দারুল ইলম

দারুল ইলম ইলমের প্রচারে, ইলমের সন্ধানে..
(1)

যে-ভুলের মাশুল দিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে এসে পড়েছিলাম একদিন, সে-ভুলের প্রায়শ্চিত্ত হলো ইলম অর্জন এবং আমলে বাস্তবায়ন। তবেই আমরা ফিরে যেতে পারব আদি নিবাস জান্নাতে। ইলম অর্জন ও আমলে বাস্তবায়নের এই যাত্রায় নিরাপদ এবং বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায় দারুল ইলম।

দারুল ইলম
ইলমের প্রচারে, ইলমের সন্ধানে..।

রিভিউ : বোনদের প্রতি নসীহতলেখিকা:  সাইয়িদ আমাতুল্লাহ তাসনিম রহ.প্রকাশনী:  দারুল ইলমবর্তমানে আমাদের বোনদের জীবনে এমন কিছু...
17/10/2025

রিভিউ : বোনদের প্রতি নসীহত
লেখিকা: সাইয়িদ আমাতুল্লাহ তাসনিম রহ.
প্রকাশনী: দারুল ইলম

বর্তমানে আমাদের বোনদের জীবনে এমন কিছু ভুল ও গুনাহ দেখা যাচ্ছে—যেগুলোর কারণে দুনিয়া ও আখিরাতে অপমান ও কষ্ট দুটোই হতে পারে। এসব কাজ আমাদের চোখে তুচ্ছ মনে হলেও, আল্লাহ ও তাঁর রাসুলের কাছে এগুলো অত্যন্ত গুরুতর অপরাধ।

আমাদের অনেক বোন প্রতিদিনই এই ভুলগুলো করে যাচ্ছেন, অথচ এর পরিণতি নিয়ে কোনো ভাবনা নেই। শরীরে সামান্য ময়লা লাগলে আমরা তৎক্ষণাৎ পরিষ্কার করি, কিন্তু অন্তর ও আত্মা যে গুনাহের ময়লায় নোংরা হয়ে আছে—সেদিকে খেয়ালই নেই।

এই ভুলগুলোর মধ্যে রয়েছে—গীবত করা (অন্যের বদনাম করা), চোগলখুরি (একজনের কথা আরেকজনকে বলে বিবাদ সৃষ্টি করা), অপবাদ দেওয়া, দ্বিমুখী আচরণ, গালি দেওয়া, মিথ্যা বলা, কুসংস্কার মানা, অন্যের প্রতি খারাপ ধারণা রাখা, কবরপূজা, ঈমানের দুর্বলতা, বেপর্দা থাকা, এবং পাতলা বা ফিনফিনে পোশাক পরা ইত্যাদি।

লেখিকা তাঁর এই বইতে এসব বিষয় একে একে তুলে ধরেছেন—প্রতিটি গুনাহ কেন এত ভয়াবহ, কুরআন ও হাদিসে এ বিষয়ে কী সতর্কবার্তা এসেছে, এবং এসব কাজের পরিণতি কী হতে পারে—তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।

— কোহি নুর

ফিরে এসো ইসলামে বইটি সংগ্রহ করেছেন?
17/10/2025

ফিরে এসো ইসলামে বইটি সংগ্রহ করেছেন?

17/10/2025

সূরা কাহাফ।
দুরূদ ﷺ
ইস্তেগফার।
বেশি বেশি দু'আ।
সাদাকা।

16/10/2025
আপনার সংগ্রহে রাখুন ছোটদের জন্য অসাধারণ সিরাতের বই 'ছোটদের মহানবী' — নবীজির জীবনকথা ছোটদের ভাষায়।
16/10/2025

আপনার সংগ্রহে রাখুন ছোটদের জন্য অসাধারণ সিরাতের বই 'ছোটদের মহানবী' — নবীজির জীবনকথা ছোটদের ভাষায়।

স্বামী-স্ত্রীর সম্পর্ক—ভালোবাসা, ত্যাগ আর বোঝাপড়ার এক সূক্ষ্ম শিল্পকেন্দ্র।কিন্তু এই শিল্পকেন্দ্র ভেঙে পড়ে তখনই, যখন শাশ...
16/10/2025

স্বামী-স্ত্রীর সম্পর্ক—ভালোবাসা, ত্যাগ আর বোঝাপড়ার এক সূক্ষ্ম শিল্পকেন্দ্র।
কিন্তু এই শিল্পকেন্দ্র ভেঙে পড়ে তখনই, যখন শাশুড়ি–ননদ বা পরিবারের অন্য কারও অযাচিত হস্তক্ষেপ ঢুকে পড়ে, কিংবা স্বামী-স্ত্রী ভুলে যায়—একজন অন্যজনের প্রতি নিজের দায়িত্ব।

‘সুখময় দাম্পত্য’ শুধু একটি দাম্পত্য-পরামর্শের বই নয়; এটি এমন এক আয়না, যেখানে আপনি নিজের পরিবারকে নতুনভাবে চিনবেন।
জানবেন, কীভাবে নিরস সম্পর্কে ফিরিয়ে আনা যায় অনাস্বাদিত সুখরস,
দ্বীনের আলোয় কীভাবে গড়া যায় ফুলের মতো কোমল, প্রশান্ত এক সংসার।

