Digital Hex

Digital Hex প্রিয় বাংলাদেশ বাংলার মাটি ও মানুষের কথা বলে।

শুভ জন্মদিন বীর চট্টলার নাছির ভাই 🖤
13/10/2025

শুভ জন্মদিন বীর চট্টলার নাছির ভাই 🖤

বাংলা টেসলাকে বিমান মনে করে উড়তে গিয়ে যাত্রীসহ পাইলট ডাইরেক্ট নালায়! ফল্ল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম।
09/10/2025

বাংলা টেসলাকে বিমান মনে করে উড়তে গিয়ে যাত্রীসহ পাইলট ডাইরেক্ট নালায়!
ফল্ল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম।

দু-র্ঘ-ট-না-র পরের ১টা ভিডিও দেখলাম, আল্লাহ 🤲😥😥 রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ম-র-দে-হ পড়ে আছে, পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে...
08/10/2025

দু-র্ঘ-ট-না-র পরের ১টা ভিডিও দেখলাম, আল্লাহ 🤲😥😥 রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ম-র-দে-হ পড়ে আছে, পরিবারের মুখে হাসি ফুটাতে প্রবাসে যাওয়া ভাইদের 😥 সবাই সাগরে মাছ ধরার কাজ করতেন। বুধবার দুপুরে তারা সাগর থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ওমানের দুকুম সিদরা এলাকায় একটি বে-প-রো-য়া গতির গাড়ির কারণে ৮ জনের সবাই ঘটনাস্থলে নি-হ-ত হয়েছেন। তাদের মধ্যে ৭জনের বাড়ি সন্দ্বীপ এবং ১জনের বাড়ি রাউজান বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আবু তালহাডিপার্টমেন্ট: ESOL 9th Batch হল : স্যার এ. এফ. রহমান হলখুব জটিল...
08/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আবু তালহা
ডিপার্টমেন্ট: ESOL 9th Batch
হল : স্যার এ. এফ. রহমান হল

খুব জটিল হৃদরোগে(Tachycardiamyopathy) আক্রান্ত হয়ে বর্তমানে আই সি ইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকারের চিকিৎসার চেষ্টা করার পরেও তালহার স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ডাক্তারের পরামর্শে আমাদের বন্ধু তালহার চিকিৎসা সম্ভব একমাত্র সিঙ্গাপুরে এবং এর জন্যে আপনাদের সকলের দোয়ার পাশাপাশি অতিদ্রুত ৪০ লক্ষ টাকা প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে তালহাকে বাঁচানোর জন্য সহযোগিতা করি। তালহা বাঁচতে চায়,দয়া করে আপনারা সবাই ওকে বাঁচতে সাহায্য করুন।।

Bkash(Payment): 01935-582271(Adarsha library)
Bkash(personal): 01521715664(Niaz)
Bkash(personal): 01774359454(Readul)
Bkash(personal): 01575147563(Riyaj)

Nagad : 01540021688(Readul)
Nagad : 01575147563(Riyaj)

Rocket : 01976229651(Talha)

Upay: 01521715664(Niaz)
Upay: 01575147563(Riyaj)

Islami Bank Bangladesh PLC
Account: 2050 240 02 03598101
MD. AMIR HOSSAIN
Branch Khilgaon Br, Dhaka
Routing No: 125273675

বিঃদ্রঃ বিকাশ মার্চেন্ট একাউন্টে অবশ্যই পেমেন্ট করুন।

কক্সবাজারের রামুতে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসবে উড়ল এক অনন্য বার্তা- ‘ফি/লি/স্তি/ন হোক মুক্ত’। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শা...
07/10/2025

কক্সবাজারের রামুতে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসবে উড়ল এক অনন্য বার্তা- ‘ফি/লি/স্তি/ন হোক মুক্ত’। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি ও মানবতার উৎসব প্রবারণা পূর্ণিমায় এই বার্তা যেন ছুঁয়ে গেল উপস্থিত সবার হৃদয়।

07/10/2025

ঢাবি ক্যাম্পাসে আবরার ফাহাদের ভাইকে হাত ধরে ঘুরলেন সাদিক কায়েম।

অনেক দোকানদার পথে বসে যাবে 😥মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার এবিসি ফকিরহাট বাজারে ভ-য়া-ব-হ আ/গু/ন, পু-ড়ে ...
06/10/2025

অনেক দোকানদার পথে বসে যাবে 😥
মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার এবিসি ফকিরহাট বাজারে ভ-য়া-ব-হ আ/গু/ন, পু-ড়ে ছা/ই হয়ে গেছে অনেক দোকান।

ফকফকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফাঁকা পেয়েই ইচ্ছে মতো গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান! রাত হলেই গাড়ির স্পিড আরো বেড়...
06/10/2025

ফকফকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফাঁকা পেয়েই ইচ্ছে মতো গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান! রাত হলেই গাড়ির স্পিড আরো বেড়ে যায়। গতকাল রাতেও বেপরোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। ভাগ্য ভালো মহান সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করেছেন।

আচ্ছা, চট্টগ্রামের এই হাসপাতালে কম খরচে কিংবা গরিবদের চিকিৎসার কোন ব্যবস্থা আছে কি...? নাাকি কোটিপতিদের হাসপাতাল নামে পর...
05/10/2025

আচ্ছা, চট্টগ্রামের এই হাসপাতালে কম খরচে কিংবা গরিবদের চিকিৎসার কোন ব্যবস্থা আছে কি...? নাাকি কোটিপতিদের হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতাল শুধু বিত্তবানদের জন্যই!!

