছবি 🎬 ঘর সংসার 🏠

শাবানা, আলমগীর জুটির ১৯৭৯ সালের ছবি 🎬 মাটির মানুষ 💑ছবিতে আরো ছিলেন রোজীনা 👸
30/10/2025

শাবানা, আলমগীর জুটির ১৯৭৯ সালের ছবি 🎬 মাটির মানুষ 💑

ছবিতে আরো ছিলেন রোজীনা 👸

কবরী, বুলবুল আহমেদ, ফারুক, অঞ্জনা, রোজী সামাদ, আনোয়ার হোসেন অভিনীত ১৯৭৯ সালের বাংলা মুভি 🎬 ছোট মা 👩‍🦳
30/10/2025

কবরী, বুলবুল আহমেদ, ফারুক, অঞ্জনা, রোজী সামাদ, আনোয়ার হোসেন অভিনীত ১৯৭৯ সালের বাংলা মুভি 🎬 ছোট মা 👩‍🦳

ইলিয়াস কাঞ্চন ও ঋতুপর্ণা সেন গুপ্ত 💑চেয়ারম্যান (২০০১) ছবির একটি স্থিরচিত্র 📸
30/10/2025

ইলিয়াস কাঞ্চন ও ঋতুপর্ণা সেন গুপ্ত 💑

চেয়ারম্যান (২০০১) ছবির একটি স্থিরচিত্র 📸

মান্না ও মৌসুমী 💑২০০৩ সালের ছবি 🎬 সত্য মিথ্যার লড়াই 👉👈 থেকে নেয়া একটি স্থিরচিত্র 📷
30/10/2025

মান্না ও মৌসুমী 💑

২০০৩ সালের ছবি 🎬 সত্য মিথ্যার লড়াই 👉👈 থেকে নেয়া একটি স্থিরচিত্র 📷

৬৮ হাজার গ্রাম। প্রিয় নায়িকা একজন। শাবনূর। সেই শাবনূর এলেন 'খেয়া ঘাটের মাঝি' রূপে। আমরা প্রথমে ভাবছিলাম ফেরদৌস বুঝি খেয়া...
30/10/2025

৬৮ হাজার গ্রাম। প্রিয় নায়িকা একজন। শাবনূর।

সেই শাবনূর এলেন 'খেয়া ঘাটের মাঝি' রূপে।

আমরা প্রথমে ভাবছিলাম ফেরদৌস বুঝি খেয়া ঘাটের মাঝি।

তাই ছবির নামটা তখন একেবারেই পছন্দ হয়নি।

কিন্তু প্রিয় নায়িকা শাবনূরই যে 'খেয়া ঘাটের মাঝি' এটা জানলে তখন হয়তো এ ছবি দেখার জন্য আরো বেশী পাগল হয়ে যেতাম।

ছবিটা মুক্তি পায় ২০০৩ সালের ঈদুল আযহায়।

মাত্র দুই মাস আগে ২০০২ সালের ঈদুল ফিতরের পর ময়মনসিংহের কয়েকটি সিনেমা হলে বোমা হামলা হয়েছিলো। তারপর নারী দর্শক হলে যেতেই ভয় পেত। তার উপর একসাথে অনেক গুলা অশ্লীল সিনেমা মুক্তি পায়। অশ্লীলতা আর কাটপিসের কারণে ভালো সিনেমার দর্শক হলবিমুখ। তারপরও ছবিটা মোটামুটি ভালো ব্যবসা করে।

এ ছবির গান 'কোন কাননের ফুলগো তুমি' ছিলো ইন্সট্যান্ট হিট। ছবির অন্যান্য গানগুলোও ছিলো দুর্দান্ত।

ছবিতে শাবনূরের চরিত্র ও অভিনয় ছিলো অনবদ্য।

ছবিটি শাবনূর, ফেরদৌস জুটির শুরুর দিকের কাজ (২০০১ সালের দিকে) হলেও মুক্তি পেতে খানিকটা দেরী হয়।

একই সময়ে হওয়া এ জুটির 'প্রেমের জ্বালা' সঠিক সময়ে অর্থাৎ ২০০১ সাথে মুক্তি পেয়ে সুপার হিট হয়েছিলো। এ ছবিটিও ২০০১ সালে মুক্তি পেলে আরো ভালো রেসপন্স পেত বলে মনে করি।

রুবেল, ডিপজল, মৌসুমী, ময়ুরী, কেয়া অভিনীত ২০০৩ সালের ছবি 🎬 চাই ক্ষমতা 🫵
29/10/2025

রুবেল, ডিপজল, মৌসুমী, ময়ুরী, কেয়া অভিনীত ২০০৩ সালের ছবি 🎬 চাই ক্ষমতা 🫵

একা 👸১৯৯৮ সালে পর পর 'তেজী' ও 'কালো চশমা' - এর মতো দুদুটা সুপার হিট দিয়ে ভালোই আলোচিত হয়েছিলেন। সে বছরে ঢালিউড বক্স অফিস...
29/10/2025

