21/09/2025
এমন কয়েকটি সাইকোলজিক্যাল কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি প্রথম দেখাতেই কাউকে বিশ্লেষণ করতে পারবেন এবং তার সম্পর্ক সকল কিছু জানতে এবং বুঝতে পারবেন।
চলুন শুরু করা যাক।
প্রথম কৌশল: The great (Body Language),
প্রথম দেখায় একজনের শরীরের ভাষা অনেক কিছুই বলে দেয়। তাই প্রথম দেখায় কাওকে বুঝতে হলে আপনাকে তার বডি লেঙ্গুয়েজ এর দিকে নজর দিতে হবে। আপনি যদি কাউকে দেখে তার হাত-পা, মুখাবয়ব বা অঙ্গভঙ্গি খেয়াল করেন, তাহলে আপনি সহজেই তার অনুভূতি বা মনোভাব ধরতে পারবেন।
যেমন, যদি কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে চোখ রেখে কথা বলে, তাহলে সে আত্মবিশ্বাসী। কিন্তু যদি কেউ কাঁধ নিচু করে দাঁড়িয়ে থাকে, হাত তুলে ধরে বা খুব দ্রুত কথা বলে, তখন বুঝতে পারবেন যে সে এই মুহূর্তে নার্ভাস বা অস্বস্তি বোধ করছে এবং সর্বদা সিরিয়াস মোমেন্টে সে নার্ভাস হয়ে যায়।
দ্বিতীয় কৌশল: (Eye Contact) বা চোখের দিকে তাকানো,
মানুষের চোখ অনেক কিছু বলে দেয়। আপনি যখন কাউকে প্রথম দেখবেন বা কারো সাথে প্রথম কথা হবে তখন তার চোখের দিকে তাকিয়ে দেখুন। যদি তার চোখ সরাসরি আপনার চোখের দিকে থাকে, তাহলে সে আন্তরিক এবং সত্যবাদী একজন ব্যক্তি।। তবে, যদি সে চোখ এড়িয়ে চলে বা খুব দ্রুত চোখ নামিয়ে নেয়, তাহলে সে হয়তো কিছু গোপন রাখতে চায় বা এই মুহূর্তে প্রবল অস্বস্তি বোধ করছে।
তৃতীয় কৌশল: (Hand Gestures) বা হাতের নাড়াচার।
Hand gestures একটি খুবই শক্তিশালী কৌশল।
হাতের নড়াচড়া একজন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে। যখন কেউ কথা বলার সময় খুব বেশি হাত নাড়ে, তা বোঝায় যে সে কথা বলতে খুবই উৎসাহী এবং সে তার নিজের কথা বিশ্বাস করে।
কিন্তু যদি কেউ হাত নিচে রাখে কিংবা চেপে ধরে বা হাত পকেটে রাখে, তাহলে সেটা হতে পারে যে সে কিছু লুকাতে চাচ্ছে বা ব্যক্তিটি খোলামেলা স্বভাবের নয়।
চতুর্থ কৌশল: (Facial Expressions)
হাসি এবং মুখাবয়ব
মানুষের মুখের অভিব্যক্তি বা মুখের এক্সপ্রেশন থেকে তার আসল অনুভূতি সহজেই পড়া যায়।
ধরুন আপনার সামনে কেউ হাসছে তবে তা আসল হাসি নাও হতে পারে,
কারণ মানুষ কখনও কখনও মেকি বা দেখানো হাসি দেয়।
হাসির এক্সপ্রেশন থেকেই অনেক কিছু জানা এবং বুঝা যায়,
তবে, একটি প্রকৃত হাসিতে চোখের কোণে হাসির রেখা দেখা যায়, এটি আপনার কাছে প্রকাশ করে যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সৎ মনোভাবের!
পঞ্চম কৌশল
প্রথম দেখায় কারো ব্যক্তিত্ব বোঝার একটি কার্যকর সাইকোলজিক্যাল কৌশল হলো — "Observation of Microexpressions", অর্থাৎ মাইক্রো এক্সপ্রেশনের পর্যবেক্ষণ।
মাইক্রো এক্সপ্রেশন হলো খুব ক্ষণস্থায়ী অর্থাৎ মিত্র ০.৫ সেকেন্ডেরও কম সময়ের জন্য মুখে ফুটে ওঠা এক্সপ্রেশন বা আবেগের প্রকাশ। কেউ মিথ্যা বললে বা কিছু লুকানোর চেষ্টা করলেও এই এক্সপ্রেশনগুলোতে নিজের অজান্তেই সত্যটা প্রকাশ পায়।
তো আপনাকে খুবই বিচক্ষণতার সাথে ০.৫ সেকেন্ডের কম সময়ের এই এক্সপ্রেশন গুলো ধরতে হবে তাহলেই আপনি মানুষের মনের ভেতর কি চলতে তা ধরতে পারবেন।
তো আমরা বুঝতে পারলাম যে প্রথম দেখায় একজন মানুষের চরিত্র বা মনোভাব বুঝতে হলে আপনার উচিত তার শরীরের ভাষা, চোখের যোগাযোগ, হাতের নড়াচড়া এবং মুখাবয়ব খুব ভালোভাবে খেয়াল করা।
আপনি যদি এই কৌশলগুলো নিয়মিত প্রাকটিস করেন, তাহলে একসময় আপনি শার্লক হোমসের মতো প্রথম দেখাতেই কোন ব্যক্তি সম্পর্কে সব কিছু জেনে ফেলার ক্ষমতা অর্জন করতে পারবেন এবং মানুষদেরকে আপনার এই ক্ষমতা দেখিয়ে অবাক করতে পারবেন।