Aparajita's story

Aparajita's story আসসালামু আলাইকুম
Welcome my page.
(18)

নদীর পানি  মিষ্টি হয়...কারণ , সমুদ্র পানি দিতে থাকে..!সমুদ্রের জল   লবণাক্ত  হয় কারন সর্বদা  পানি নিতে থাকে..!আর ড্রেনের...
16/09/2025

নদীর পানি মিষ্টি হয়...
কারণ , সমুদ্র পানি দিতে থাকে..!
সমুদ্রের জল লবণাক্ত হয়
কারন সর্বদা পানি নিতে থাকে..!
আর ড্রেনের পানি দুর্গন্ধ হয়
কারণ সে সব সময় স্থির থাকে,
দিতে থাকলে সবার কাছে প্রিয়, আর নিতে তাকলে তেতো, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হতে হয়

12/09/2025

সাদামাটা এক জীবনে মানুষের বেঁচে থাকার জন্য আসলে কত কি চাওয়ার থাকে বলুন তো..❓

খেয়েপরে বেঁচে থাকা, একটু ভরসার জায়গা, একটু প্রশান্তি আর সত্যিকারের ভালোবাসা। এর বাইরে আর কিই বা প্রয়োজন?

জীবন আসলে কঠিন নয়, হয়তো আমরাই জটিল করে তুলি...

কখনো কখনো মনে হয়..কেউ কাউকে ভালোবাসে না। নাহলে আপনারাই বলুন না, ভালোবাসা যদি থাকতো, তাহলে কেন বাবা-মা'র কাছে 'প্রিয় সন্ত...
01/09/2025

কখনো কখনো মনে হয়..
কেউ কাউকে ভালোবাসে না। নাহলে আপনারাই বলুন না, ভালোবাসা যদি থাকতো, তাহলে কেন বাবা-মা'র কাছে 'প্রিয় সন্তান' বলে আলাদা একটা ভাগ হয়? কেন বাবা-মা'য়েরা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন?

সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু, পিঠে ছুরি বসানো আত্মীয়, এরা তাহলে কারা? মঙ্গল গ্রহের প্রাণী?

ভালোবাসা যদি হত, তাহলে প্রেমে ঠকতে হয় কেন? আর এখানেই শেষ নয়, হাজারবার ভেঙে যাবার পর যখন ফাইনালি একা থাকতে শিখে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ দু'চারটে সস্তার নাটক করে আবার ভেঙে দিয়ে যায় কেন?

কারোর কারোর তো আবার ভালোবাসাহীন 'লাভ ম্যারেজও' হয়। কী বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কী করে সম্ভব? আরে হয় গো, হয়। এমনটাও হয়। এই যেমন ধরুন, আপনার বিয়ের প্রায় একযুগ কেটে যাবার পর হঠাৎ একদিন আপনি জানতে পারলেন, যে আপনার সেই ভালোবাসার মানুষটি, সেসময় আপনাকে 'আই লাভ ইউ ফরেভার' বলে আশ্বস্ত করে একটা দারুন ঘুমের রাত উপহার দিয়ে, অন্য কোনো অপ্সরার ইনবক্সে ভালোবাসার, ভালোলাগার, প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছিল। কেমন লাগবে তখন? বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে আর? সেই মাখোমাখো প্রেমের স্মৃতি রোমন্থন করে নিজেকে চার্জ করতে পারবেন আর? সেই মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন বা সে আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছিল, এই কথাটা বিশ্বাস করতে মন চাইবে? সব কেমন ঝাপসা হয়ে যাবে না তো?

এবারে অনেকেই বলবে, সামাজিক স্বীকৃতি তো দিয়েইছে, আর কি চাই? না মশাই, ভালোবাসা অতো সস্তা নয়, যে কিছু মানুষ ডেকে খাইয়ে একজনের সিঁথি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার আগে আসে সম্মান। আর আপনি সেই সম্মানের ছিটেফোঁটাও পান নি। যদি পেতেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটি অন্যের ইনবক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিতো না। সম্মান কোনো সামাজিক স্বীকৃতি কিংবা দামী দামী জামাকাপড়, জুয়েলারি ইত্যাদি দিয়ে মাপা যায় না। এগুলো তো ভালোবাসার প্রচার মাত্র।

তাছাড়া ভালোবাসা যদি সত্যিই হত, তাহলে অশীতিপর কোনো বৃদ্ধকে এটা কেন শুনতে হয়, 'বুড়োটা শালা মরেও না'...

ভালোবাসা যদি সত্যিই হত, তাহলে একই সাথে বড় হয়ে ওঠা ভাই-ভাই কিংবা ভাই-বোন একে অপরের শত্রু হয় কীভাবে? কেন সম্পত্তির ভাগ-বাটোয়ারা হবে? কেন বাবা-মা মারা যাবার আগে উইল করে যান? কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না।

আসলে কেউ কাউকে ভালোবাসে না......ভালোবাসা অতো সস্তা নয়......খুব এক্সপেন্সিভ...... সবার সামর্থ্যের বাইরে...!!😅🌼

সংগৃহীত....