একবার পড়ুন—বদলে যাবে আপনার সম্পর্ক, বদলে যাবে আপনার দৃষ্টিভঙ্গি।

বই : *সুখময় দাম্পত্য*
লেখক : এম কাউছার হামিদ
সম্পাদনা : জাবির মুহাম্মদ হাবীব
প্রকাশনিঃ দারুল ইলম
হার্ডকভার, 144 পৃষ্ঠা।
মুদ্রিত মূল্য : 330/-

আমাদের বোনেদের এমন কিছু ত্রুটিপূর্ণ অভ্যাস আছে, যা কমবেশি প্রায় সবার মধ্যেই বিদ্যমান। এসবের কারণে দুনিয়া ও আখিরাতে ক্ষতি...
16/10/2025

আমাদের বোনেদের এমন কিছু ত্রুটিপূর্ণ অভ্যাস আছে, যা কমবেশি প্রায় সবার মধ্যেই বিদ্যমান। এসবের কারণে দুনিয়া ও আখিরাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। অথচ আমরা এগুলোকে তুচ্ছ ভেবে দিনরাত নির্দ্বিধায় করে যাচ্ছি। ঠিক সেই জায়গাতেই আমাদেরই বোন সাইয়িদ আমাতুল্লাহ তাসনিম রহ. একজন স্নেহময় বড় বোনের মতো দরদভরা ভাষায় এসব ত্রুটি ও ভুল আচরণ নিয়ে লিখেছেন।

নসিহত — শুধু উপদেশ নয়, বরং প্রিয়জনকে ভালোবাসার ভাষায় বলা সত্য কথা। দারুল ইলম ‘বোনেদের প্রতি নসিহত’ বইটিতে সেই সত্য কথাগুলো মমতার চাদরে মুড়ে, মলাটবদ্ধ করে আমাদের সামনে তুলে ধরেছেন ।

বইটি প্রতিটি মুসলিম নারীর জন্য একান্ত প্রয়োজনীয়—বিশেষ করে তার জন্য, যে নিজেকে সংশোধন করতে চায়, নিজের চরিত্রের ঘাটতিগুলো চিনে নিতে চায়, এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে গড়তে চায়।

বই: বোনেদের প্রতি নসিহত
লেখিকা: সাইয়িদ আমাতুল্লাহ তাসনিম রহ.
প্রকাশনী: দারুল ইলম

_____Farzana Naznin

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রামাদান। 'ফিরে এলো রামাদান ' বইটি যেন সেই পবিত্র মাসের দরজায় কড়া নাড়া এক মর্মস্পর্শী আহ্বান...
15/10/2025

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রামাদান। 'ফিরে এলো রামাদান ' বইটি যেন সেই পবিত্র মাসের দরজায় কড়া নাড়া এক মর্মস্পর্শী আহ্বান। স্মরণ করিয়ে দেয় রামাদানের প্রকৃত উদ্দেশ্য __আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জন। বইটিতে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে, কীভাবে এক মাসের এই ইবাদতভরা জীবন পুরো বছেরর পরিবর্তনের সূচনা হতে পারে।

বইটিতে আলোচনা করা হয়েছে রামাদানের আত্মীক তাৎপর্য, কুরআন তিলাওয়াতের মহত্ত্ব এবং রাতের ইবাদতের সৌন্দর্য নিয়ে।

তরুণ প্রজন্মের জন্য বইটি হতে পারে প্রেরণার উৎস। যারা রামাদানের প্রকৃত অর্থ-তাৎপর্য বুঝে নতুন জীবন গড়ে তুলতে চায়, তাদের জন্য এটি অপরিহার্য।

তাহলে রামাদান আসার আগেই সংগ্রহ করুন 'ফিরে এলো রামাদান' বইটি

পার্সেল দেখাই না অনেক দিন। এইযে কতগুলো পার্সেল, রেডি হয়ে চলে যাবে পাঠকের পাড়ি।
14/10/2025

পার্সেল দেখাই না অনেক দিন। এইযে কতগুলো পার্সেল, রেডি হয়ে চলে যাবে পাঠকের পাড়ি।

সীরাতের আলোয় লেখা হৃদয়স্পর্শী গ্রন্থ__ 'মুছে গেল মেহেদির রঙ' বইটি। সংগ্রহ করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই।
14/10/2025

সীরাতের আলোয় লেখা হৃদয়স্পর্শী গ্রন্থ__ 'মুছে গেল মেহেদির রঙ' বইটি।

সংগ্রহ করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই।

Address

দারুল ইলম, ১৫ নং দোকান, (৩য় তলা) কওমি মার্কেট, 65/1, প্যারীদাশ রোড, বাংলাবাজার, ঢাকা/Dhaka, Dhaka Division
Dhaka
1100

Telephone

+8801552902325

Website

http://youtube.com/@darulilmpublication

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল ইলম:

Share

Category