মেয়েটা দেখতে 'মায়াবী' না? ব্লার করা ছবিটাও এই মেয়েটার ই! ব্লার করার পরেও বুঝা যাচ্ছে তার মায়াবী চেহারাটা শেষ!!!মেয়েটাকে ...
05/10/2025

মেয়েটা দেখতে 'মায়াবী' না?
ব্লার করা ছবিটাও এই মেয়েটার ই! ব্লার করার পরেও বুঝা যাচ্ছে তার মায়াবী চেহারাটা শেষ!!!
মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার স্বামী!! দুনিয়া থেকে বিদায় করার আগে যতোভাবে কষ্ট দেওয়া যায়, ততোভাবেই কষ্ট দিয়েছে!
ফ্যামিলির মানুষদের থেকে আলাদা করে দিয়েছে, সবার থেকে একা করে দিয়েছে। মানসিক কষ্ট,শারীরিক কষ্ট সব দিয়েছে!

একটা কথা আছে, One wrong choice can destroy you badly!
একটা 'ভুল মানুষ' আপনার সুন্দর জীবন টা শেষ করে দিতে পারে! সে আপনার জীবনের সব শান্তি কেড়ে নিবে! ভুল মানুষ লাইফে চলে আসার মতো খারাপ কিছু আর নাই!

মানুষ চিনতে সাবধান! 'বিয়ে' নামক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও সাবধান! 'পার্টনার' খারাপ হলে আপনার বাকি জীবন শেষ!!!

বাংলাদেশী এই নাগরিক মায়ানমারে গিয়েছিল। নাম লিখিয়েছিল সন্ত্রাসী সংঘটন আরাকান আর্মিতে। সশস্ত্র ট্রেনিং নিয়ে সেখানে যুদ্ধও ...
04/10/2025

বাংলাদেশী এই নাগরিক মায়ানমারে গিয়েছিল। নাম লিখিয়েছিল সন্ত্রাসী সংঘটন আরাকান আর্মিতে। সশস্ত্র ট্রেনিং নিয়ে সেখানে যুদ্ধও করেছে। তার নাম জীবন তঞ্চঙ্গা। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ধুমধুম ইউনিয়নের গাছবানিয়া এলাকায়।

গত ১১ আগষ্ট আরসার সাথে লড়াইয়ে টিকতে না পেরে জীবন তঞ্চঙ্গার সাথে আরো বেশ কিছু উপজাতি সন্ত্রাসী আরাকান থেকে বাংলাদেশে পালিয়ে আসে। তার মধ্যে জীবন তঞ্চঙ্গা AK-47 রাইফেলসহ বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপির হাতে আত্মসমর্পণ করে।

শুধু জীবন নয়; গত ২ মাসে এমন বেশ কয়েকজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি গ্রেফতার করেছে যারা ছিল বাংলাদেশী। এগুলোকে সামনে রাখলে সুস্পষ্ট বুঝা যায় কত বৃহৎ আকারে বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়ে উপজাতিরা আরাকান আর্মিতে নাম লেখাচ্ছে!!

একজন বাংলাদেশী নাগরিকের পাকিস্তানে গিয়ে টিটিপির হয়ে লড়াই করার ঘটনাকে মিডিয়া যেভাবে হাইলাইট করে, উপজাতি সন্ত্রাসীদের ক্ষেত্রে আমরা সেটা পাইনা।

অথচ আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে তারা স্বাধীন রাখাইন রাষ্ট্রের স্বপ্ন দেখে। সে পরিকল্পনাকে সামনে রেখে বাংলাদেশ থেকে তারা সদস্যও সংগ্রহ করছে।

রাজনীতি হতে হবে এমন, জনগণের জন্য। টানেল মোড়ে গত সপ্তাহে বাস চা-পা-য় ১জন নি-হ-তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝ...
04/10/2025

রাজনীতি হতে হবে এমন, জনগণের জন্য। টানেল মোড়ে গত সপ্তাহে বাস চা-পা-য় ১জন নি-হ-তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে টানেল মোড়ের ব্যানার-ফেস্টুনের বিরুদ্ধে, যেগুলোর কারণে টানেল মোড়ের রাস্তা একপাশ থেকে অন্যপাশ দেখা যেত না। আজকে সন্ধ্যায় দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলালের নেতৃত্বে নেতাকর্মীরা সকল ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করে। ধন্যবাদ আপনাদের প্রতি।

Address

Dhaka
1229

Telephone

+8801782738184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Hex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

OUTFITTER’S

An online Clothing Shop.