অনেকেই স্যলাইন সঠিক ভাবে ৫০০ মিলি পানিতে মিশান না।এটা না করলে স্বাস্থ্য জন্য ক্ষতি হতে পারে।।  স্যলাইন সাধারণত ৫০০ মিলি ...
28/08/2025

অনেকেই স্যলাইন সঠিক ভাবে ৫০০ মিলি পানিতে মিশান না।
এটা না করলে স্বাস্থ্য জন্য ক্ষতি হতে পারে।।
স্যলাইন সাধারণত ৫০০ মিলি পানিতে মেশানোর কারণ হলো এর নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখা। লবণের অতিরিক্ত ঘনত্ব শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এতে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার ঝুঁকি বাড়ে।
​এখানে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো:
​কেন ৫০০ মিলি পানিতে মেশানো হয়?
​সাধারণত বাজারে প্রাপ্ত ওরাল স্যালাইনের প্যাকেটে যে পরিমাণ লবণ ও গ্লুকোজ থাকে, তা ৫০০ মিলি পানিতে মেশালে একটি আদর্শ দ্রবণ তৈরি হয়। এই দ্রবণের ঘনত্ব রক্তরসের (Blood plasma) ঘনত্বের প্রায় সমান থাকে। এর ফলে শরীর সহজেই এই দ্রবণ শোষণ করতে পারে এবং কার্যকরভাবে পানিশূন্যতা পূরণ হয়।
​২০০ মিলি পানিতে মিশালে সমস্যা কী?
​যদি আপনি ৫০০ মিলির স্যালাইন ২০০ মিলি পানিতে মেশান, তাহলে দ্রবণটি অনেক বেশি ঘন বা Hypertonic হয়ে যাবে। এতে করে:
​ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে: ঘন স্যালাইন শরীরের কোষ থেকে পানি টেনে নেয়, যা ডিহাইড্রেশন বা পানিশূন্যতা আরও বাড়িয়ে দিতে পারে।
​ডায়রিয়া বা বমি হতে পারে: ঘন দ্রবণ পাকস্থলী ও অন্ত্রের জন্য অস্বস্তিকর হতে পারে, যার ফলে ডায়রিয়া বা বমি হওয়ার সম্ভাবনা থাকে।
​রক্তচাপ ও অন্যান্য সমস্যা: অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ, কিডনি এবং হার্টের রোগীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
​স্যালাইন খালি খাওয়া যাবে কি?
​স্যালাইন খালি খাওয়া যাবে না। স্যালাইনের গুঁড়ো সরাসরি খেলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে লবণের মাত্রা অনেক বেশি থাকে, যা শরীরের ভেতরে কোষের ভারসাম্য নষ্ট করে এবং গুরুতর শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।
​তাই, স্যালাইনের সর্বোচ্চ কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্যাকেটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সঠিক পরিমাণ পানিতে মিশিয়ে খাওয়া উচিত।

28/08/2025

দেখলে মনে হয় পৃথিবীতে কারো কোনো দুঃখ নেই। স্পর্শ করলে সকলেই কেমন হাউমাউ করে কাঁদ। সুখ দেখানোর এমন সমাজ সৃষ্টি হলো কিভাবে???
⁉️⁉️

28/08/2025

- Relationship এ যাবার পর মেয়েদের আসল কাজ হলো,বয়ফ্রেন্ডের পোস্টে কোন কোন মেয়ে রি'য়ে'ক্ট করে তাদের উপর নজর রাখা!🙂😂😂

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে প...
28/08/2025

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে।

আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

পজেটিভ জিনিসটা কয়জনের মধ্যেই থাকে...(সংখ)

২৬ বছর সংসার করা স্বামী এবং তার দুই মেয়ে ও এক ছেলে তাকে এই ভাবে ICU তে রেখে চলে গেছে!😅💔
21/08/2025

২৬ বছর সংসার করা স্বামী এবং তার দুই মেয়ে ও এক ছেলে তাকে এই ভাবে ICU তে রেখে চলে গেছে!😅💔

ভাবা যায় ১৪ লাখ শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ই ফেল🙂💔কি দিন চলে আসলো 🥲সবার জন্য শুভকামনা 🥰
10/07/2025

ভাবা যায় ১৪ লাখ শিক্ষার্থীর মধ্যে
৬ লাখ ই ফেল🙂💔
কি দিন চলে আসলো 🥲
সবার জন্য শুভকামনা 🥰

দই বানাতে যদি দই লাগে তাহলে সেই দই কি দিয়ে বানায় তা ভেবে ডিপ্রেশনে চলে যাওয়া আমি.!🙂   ゚  ゚
29/06/2025

দই বানাতে যদি দই লাগে তাহলে সেই দই কি দিয়ে
বানায় তা ভেবে ডিপ্রেশনে চলে যাওয়া আমি.!🙂
゚ ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aparajita's story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category