একা 👸

১৯৯৮ সালে পর পর 'তেজী' ও 'কালো চশমা' - এর মতো দুদুটা সুপার হিট দিয়ে ভালোই আলোচিত হয়েছিলেন।
সে বছরে ঢালিউড বক্স অফিসের সেরা দুই নায়ক মান্না ও রুবেলের নায়িকা হয়ে একা হয়ে উঠেছিলেন দারুণ সম্ভাবনাময়।

কিন্তু পরে আর সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

একার কোন ছবি দেখিনি, তাই জানি না, কেন সে এরপর আর সেভাবে আলোচনায় আসতে পারেনি।

গ্ল্যামারতো ভালোই ছিলো।

তাহলে ঘাটতিটা ছিলো কোথায়?

অভিনয়ে, নাকি ছবি সিলেকশনে?

মান্না, মৌসুমী,  রচনা ব্যানার্জী, অমিত হাসান অভিনীত ২০০৩ সালের ঈদুল আযহার ছবি 🎬 সত্যের বিজয় ✌
29/10/2025

মান্না, মৌসুমী, রচনা ব্যানার্জী, অমিত হাসান অভিনীত ২০০৩ সালের ঈদুল আযহার ছবি 🎬 সত্যের বিজয় ✌

শাবনূর, রিয়াজ জুটির ২০০২ সালের ছবি 🎬 মাটির ফুল 🌺 বক্স অফিসে কেমন ব্যবসা করেছে?এমন প্রশ্ন অনেকেই করেছেন। যেহেতু ছবির নাম ...
29/10/2025

শাবনূর, রিয়াজ জুটির ২০০২ সালের ছবি 🎬 মাটির ফুল 🌺 বক্স অফিসে কেমন ব্যবসা করেছে?

এমন প্রশ্ন অনেকেই করেছেন।

যেহেতু ছবির নাম প্রথম আলোর সালতামামিতে সেরা ১০ এ আসেনি, তাই সবার মনে এই প্রশ্ন।

তবে, প্রথম আলো বাদে অন্য প্রায় সব পত্রিকা, ম্যাগাজিনের বিভিন্ন রিপোর্টে এ ছবির ব্যবসা নিয়ে পজেটিভ রিপোর্ট করা হয়েছে। কোন কোন পত্রিকায় বলা হয়েছে যে, এ ছবি খুব ভালো ব্যবসা করেছে। একটা ফেমাস ম্যাগাজিনের সেরা ১০ ব্যবসাসফল ছবির তালিকায় এ ছবিকে ৬ নম্বরে রাখা হয়েছে (ঈদের ছবি বাদে)।

আরেকটি ফেমাস ম্যাগাজিন 'চিত্রালী' তাদের সালতামামির রিপোর্টের একটা অংশে লিখেছে, ২০০২ সালে ভালো ব্যবসা করেছে এমন চারটি ছবির কথাই বলতে পেরেছেন চলচ্চিত্র ব্যবসায়ী মহল। আর এই চারটি ছবি হচ্ছে, স্বামী স্ত্রীর যুদ্ধ, ফায়ার, মাটির ফুল আর ইতিহাস। (ঈদের ছবি বাদে)

পত্রিকার রিপোর্ট অনুযায়ী মাটির ফুল অবশ্যই ব্যবসাসফল ছবি।

তাহলে মাটির ফুল প্রথম আলোসহ সব পত্রিকার সেরা ১০ এ কেন আসেনি?

কারণ মাটির ফুল ভালো ব্যবসা করলেও সুপার ডুপার হিট হয়নি।

ছবিটি শহরের হলগুলোতে খুব ভালো ব্যবসা করলেও গ্রাম কিংবা মফস্বলের হলগুলোতে তখন অশ্লীল ছবির দাপটে সুস্থধারার ছবির ব্যবসা বেশ কঠিন হয়ে পড়েছিলো।

তাই ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করতে পারেনি।

ইন ফ্যাক্ট তখন শাবনূরের অনেক ছবিই শহরে দারুণ হিট হলেও গ্রামে অশ্লীল ছবির দাপটে সুবিধা করতে পারেনি। যখনই অশ্লীল ছবি বন্ধে সরকার কোন পদক্ষেপ নিয়েছে, তখনই শাবনূরের ছবি সুপার ডুপার হিট হয়েছে।

তাই মাটির ফুল দিনশেষে শুধুমাত্র হিট ছবি হিসেবেই গণ্য হয়েছে। সুপার হিট ছবি হিসেবে নয়।

আশা করি, সবাই মাটির ফুল ছবির বক্স অফিস সাফল্য নিয়ে একটা ধারণা পেয়েছেন।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dfilmybuzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dfilmybuzz:

Share