
17/10/2025
রিভিউ : বোনদের প্রতি নসীহত
লেখিকা: সাইয়িদ আমাতুল্লাহ তাসনিম রহ.
প্রকাশনী: দারুল ইলম
বর্তমানে আমাদের বোনদের জীবনে এমন কিছু ভুল ও গুনাহ দেখা যাচ্ছে—যেগুলোর কারণে দুনিয়া ও আখিরাতে অপমান ও কষ্ট দুটোই হতে পারে। এসব কাজ আমাদের চোখে তুচ্ছ মনে হলেও, আল্লাহ ও তাঁর রাসুলের কাছে এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ।
আমাদের অনেক বোন প্রতিদিনই এই ভুলগুলো করে যাচ্ছেন, অথচ এর পরিণতি নিয়ে কোনো ভাবনা নেই। শরীরে সামান্য ময়লা লাগলে আমরা তৎক্ষণাৎ পরিষ্কার করি, কিন্তু অন্তর ও আত্মা যে গুনাহের ময়লায় নোংরা হয়ে আছে—সেদিকে খেয়ালই নেই।
এই ভুলগুলোর মধ্যে রয়েছে—গীবত করা (অন্যের বদনাম করা), চোগলখুরি (একজনের কথা আরেকজনকে বলে বিবাদ সৃষ্টি করা), অপবাদ দেওয়া, দ্বিমুখী আচরণ, গালি দেওয়া, মিথ্যা বলা, কুসংস্কার মানা, অন্যের প্রতি খারাপ ধারণা রাখা, কবরপূজা, ঈমানের দুর্বলতা, বেপর্দা থাকা, এবং পাতলা বা ফিনফিনে পোশাক পরা ইত্যাদি।
লেখিকা তাঁর এই বইতে এসব বিষয় একে একে তুলে ধরেছেন—প্রতিটি গুনাহ কেন এত ভয়াবহ, কুরআন ও হাদিসে এ বিষয়ে কী সতর্কবার্তা এসেছে, এবং এসব কাজের পরিণতি কী হতে পারে—তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
— কোহি নুর