09/08/2025
আল্লামা শাহ আহমদ শফী রহ.কে খুব কাছে থেকে দেখেছেন এবং তার দীর্ঘ সুহবতে থেকে নিবিঢ় পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন এমন কেউ তার জীবন নিয়ে বিস্তারিত লেখার একান্ত দরকার ছিল। লেখক হাসান আনহার সেই ব্যক্তিটি। তিনি ছিলেন শায়খের দীর্ঘ দিনের একনিষ্ঠ খাদেম। তার সাথে অবস্থান করেছেন দিনে এবং রাতে, সফরে এবং হযরে। এ বই সে স্মৃতি, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও দর্শনের সারনির্যাস। বইটির বিশেষত্ব এই--এটা যতটা না জীবনী, তার চেয়ে বেশি আত্মজীবনী। লেখক হাসান আনহার দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা শায়খ আহমদ শফী রহ. এর সামনে বসে শায়খের নিজের জবানীতে কথাগুলো লিপিবদ্ধ করেছেন। এর বাইরে অনেক তথ্য জোগাড় করেছেন নিজ থেকেও। বিশেষ ভালো লেগেছে এই--তিনি সশরীরে ছুটাছুটি করে তথ্য ও ঘটনাগুলোকে মূল থেকে তুলে আনার চেষ্টা করেছেন। ফলে, এখানে শায়খ আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তথ্য আছে, ধারাবাহিক বিবরণ আছে, বিবিধ ঘটনার বিশ্লেষণ আছে, আছে সেসবকে প্রমাণিত করার জন্য প্রয়োজনীয় উপাদান ও পর্যাপ্ত রেফারেন্স। প্রয়োজনীয় জায়গাগুলোতে নানান প্রসঙ্গে উঠে এসেছে অন্যান্য বড় ব্যক্তিত্বের আলোচনাও। বর্ণনার বিস্তৃতি, সূক্ষ্মতা ও উৎসের শক্তিময়তায় এটি আমাদের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এক উপাদান হয়ে উঠেছে। এটি আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতি, সমাজ কাঠামো, ইসলামি আন্দোলন, মাদরাসার নিজস্ব পরিসর, উলামা সমাজ, তৌহিদি জনতা, শিক্ষকতা, হাটহাজারি মাদরাসা, সমকালীন তারুণ্যের মানসসহ বিচিত্র বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ উপস্থিতি প্রমাণ করতে সক্ষম হবে—এ সহজেই অনুমেয়।
আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জীবনকথা
-হাসান আনহার
সম্পাদক : সাবের চৌধুরী
পৃষ্ঠা সংখ্যা : ৩৭৬
মুদ্রিত মূল্য : ৫৯০৳ মাত্র
অর্ডার করতে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন।