05/04/2025
একদিন নাসিরুদ্দিন হোজ্জা তার ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সামনে তার গাধাটাও হাঁটছিল।
এই দেখে লোকজন বলল, কেমন বোকা দেখো, গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে!
সমালোচনা শুনে হোজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন।
একটুখানি যেতেই তার কানে এলো, দেখো কেমন ছেলে! বাপ হেঁটে যাচ্ছে, আর ছেলে গাধার পিঠে চড়েছে!
এবার হোজ্জা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে।
এবারও রক্ষা নেই। লোকে বলতে লাগলো, কেমন আক্কেল বাপটার, ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে, আর নিজে আরাম করছে গাধার পিঠে!
লজ্জা পেয়ে হোজ্জা ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন।
এবার আরো কড়া মন্তব্য, কেমন নিষ্ঠুর! গাধাটার জন্য একটু মায়াও নেই, বাপ-ছেলে দুইজনই উঠে বসেছে!
অতিষ্ট হয়ে হোজ্জা এবার ছেলেকে নিয়ে নেমে গেলেন গাধার পিঠ থেকে। এরপর দুজনে মিলে গাধাটাকেই কাঁধে তুলে বাড়ি ফিরে এলেন।
পরদিন হোজ্জা গাধার পিঠে উল্টো হয়ে বসে আবার চললেন।
এটা দেখে লোকেরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তুমি উল্টো হয়ে বসেছো কেন?
হোজ্জা জবাব দিলেন, আমি উল্টো হয়ে বসিনি, গাধাই উল্টো দিকে চলছে!
লোকে বললো, এতে করে আমরা তোমার পাছা দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি না।
হোজ্জা বললেন, সোজা হয়ে বসলে আবার পেছনের লোকরা আমার পাছা দেখতে পাবে, সামনে দেখতে পাবে না। তখন?
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হোজ্জার এই কৌতুকটা খুব প্রাসঙ্গিক।